উমরান মালিক
আইপিএলে যদি কোন বোলারকে নিয়ে সবথেকে বেশি হইচই হয়, তাহলে প্রথমেই আসবে উমরান মালিকের নাম। এই ভারতীয় পেসার শুধুমাত্র গতি দিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। কাশ্মীরের এই তরুণ বোলার এবারের আইপিএলে ক্রমাগত ১৫০+ কিমি গতিতে বল করে বিপক্ষ ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নেন। এর মধ্যেই ছিল তার ১৫৭ কিমির বল,যা অনেকদিনই ছিল আইপিএলের ২০২২-এর সর্বোচ্চ গতির বল। শেষে ফাইনাল ম্যাচে লকি ফার্গুসন সেই রেকর্ড নিজের নামে করে নেন।