লকি ফার্গুসন
এই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসন। সদ্য শেষ হওয়া আইপিএলের ফাইনাল ম্যাচে এই জোরে বলের তালিকায় নিজের নাম তুলে নিয়েছে। এই মরশুমে গুজরাট টাইটান্স চ্যাম্পিয়ন হয়। ফাইনাল ম্যাচে তারা মুখোমুখি হয় রাজস্থান রয়্যালসের। সেই ম্যাচেই নিজের প্রথম ডেলিভারেই আগুন ঝরান এই কিউয়ি। ১৫৭.৩০ কিমি গতিতে বল করে ২০২২ আইপিএলের সর্বোচ্চ গতির বলটি করে যান তিনি। তার আগে এবারের আইপিএলের সব থেকে জোরে বলের তকমাটি ছিল উমরান মালিকের দখলে।