ipl-2025-virat-kohli-set-to-join-kkr

IPL 2025: ২০০৮ সালে আইপিএলের (IPL) জন্মলগ্ন থেকে আইপিএলে অংশ নিয়ে আসছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম মরসুমে গায়ে চাপিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সি। ২০২৪-এ সপ্তদশ মরসুমেও বেঙ্গালুরুর হয়েই মাঠে নেমেছেন তিনি। তরুণ তুর্কি থেকে কিংবদন্তির স্তরে নিজেকে উন্নীত করেছেন ভারতীয় তারকা। কিন্তু আইপিএলে দলবদলের পথে হাঁটেন নি। একমাত্র ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টের আগাগোড়া একই দলের হয়ে খেলে চলেছেন তিনি। দীর্ঘ যাত্রাপথে বহু রেকর্ডের মালিক হয়েছেন তিনি। দেখেছেন বহু সাফল্য। কিন্তু ট্রফিজয়ের স্বাদটুকু অধরাই রয়ে গিয়েছে তাঁর। চারবার আইপিএলের ফাইনালে উঠেছে বিরাটের (Virat Kohli) বেঙ্গালুরু। কিন্তু একবারও অন্তিম যুদ্ধে মেলে নি জয়। সেই খালি হাতেই ফিরতে হয়েছে কোহলি ও তাঁর সতীর্থদের। ২০২৫-এর টুর্নামেন্টে আঠারো বছরের চেষ্টায় ট্রফি জিততে মরিয়া তিনি।

Read More: IND vs NZ, 1ST TEST 2024: বরুণ দেবের নজর বেঙ্গালুরুতে, বৃষ্টির কারণে পন্ড হলো ভারত-নিউজিল্যান্ডের প্রথম দিনের খেলা !!

IPL-এ বিরাটের নামে রয়েছে একঝাঁক রেকর্ড-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

দীর্ঘ আইপিএল (IPL) কেরিয়ারে একের পর এক রেকর্ড জমা হয়েছে বিরাট কোহলির (Virat Kohli) নামের পাশে। টুর্নামেন্টে ২৫২টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৮.৬৬ গড়ে করেছেন ৮০০৪ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে রয়েছেন কোহলি। দ্বিতীয় স্থানে থাকা শিখর ধাওয়ানের থেকে এক হাজারেরও বেশী রানে এগিয়ে রয়েছেন তিনি। এছাড়া ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টে ৮টি শতরান রয়েছে তাঁর। তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করার নিরিখেও সবাইকে পিছনে ফেলেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা জস বাটলারের শতরানের সংখ্যা ৭। এক মরসুমে সর্বোচ্চ রান সংগ্রাহক’ও হয়েছেন ভারতীয় কিংবদন্তি। ২০১৬ সালের আইপিএলে (IPL) তিনি করেছিলেন ৯৭৩ রান। ডেভিড ওয়ার্নার ও ক্রিস গেইলের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে একাধিকবার কমলা টুপি জেতার নজির রয়েছে বিরাটের।

বেঙ্গালুরু ছেড়ে কলকাতায় কোহলি ?

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

সতেরো বছরের চেষ্টায় আসে নি আইপিএল (IPL) ট্রফি জয়ের সুযোগ। অষ্টাদশতম মরসুমে ব্যর্থতার ধারাবাহিক চিত্রে বদল আনতে মুখিয়ে থাকবেন বিরাট কোহলি। সেই জন্যই দলবদলের মত কঠিন সিদ্ধান্ত হয়ত নেবেন তিনি। এবার থাকছে মেগা অকশন। বেঙ্গালুরু থেকে রিলিজ নিয়ে তিনি নাম লেখাতে পারেন সেখানে। কোহলিকে পেতে যে দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যেই দড়ি টানাটানি হতে পারে তা বলাই যায়। তবে শেষমেশ বাজিমাত করতে পারে কলকাতা নাইট রাইডার্স (KKR)। পছন্দের তারকার জন্য বিপুল অর্থ খরচে তারা যে পিছিয়ে থাকবে না তা গতবারের মিনি নিলামেই প্রমাণ করে দিয়েছে শাহরুখ খানের দল। ২৪.৭৫ কোটিতে কিনেছিলো মিচেল স্টার্ককে। এবার কোহলির জন্য ২৫ কোটি বা তারও বেশী অর্থ খরচ করতে পারে তারা। নাইটদের হোম গ্রাউন্ড ইডেনে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন কোহলি। এবার আইপিএলেও ইডেন হতে পারে বিরাটময়।

ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে নাইটরা-

Kolkata Knight Riders | IPL | Image: Getty Images
Kolkata Knight Riders | Image: Getty Images

২০২৪-এ আইপিএল (IPL) ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ দশ বছরের অপেক্ষার পর এসেছে কাঙ্ক্ষিত তৃতীয় খেতাব। ২০২৫-এ সেই সাফল্য ধরে রাখতে চাইবে তারা। দল ছেড়েছেন মেন্টর গৌতম গম্ভীর। তাঁর বদলি হিসেবে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভোর নাম ঘোষণা করে দিয়েছে নাইট কর্তৃপক্ষ। ভেঙ্কি মাইশোর, শাহরুখ খানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন মরসুমের জন্য রণনীতি সাজাবেন ক্যারিবিয়ান ‘চ্যাম্পিয়ন।’ কোহলি ছাড়াও কলকাতার রেডারে নাকি রয়েছেন সূর্যকুমার যাদব। মিস্টার ৩৬০ ডিগ্রী’কে দলে সামিল করতে মরিয়া কেকেআর টিম ম্যানেজমেন্ট। আইপিএলের কেরিয়ারের শুরুটা নাইট (KKR) জার্সিতেই করেছিলেন সূর্য। পরে গিয়েছেন মুম্বইতে। তাঁর ‘হোমকামিং’-এর অপেক্ষায় এখন ‘সিটি অফ জয়।’ সূর্যের জন্য ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে মুম্বইয়ের হাতে তুলে দিতেও নাকি প্রস্তুত নাইটরা।

Also Read: টেস্ট সিরিজ শুরুর আগেই হলো কোচ বদল, তড়িঘড়ি দলের রাশ নয়া প্রশিক্ষকের হাতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *