IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিনকয়েক আগেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারতে হয়েছিলো কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। গতবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়নদের বেহাল দশা অবাক করেছিলো ক্রিকেটজনতাকে। অবশেষে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ঘুরে দাঁড়ালো বেগুনি-সোনালী বাহিনী। অনবদ্য পারফর্ম্যান্স করে তারা হারিয়ে দিলো সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH)। ‘অরেঞ্জ আর্মি’র বিরুদ্ধে গত বার লীগ পর্ব, কোয়ালিফায়ার ও ফাইনাল মিলিয়ে মোট তিনটি ম্যাচ খেলেছিলো কলকাতা। জিতেছিলো তিনটিতেই। এবারও সেই দাপট বজায় রাখলো ‘সিটি অফ জয়’-এর ফ্র্যাঞ্চাইজি। প্রতিপক্ষকে ২০১ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিলো নাইটরা (KKR)। জবাবে ১২০তেই গুটিয়ে গেলেন ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা’রা। ৮০ রানে জিতে লীগ টেবিলে এক লাফে বেশ কয়েক ধাপ উঠে এলো কলকাতা।
Read More: IPL 2025: সানরাইজার্সের বিরুদ্ধে ব্যাটে-বলে অনবদ্য নাইট রাইডার্স, ৮০ রানের ব্যবধানে এলো দুরন্ত জয় !!
সানরাইজার্স হায়দ্রাবাদের তারকাখচিত ব্যাটিং লাইন-আপ’কে ভাঙার মূল কারিগর আজ বৈভব আরোরা (Vaibhav Arora)। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অঙ্গকৃষ সূর্যবংশীর বদলে তাঁকে নামিয়েছিলো কেকেআর থিঙ্কট্যাঙ্ক। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভোর আস্থার দাম দিয়েছেন হিমাচল প্রদেশের পেসার। প্রথম ওভারের দ্বিতীয় বলেই তিনি ফেরান ট্র্যাভিস হেড’কে। অস্ট্রেলীয় তারকাকে ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগই দেন নি তিনি। ৪ করে সাজঘরে ফিরতে হয় তাঁকে। এরপর ঈশান কিষণের উইকেটও তুলে নেন তিনি। বাম হাতি উইকেটরক্ষক-ব্যাটারের সংগ্রহ আজ ২ রান। কমলা-কালো জার্সিতে প্রতিরোধের চেষ্টা করছিলেন হেনরিখ ক্লাসেন। দ্বিতীয় স্পেলে ফিরে এসে তাঁর উইকেটও তুলে নেন বৈভব (Vaibhav Arora)। ৪ ওভারে মাত্র ২৯ রান খরচ করে আজ ৩ উইকেট নিয়েছেন তিনি। পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কারও।
দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরে খুশি বৈভব (Vaibhav Arora)। খেলা শেষে সাক্ষাৎকারে জানান, “আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামার জন্য নিজেকে তৈরি রাখি। মাঠের বাইরে বসে বোঝার চেষ্টা করি পিচের চরিত্রটা ঠিক কেমন। আদৌ স্যুইং রয়েছে কিনা, নাকি বল পড়ে খানিক থেমে ব্যাটে আসছে।” সাফল্যের নেপথ্য কাহিনী ফাঁস করেছেন ২৭ বর্ষীয় তরুণ। বলেন, “পঞ্চম ও ষষ্ঠ ওভার নাগাদ ইয়র্কার আর কাটারগুলো খুব গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে ওঠে কারণ ঐ সময়ের মধ্যে স্যুইং পাওয়া যায় না। আমরা আলাদা আলাদা ব্যাটারের জন্য আলাদা আলাদা পরিকল্পনা সাজাই মিটিং-এ। প্রতিপক্ষ স্বতঃপ্রণোদিত হয়ে আক্রমণের পথে হাঁটবে কিনা তা ভেবে।” গত মরসুমে ১০ ম্যাচ খেলে ১১ উইকেট পেয়েছিলেন। এবার ৩ ম্যাচেই ঝুলিতে ৬ উইকেট। আরও সাফল্য চান বৈভব। চান কলকাতাকে আরও অনেক ম্যাচ জেতাতে।
Also Read: IPL 2025: গম্ভীর ছাড়া অচল এই তারকা ক্রিকেটার, মরসুমের শুরুতেই হারিয়েছেন খেই !!