ipl-2025-vaibhav-trolled-by-fans-on-x

IPL 2025: সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স (RR vs MI)। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের কার্যনির্বাহী অধিনায়ক রিয়ান পরাগ। পাঁচ বারের চ্যাম্পিয়নরা অল্প রানে বেঁধে রাখতে পারেন নি তাঁর বোলাররা। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, রায়ান রিকলটন, হার্দিক পান্ডিয়াদের ধুন্ধুমার ব্যাটিং-এর সৌজন্যে ২০ ওভারে মাত্র ২ উইকেটের বিনিময়ে ২১৭ রান স্কোরবোর্ডে যোগ করেছে মুম্বই (MI)। প্রতিপক্ষ বড় রান তুললেও ইনিংসের বিরতিতে রাজস্থানকে পিছিয়ে রাখতে রাজী ছিলেন না বিশেষজ্ঞরা। দিনকয়েক আগে এই মাঠেই গুজরাতের ছুঁড়ে দেওয়া ২১০ রানের লক্ষ্য ১৫.৫ ওভারে তাড়া করেছিলো তারা। সেদিন মাত্র ৩৫ বলে শতরান করে ইতিহাস গড়েছিলেন বছর চোদ্দর কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আজও তাঁর উপরেই আস্থা রেখেছিলেন সমর্থকেরা।

Read More: IPL 2025: “আজ তাড়া করে দেখাক…” রাজস্থানের বিপক্ষে মুম্বইয়ের ঝুলিতে ২১৭, বৈভব-রিয়ানদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নেটজনতা !!

গুজরাতের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রান করেছিলেন বৈভব সূর্যবংশী (vaibhav Suryavanshi)। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ঈশান্ত শর্মা’র মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বোলারদের নিয়েও সেদিন রীতিমত ছেলেখেলা করেছিলেন তিনি। কিন্তু আজ মুম্বইয়ের বিপক্ষে গত দিনের ইনিংসের ছিটেফোঁটাও দেখা গেলো তাঁর ব্যাট থেকে। প্রথম ওভারের দ্বিতীয় বলেই দীপক চাহারের বলে ছক্কা হাঁকাতে গিয়ে উইল জ্যাকসের হাতে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরেন শূন্য রান করেই। শতকের পর যে প্রত্যাশা তৈরি হয়েছিলো সমস্তিপুরের কিশোরকে নিয়ে তা পূরণ না হওয়ায় হতাশ ক্রিকেটপ্রেমীরা। কেউ কেউ তাঁর দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন ঠিকই। কিন্তু পাশাপাশি নেটদুনিয়ায় উড়ে এসেছে একের পর এক কটাক্ষ’ও। ‘রোজ একই ভাবে খেলা যায় না। এই বোধটা দরকার,’ লিখেছেন এক নেটিজেন।

‘স্বপ্ন আর বাস্তবের মধ্যে ফারাকটা আজ শিখলো বৈভব,’ লিখেছেন এক নেটনাগরিক। ‘মিরাক্‌ল একদিনই হয়। রোজ না। এখনও অনেক কিছু শিখতে হবে ওকে,’ লিখেছেন অন্য একজন। ‘ভালো বোলিং লাইন আপের বিরুদ্ধে এমনটা হওয়ারই ছিলো,’ মন্তব্য আরেকজনের। ‘টি-২০তেও অতি আক্রমণ কখনও নিয়মিত সাফল্য এনে দেয় না,’ জানিয়েছেন অন্য এক ক্রিকেটপ্রেমী। ‘একদিনের তারকা,’ কটাক্ষ ভেসে এসেছে তাঁর দিকে। বৈভব ফেরার পর রাজস্থান ব্যাটিং-এর অন্যান্য তারকারাও আজ বেশ চাপে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ইতিমধ্যে সাজঘরে ফিরে গিয়েছেন যশস্বী জয়সওয়াল, নীতিশ রাণা, রিয়ান পরাগরা। আজ হারলেই আইপিএল (IPL) থেকে ছিটকে যাবে ‘রয়্যালস’ শিবির। তাদের বিদায় এখন সময়ের অপেক্ষা, মনে করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: চোট পেয়ে বাদ পড়লেন ‘রহস্য স্পিনার’, তড়িঘড়ি বদলি বেছে নিলো মুম্বই ইন্ডিয়ান্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *