IPL 2025: গুজরাত নয় এই আইপিএল দলের কোচ হবেন যুবরাজ সিং, অবশেষে কাটবে ১৭ বছরের ট্রফির খরা !! 1

IPL 2025: ২০২৪ সালের আইপিএল (IPL) শেষ হয়েছে মে’তে। তারপর মাস দুয়েক কাটার আগেই আগামী মরসুমের পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এই বছর রয়েছে মেগা অকশন। নতুন করে দল সাজাতে হবে সবাইকে। কতজনকে ধরে রাখা যাবে সেই সম্পর্কে কোনো তথ্য এখনও প্রকাশ করে নি বিসিসিআই। তবে মনে করা হচ্ছে তিনজনের বেশী রিটেন করা  যাবে না। তাই নিলামের টেবিলে বসার আগে নিজেদের চাহিদা ঠিক করে নিতে চাইছে দলগুলি। থিঙ্কট্যাঙ্ককে মজবুত করার কাজ শুরু করে দিয়েছে তারা। ইতিমধ্যেই কোচের পদে রদবদল ঘটিয়েছে দিল্লী ক্যাপিটালস (DC)। তারা সরিয়েছে রিকি পন্টিং-কে। নয়া মেন্টরের সন্ধানে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ কেকেআর (KKR)। পাঞ্জাব, গুজরাত ফ্র্যাঞ্চাইজিও বদলাতে পারে প্রশিক্ষক। দুই শিবিরেরই নজরে যুবরাজ সিং (Yuvraj Singh)।

Read More: IND vs SL: ভাগ্য খুলছে অভিষেক শর্মা’র, এই ক্রিকেটারের বদলে জায়গা পাচ্ছেন শ্রীলঙ্কা সফরে !!

গুজরাতের কোচ হচ্ছেন যুবরাজ?

Yuvraj Singh | IPL | Image: Getty Images
Yuvraj Singh | Image: Getty Images

২০২২ সালে পথচলা শুরু করেছে গুজরাত টাইটান্স (GT) ফ্র্যাঞ্চাইজি। সূচনালগ্ন থেকেই তাদের সাথে কোচ হিসেবে রয়েছেন আশিষ নেহরা (Ashis Nehra)। প্রথম মরসুমেই ট্রফি জিতেছিলো টাইটান্সরা। দ্বিতীয় মরসুমে পৌঁছেছিলো ফাইনালে। শেষ বলে মোহিত শর্মা (Mohit Sharma) বাউন্ডারি হজম না করলে মুম্বই ও চেন্নাইয়ের পর তৃতীয় দল হিসেবে নিজেদের ট্রফি ‘ডিফেন্ড’ করার নজিরও গড়ে ফেলতে পারত সিভিসি ক্যাপিটালসের মালিকানাধীন এই দল। তৃতীয় মরসুমটা অবশ্য ভালো কাটে নি তাদের। অধিনায়ক হার্দিক (Hardik Pandya) দল ছেড়েছিলেন। নতুন নেতা শুভমান গিলের (Shubman Gill) অধিনায়কত্বে প্লে-অফের গণ্ডী পেরোতে সক্ষম হয় নি তারা। থামতে হয় লীগ তালিকার অষ্টম স্থানে। প্রথমবার শেষ চারের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় তারা।

২০২৫-এর আইপিএলে (IPL) সাফল্যের বৃত্তে ফিরতে মরিয়া গুজরাত (GT)। একঝাঁক বড়সড় রদবদল আশা করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই মেন্টর গ্যারি কার্স্টেন (Gary Kirsten) দল ছেড়েছেন। তিনি হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে। শোনা যাচ্ছে মালিকানাতেও পরিবর্তন আসতে পারে ফ্র্যাঞ্চাইজির। সিভিসি ক্যাপিটালসের হাত দল থেকে দলের দায়িত্ব নিতে পারে আদানি শিল্প গোষ্ঠী। মহিলাদের টি-২০ ফ্র্যাঞ্চাইজি লীগে গুজরাত জায়ান্টস (GG) নামে দল রয়েছে তাঁদের। টাইটান্স দলের নাম বদলের সম্ভাবনাও তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই আবহেই জোর গুঞ্জন যে কোচও বদলাতে পারে তারা। সরে যেতে পারেন আশিষ নেহরা। পরিবর্তে নতুন কোচ হিসেবে হটসিটে বসতে পারেন যুবরাজ সিং (Yuvraj Singh)।

পাঞ্জাব কিংস হতে পারে গন্তব্য-

Punjab Kings | IPL | Image: Getty Images
Punjab Kings | Image: Getty Images

যুবরাজের গুজরাত টাইটান্সে যোগদানের জল্পনা থাকলেও ক্রিকেট কিংবদন্তি এখনও পর্যন্ত এই নিয়ে কোনো মন্তব্য করেন নি। বরং বেশ কিছু সূত্র দাবী করছে যে নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসে (PBKS) প্রশিক্ষক হিসেবে যোগ দিতে অধিক আগ্রহী তিনি। প্রীতি জিন্টার দল সতেরো বছর ধরে আইপিএলে (IPL) অংশ নিচ্ছে। কিন্তু দিল্লী ও বেঙ্গালুরুর মত তারাও একবারও ট্রফি জেতে নি। ২০১৪ সালে ফাইনাল খেলা ছাড়া কোনো উল্লেখযোগ্য সাফল্যও নেই তাদের। শেষ এগারো বছর ধরে প্লে-অফের যোগ্যতাও অর্জন করতে পারে নি। ব্যর্থতার অন্ধকারে ডুবে থাকা পাঞ্জাবে সাফল্যের ভগীরথ হতে পারেন যুবরাজই। এই মুহূর্তে তাদের কোচের পদে রয়েছেন ট্রেভর বেইলিস। কিন্তু সংবাদসংস্থা ক্রিকবাজ জানাচ্ছে যে চুক্তি নবীকরণের ভাবনা নেই ফ্র্যাঞ্চাইজির। তারা খুঁজছে ভারতীয় কোচ। বিশ্বকাপজয়ী যুবরাজ (Yuvraj Singh) হতে পারেন আদর্শ বিকল্প।

Also Read: IPL 2025: ঋষভ পন্থের বিদায় নিশ্চিত, নতুন মরসুমে দিল্লী ক্যাপিটালসের নেতৃত্বে এই মহাতারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *