ipl-2025-umran-malik-joins-kkr-camp

IPL 2025: আগামীকাল ইডেনে বদলার ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের (KKR)। দিনকয়েক আগে মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১২ তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়েছিলো তিন বারের চ্যাম্পিয়নরা। যুজবেন্দ্র চাহালের স্পিনের ফাঁসে আটকে কলকাতার ইনিংস গুটিয়ে গিয়েছিলো মাত্র ৯৫ রানে। হতশ্রী সেই হারের ধাক্কা সামলাতে বেশ খানিকটা সময় লেগেছে বেগুনি-সোনালী শিবিরের। গত সোমবার ইডেন গার্ডেন্সেও তারা এঁটে উঠতে পারে নি গুজরাত টাইটান্সের বিপক্ষে। শনিবার ফিরতি পর্বের ম্যাচে পাঞ্জাবের (PBKS) বিরুদ্ধেই বাজিমাত করে ছন্দে ফিরতে মুখিয়ে অজিঙ্কা রাহানে। জোরকদমে চলছে প্রস্তুতি। ম্যাচের ঠিক এক দিন আগে উমরান মালিক দলের সাথে যোগ দেওয়ায় নিঃসন্দেহ হাসি ফুটেছে টিম ম্যানেজমেন্টের মুখে।

Read More: অদিতি নয় বরং, এই পরম সুন্দরীর প্রেমে পাগল ঈশান কিষান, শীঘ্রই ঘুরবেন সাতপাক !!

উমরানকে দ্বিতীয় সুযোগ দিয়েছে কলকাতা-

Umran Malik | IPL | Image: Getty Images
Umran Malik | Image : Getty Images

আইপিএলের (IPL) আসরে উমরান মালিকের (Umran Malik) উত্থান ২০২১ সালে। সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে অল্প কিছু ম্যাচে সুযোগ পেয়েছিলেন জম্মু-কাশ্মীরের পেসার। নিয়মিত ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বোলিং করে ক্রিকেটদুনিয়াকে রীতিমত চমকে দিয়েছিলেন তিনি। উমরানের দাপট জারি ছিলো ২০২২-এর আইপিএলেও। ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন এক্সপ্রেস পেসার। তাঁর গতির কাঁটা ছুঁয়েছিলো ১৫৭ কিলোমিটার প্রতি ঘন্টা। শোয়েব আখতারের রেকর্ডও ভেঙে দিতে পারেন উমরান, সেই সময় মনে করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তরুণ প্রতিভাকে দ্রুত ভারতীয় দলেও সুযোগ দেওয়া হয়। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ অভিষেক হয় তাঁর। আর ওয়ান ডে প্রথম দেশের জার্সি গায়ে চাপান নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

যে গতিতে এগোচ্ছিলেন উমরান (Umran Malik), তাতে অল্পদিনের মধ্যেই টিম ইন্ডিয়ার ভরসা হয়ে উঠতে পারতেন তিনি। কিন্তু ২০২৩ থেকে আচমকাই নীচের দিকে যাওয়া শুরু করে তাঁর পারফর্ম্যান্সের গ্রাফ। বোলিং-এ গতি থাকলেও নিশানায় অভ্রান্ত থাকতে পারছিলেন না তিনি। ফলে উইকেট নেওয়ার বদলে রান খরচ করার প্রবণতা বেড়ে যায় তাঁর মধ্যে। ২০২৩-এর আইপিএলেও (IPL) মাত্র ৮টি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। নিয়েছিলেন মাত্র ৫ উইকেট। ইকোনমি রেট ছিলো ১০.৮৫। ২০২৪-এ সানরাইজার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র ১টি ম্যাচ। সেখানে উইকেটশূন্য ছিলেন তিনি। ২০২৫ আইপিএলের (IPL) আগে তাঁকে রিলিজ করে দেয় ‘অরেঞ্জ আর্মি।’ জেড্ডার মেগা নিলামে উমরানকে দ্বিতীয় সুযোগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। দলে সামিল করেছে ৭৫ লক্ষের বিনিময়ে।

নাইট শিবিরে যোগ দিলেন উমরান –

Umran Malik | IPL | Image: Getty Images
Umran Malik | Image: Getty Images

নাইট রাইডার্সের (KKR) জন্য নিজেকে উজাড় করে দেবেন, নিলামের পর কথা দিয়েছিলেন উমরান। কিন্তু সেই ‘প্রমিস’ রক্ষা করার সুযোগ পান নি তিনি। ঘরোয়া ক্রিকেট মরসুমে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে হয়েছিলো তাঁকে। এরপর হিপ ফ্র্যাকচার হওয়ায় আরও পিছিয়ে যায় তাঁর মাঠে ফেরার দিনক্ষণ। জম্মু এক্সপ্রেসের জন্য অপেক্ষা করা সম্ভব ছিলো না নাইট রাইডার্সের পক্ষে। তারা বিকল্প হিসেবে সই করিয়েছে চেতন সাকারিয়াকে। তবে দলের প্রতি দায়বদ্ধতা যে একচুলও কমে নি তাঁর, তা বুঝিয়ে দিয়েছেন উমরান। পাঞ্জাব ম্যাচের আগে চোট সারার সঙ্গে সঙ্গে দলের সাথে যোগ দিয়েছেন তিনি। যদি কেউ স্কোয়াড থেকে চোট-আঘাত বা অন্য কারণে বাদ না পড়েন তাহলে মরসুমের মাঝপথে মূল স্কোয়াডে জায়গা হবে না ডান হাতি পেসারের। কিন্তু নেট বোলার হিসেবে সতীর্থদের অনুশীলনে সাহায্য করতেও প্রস্তুত উমরান।

Also Read: IPL 2025 CSK vs SRH Preview: চেপকে মুখোমুখি চেন্নাই ও হায়দ্রাবাদ, ব্যর্থতা ভুলে সাফল্যের সন্ধানে দুই শিবিরই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *