ipl-2025-virat-kohli-got-injured-vs-gt

IPL 2025: কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মত দুই হেভিওয়েট প্রতিপক্ষকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সতেরো বছরের খরা কাটিয়ে এবার আসবে খেতাব, স্বপ্ন দেখাও শুরু করেছিলেন সমর্থকেরা। কিন্তু হোমগ্রাউন্ড চিন্নাস্বামীতে মরসুমের প্রথম ম্যাচেই থমকে গেলো রয়্যাল চ্যালেঞ্জার্সের জয়রথ। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে গতকাল কার্যত অসহায় আত্মসমর্পণই করতে দেখা গেলো রজত পাটিদারের (Rajat Patidar) দল’কে। টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেন শুভমান গিল। আরসিবি’কে ১৬৯-এ বেঁধে রেখেছিলো গুজরাত। রান তাড়া করতে নেমে জ্বলে ওঠেন সাই সুদর্শন, জস বাটলাররা। ১৩ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে টাইটান্স শিবির। গতকাল হেরে পয়েন্ট তালিকায় এক থেকে তিনে নেমে গেলো বেঙ্গালুরু। একইসাথে তাদের চিন্তা বাড়ালো বিরাট কোহলির (Virat Kohli) চোট।

Read More: RCB vs GT: “পুরোনো আরসিবি ফিরে এসেছে..”গুজরাটের কাছে হেরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা মুখে বেঙ্গালুরু!!

ফিল্ডিং-এর সময় আহত হন বিরাট-

Virat Kohli | IPL | Image: Getty Images
Virat Kohli | IPL | Image: Getty Images

আইপিএল (IPL) মরসুমের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে নজর কেড়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে করেছিলেন অপরাজিত ৫৯ রান। আর চেপকের কঠিন পিচে চেন্নাইয়ের বিপক্ষে ‘কিং কোহলি’র ব্যাট থেকে এসেছিলো ৩১। তবে চিন্নাস্বামীতে সাফল্য পেলেন না তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই ৬ বলে ৭ রান করে ফিরতে হয় সাজঘরে। ব্যাটিং ব্যর্থতার পর ফিল্ডিং-এর সময়েও অস্বস্তিতে পড়তে হলো বেঙ্গালুরু তারকাকে। গুজরাত ইনিংসের ১২তম ওভারে বোলিং করছিলেন ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya)। তাঁর পঞ্চম ডেলিভারিটিতে জোরালো স্যুইপ মারেন তরুণ ওপেনার সাই সুদর্শন। মিড-উইকেট অঞ্চলে তখন ফিল্ডিং করছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। বাউন্ডারি রুখতে পারেন নি তিনি। বল তাঁর ডান হাতের আঙুলে আঘাত করে স্পর্শ করে মাঠের সীমানা।

আঙুল চেপে ধরে দীর্ঘক্ষণ বসেছিলেন ‘আহত’ বিরাট কোহলি (Virat Kohli)। ছুটে আসতে হয় আরসিবি ফিজিও’কে। বিরাটকে ঘিরে ভীড় জমান তাঁর সতীর্থরাও। কিছুক্ষণ শুশ্রুষার পর তিনি সুস্থ হয়ে মাঠে ফেরেন ঠিকই, কিন্তু হাতে যে অস্বস্তি রয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিলো তাঁর শরীরী ভাষাতে। বারবার ডান হাতের আঙুল নাড়াচ্ছিলেন তিনি। বিরাটের (Virat Kohli) চোট ঠিক কতটা গুরুতর সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য মেলে নি ফ্র্যাঞ্চাইজি সূত্রে। সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন নি তারকা ক্রিকেটারও। আগামী ৭ তারিখ মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পরবর্তী ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। সেই ম্যাচের আগে ১০০ শতাংশ ফিট হয়ে উঠতে পারবেন তারকা ক্রিকেটার, আপাতত এমনটাই প্রার্থনা করছেন সমর্থকেরা।

পুরনো দলের বিরুদ্ধে নায়ক সিরাজ-

Mohammed Siraj | IPL | Image: Getty Images
Mohammed Siraj | IPL | Image: Getty Images

মরসুম শুরুর আগে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সাথে সাত বছরের সম্পর্ক ছিন্ন করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁকে ‘রিটেন’ করেন নি কর্মকর্তারা। এমনকি জেড্ডার মেগা নিলামেও আগ্রহ দেখান নি সিরাজের প্রতি। সেই উপেক্ষা যে তাঁকে যন্ত্রণা দিয়েছিলো তা বোঝা গিয়েছিলো ডান হাতি ফাস্ট বোলারের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। গতকাল সম্মুখসমরে যেন ‘প্রতিশোধ’ নিলেন তিনি। গুজরাত টাইটান্স জার্সিতে বেঙ্গালুরুর বিরুদ্ধে অনবদ্য পারফর্ম্যান্স সিরাজের। পাওয়ার প্লে’তে দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal) ও ফিল সল্টকে (Phil Salt) বোল্ড করেন তিনি। এরপর বাইশ গজে ‘সেট’ হয়ে যাওয়া লিয়াম লিভিংস্টোনকেও সাজঘরে ফেরান। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৯ রানের বিনিময়ে সিরাজের ঝুলিতে জমা পড়ে ৩টি উইকেট। পুরনো দলের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরষ্কারও গতকাল পেয়েছেন তিনি।

Also Read: IPL 2025: “আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম…” পুরনো দলকে গুঁড়িয়ে দিলেন সিরাজ, হলেন ম্যাচের সেরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *