IPL: আইপিএলের ইতিহাসে ৫টি দ্রুততম ডেলিভারি, তালিকায় রয়েছেন এক ভারতীয় !!

ক্রিকেটে ফাস্ট বোলারদের আধিপত্য বরাবরই। সদ্য শেষ হওয়া আইপিএল (IPL) মরশুমে দেখা যায় ফাস্ট বোলাররা তাদের মারাত্মক বল দিয়ে ব্যাটসম্যানদের কতটা চাপে ফেলে দেন। বিশেষ করে তরুণ উমরান মালিক তার বুলেটের গতিতে ঝড় তোলেন। কিন্তু তারপরও আইপিএলের দ্রুততম বলটি করতে পরেননি তিনি। সেই জায়গায় রয়েছেন বিদেশি এক বোলার। এই প্রতিবেদনে আইপিএলের সেরা পাঁচ জোরে ডেলিভারির […]