IPL 2025: বিদায়ঘন্টা বাজলো রোহিত শর্মা’র, মুম্বইয়ের হয়ে ওপেন করবেন এই তারকা ক্রিকেটার !! 1

IPL 2025: ডেকান চার্জার্সের হয়ে আইপিএল (IPL) কেরিয়ার শুরু করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০০৯ সালে জিতেছিলেন খেতাব’ও। অনবদ্য পারফর্ম করে সেবার সেরা তরুণ ক্রিকেটারের পুরষ্কারও ছিনিয়ে নিয়েছিলেন তিনি। এরপর ২০১১’র মেগা নিলামে ৯.২ কোটি টাকায় তাঁকে ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এরপর থেকে আর তাঁকে পা বাড়াতে হয় নি নিলামের অনিশ্চয়তায়। ২০১৩ মরসুমের মাঝপথে রিকি পন্টিং নেতৃত্বের ব্যাটন তুলে দেন রোহিতের হাতে। অধিনায়ক হিসেবে প্রথম মরসুমেই জেতেন ট্রফি । এরপর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০তেও মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএল (IPL) উপহার দিয়েছেন রোহিত। ভক্তদের থেকে পেয়েছেন হিটম্যান তকমা। আঠারো মরসুমে ২৫৯ ম্যাচ খেলে তাঁর ঝুলিতে ৬৬৩৬ রান। টুর্নামেন্টের ইতিহাসে তিনি যে অন্যতম সেরা খেলোয়াড় তাতে সন্দেহ নেই কারও। কিন্তু তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

Read More: IPL 2025 MI vs KKR Match Preview: ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া মুম্বাই, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

চলতি IPL-এ হতাশ করেছেন রোহিত-

Rohit Sharma | IPL | Image: Getty Images
Rohit Sharma | IPL | Image: Getty Images

ধারাবাহিকতার অভাব স্পষ্ট রোহিত শর্মা’র (Rohit Sharma) ব্যাটিং-এ। আন্তর্জাতিক আঙিনায় গত এক-দেড় বছর ধরে ফর্ম খুঁজে চলেছেন তিনি। রান খরা চলছে আইপিএলেও (IPL)। চেপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খাতাই খুলতে পারেন নি রোহিত। খলিল আহমেদের প্রথম তিনটি বলে বেশ নড়বড়ে দেখিয়েছিলো তাঁকে। চতুর্থ বলটিতে মরিয়া হয়ে বড় শট খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন। ক্যাচ তুলে দেন রবিচন্দ্রণ অশ্বিনের হাতে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটিতে পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেছিলেন ঠিকই। কিন্তু ইনিংস দীর্ঘায়িত করতে পারেন নি তিনি। মহম্মদ সিরাজের (Mohammed Siraj) স্ক্র্যাম্বলড সিম ডেলিভারি রোহিতের রক্ষণ ভেঙে আছড়ে পড়ে তাঁর অফস্টাম্পে। ৪ বল খেলে ৮ করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। এখনও পর্যন্ত আইপিএলে ২ ম্যাচ খেলে তাঁর সংগ্রহে ৮ রান। গত মাত্র ৪।

মুম্বই ইন্ডিয়ান্স (MI) যে ইতিমধ্যেই রোহিত পরবর্তী অধ্যায় নিয়ে ভাবা শুরু করে দিয়েছে তার আভাস পাওয়া গিয়েছিলো ২০২৪-এই। গুজরাত টাইটান্স থেকে ফিরিয়ে আনা হয় হার্দিক পান্ডিয়াকে। রোহিতের থেকে কেড়ে অধিনায়কত্ব’ও তুলে দেওয়া হয়েছিলো তারকা অলরাউন্ডারের হাতেই। সমর্থকমহলে এই নিয়ে সমালোচনা হলেও তাতে বিশেষ পাত্তা দেয় নি টিম ম্যানেজমেন্ট। এবার রিটেনশন তালিকাতেও রোহিতকে (Rohit Sharma) সর্বোচ্চ মূল্যের স্লট দেওয়া হয় নি। বরং ১৮ কোটিতে ধরে রাখা হয়েছে বুমরাহ ও সূর্যকুমার’কে। ৩৮ পেরোনো রোহিতের গুরুত্ব যে কমছে তা স্পষ্ট ফ্র্যাঞ্চাইজির সাম্প্রতিক সিদ্ধান্তগুলিতে। এমনকি চলতি মরসুমে সম্পূর্ণ ম্যাচ খেলানোও হচ্ছে না তাঁকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কেবল ওপেন করছেন তিনি। ব্যাট হাতেও তাঁর ফর্মের যা দশা, তাতে সেই পজিশন থেকেও দিনকয়েকের মধ্যেই ছেঁটে ফেলা হতে পারে তাঁকে।

ক্লিন বোল্ড রোহিত, দেখুন ভিডিও-

উইল জ্যাকস হতে পারেন পরবর্তী ওপেনার-

Will Jacks | Image: Getty Images
Will Jacks | Image: Getty Images

ঈশান কিষণ নাকি রোহিত শর্মা? দুই ওপেনারের মধ্যে কাকে ধরে রাখা হবে? রিটেনশন তালিকা তৈরির সময় নিঃসন্দেহে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI) থিঙ্কট্যাঙ্ককে। তারা আস্থা রেখেছিলো রোহিতের অভিজ্ঞতায়। কিন্তু প্রথম দুই ম্যাচে রোহিতের পারফর্ম্যান্স কপালে ভাঁজ ফেলেছে কর্মকর্তাদের। বিকল্প ওপেনারের সন্ধানে তাঁরা। সূত্রের খবর ইনিংসের শুরুতে ইংল্যান্ডের উইল জ্যাকসকে (Will Jacks) ব্যবহার করা যায় কিনা তা নিয়ে চলছে চিন্তাভাবনা। দেশের জার্সিতে ১১টি ম্যাচে ওপেন করেছেন ডান হাতি অলরাউন্ডার। তাঁর গড় ২১.৬৩ হলেও স্ট্রাইক রেট ১৪০-এর বেশী। এছাড়া বিভিন্ন টি-২০ লীগেও ওপেনার হিসেবে সাফল্য পেয়েছেন তিনি। পাওয়ার প্লে’তে যদি ঝড় তুলতে পারেন উইল, তাহলে তা দলের পক্ষে মঙ্গলজনক হবে বলে মনে করা হচ্ছে। ব্যাটিং-এর পাশাপাশি বল হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন ইংল্যান্ডের ক্রিকেটার, যা পক্ষে যাচ্ছে তাঁর।

Also Read: IPL 2025 MI vs KKR Dream 11 Prediction: কলকাতা বনাম মুম্বই দ্বৈরথে কারা হবেন সেরা পারফর্মার? ফ্যান্টাসি ক্রিকেটের খুঁটনাটি জানুন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *