IPL 2024: ১৮ মে-র মহারণের জন্য মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্রিকেটজনতা। চিন্নাস্বামীর বাইশ গজে ওই দিন মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও চেন্নাই সুপার কিংস (CSK)। আইপিএলের প্রথম ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছিলো দুই দল। সেই ম্যাচে সহজেই জয়লাভ করেছিলো চেন্নাই। চিপক রেঙেছিলো হলুদ রঙে। কিন্তু চিন্নাস্বামীতে লড়াইটা অত সহজ হবে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), ঋতুরাজ গায়কোয়াড়দের সামনে। টুর্নামেন্টের শুরুটা একদমই ভালো করতে পারে নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। প্রথম আটটি ম্যাচের মধ্যে তারা জিতেছিলো কেবল একটি। পরবর্তী পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে দারুণ প্রত্যাবর্তন ঘটিয়েছে তারা। প্লে-অফের লড়াইতে রয়েছে দুই শিবিরই। তাই ১৮ মে-র ম্যাচকে ভার্চুয়াল নক-আউট বলতে দুবার ভাবছেন না বিশেষজ্ঞরা।
কোন দল কোন পথে যেতে পারবে শেষ চারে? এখন চলছে পারমুটেশন-কম্বিনেশন। অঙ্ক বলছে চেন্নাইয়ের সম্ভাবনা ৭২.৭ শতাংশ। অনেকটা পিছিয়ে বেঙ্গালুরু, তাদের সম্ভাবনা ৩৯.৩ শতাংশ। তবুও আশা ছাড়ছেন না বিরাট কোহলিরা (Virat Kohli)। তাদের এখন পয়েন্ট ১২। সুপার কিংসের ১৪। চিন্নাস্বামীতে জিতলে পয়েন্টের নিরিঝে ধোনিদের ধরে ফেলবে ফাফ দু প্লেসির (Faf du Plessis) দল। তবে চেন্নাইয়ের নেট রান রেট টপকে যেতে অন্তত ১৮ রানের ব্যবধানে জিততে হবে তাঁদের। অথবা প্রথম ব্যাটিং করে চেন্নাই যদি ২০০ করে তাহলে ১৮.১ ওভারের মধ্যে তা তাড়া করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্সকে (RCB)। অপরদিকে সুপার কিংসের কেবল জিতলেই হবে। আবার পরাজিত হয়েও প্লে-অফে যাওয়া সম্ভব তাদের। তবে জয় ছাড়া কিছু ভাবছে না পাঁচ বারের চ্যাম্পিয়নরা। বেঙ্গালুরু বধের নীল নকশা তৈরি ধোনিদের।
Read More: IPL 2024: ‘গম্ভীর’ নন গৌতম, ভক্তের জন্য ‘লভ্ গুরু’ বনলেন নাইট রাইডার্স মেন্টর !!
একাদশে রদবদল করতে চলেছে CSK-
বেঙ্গালুরুর বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের একাদশে একঝাঁক রদবদল করত চলেছে চেন্নাই সুপার কিংস (CSK)। মঈণ আলি (Moeen Ali) ফিরে গিয়েছেন দেশে। ইংল্যান্ডের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবেন তিনি। তাঁর পরিবর্তে দলে ফেরানো হবে মিচেল স্যান্টনারকে (Mitchell Santner)। নিউজিল্যান্ডের বাম হাতি স্পিনার বরাবরই গুরুত্বপূর্ণ ম্যাচে কার্যকরী ভূমিকা নেন। ডেথের পাশাপাশি পাওয়ার-প্লে’তে বল হাতে উইকেট তুলে নিতে পারেন তিনি। বিশেষ করে কোহলির বিরুদ্ধে স্যান্টনারকে ব্যবহারের পরিকল্পনা নিতে পারেন ধোনি, ঋতুরাজরা। বাম হাতি স্পিনের বিরুদ্ধে সমস্যায় পড়তে দেখা গিয়েছে বিরাটকে। ১৫ একদিনের ম্যাচে ৩বার স্যান্টনার আউটও করেছেন তাঁকে। কিউই স্পিনারের বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট’ও কমে দাঁড়ায় ৬৮.৯।
ওপেনিং-এ গত ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) সঙ্গী হয়েছিলেন নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। আইপিএলের (IPL) শুরুটা কিউই তরুণ ভালো করলেও আপাতত সেরা ছন্দে নেই তিনি। গত ম্যাচেও বিশেষ সাফল্য পান নি। তাই ওপেনিং স্লটে ঋতুরাজের সঙ্গী হিসেবে রচিন নয়, বরং ফেরানো হয়ে পারে অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)। অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারেরও চলতি আইপিএল ভালো কাটে নি। কিন্তু ইনিংসের শুরুতে বড় শট মারতে পারদর্শী তিনি। তাই রাহানেকে নিয়ে ফাটকা খেলতে পারেন ধোনিরা। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারেন রচিন। অতিরিক্ত বিদেশী বোলার হিসেবে রিচার্ড গ্লিসনকে (Richard Gleeson) খেলাতে পারে চেন্নাই। পথিরানা, তীক্ষণা, মুস্তাফিজুর, দীপক চাহার নেই। দেশপাণ্ডে, সিমরণজিৎ-দের সাথে গ্লিসন হতে পারেন তুরুপের তাস।
RCB-র বিরুদ্ধে CSK-এর সম্ভাব্য একাদশ-
ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল ✈, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, মিচেল স্যান্টনার ✈, সিমরণজিৎ সিং, রিচার্ড গ্লিসন ✈, তুষার দেশপাণ্ডে।
বিকল্প- অজয় মণ্ডল, সাইক রশিদ, নিশান্ত সিন্ধু, সমীর রিজভি, রচিন রবীন্দ্র ✈।