ipl-2025-umpire-checks-hetmyer-bat

IPL 2025: আজ জয়পুরের সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RR vs RCB)। একপেশে ম্যাচে সঞ্জু স্যামসনদের (Sanju Samson) কার্যত দাঁড়াতেই দিলো না আরসিবি। ৯ উইকেটের ব্যবধানে জিতে উঠে এলো লীগ তালিকার তৃতীয় স্থানে। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাটিদার। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ৭৫ রান সত্ত্বেও স্কোরবোর্ডে ১৭৩-এর বেশী তুলতে পারে নি রাজস্থান। রান তাড়া করতে নেমে জ্বলে ওঠেন ফিল সল্ট ও বিরাট কোহলি (Virat Kohli)। অর্ধশতরান করেন দু’জনেই। তিন নম্বরে নেমে ২৮ বলে ৪০* রান করেন দেবদত্ত পাডিক্কাল’ও। ১৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স। ছিনিয়ে নেয় মূল্যবান ২ পয়েন্ট।

Read More: IPL 2025:  দিল্লীর বিপক্ষে জ্বলে উঠলো তিলকের ব্যাট, নমন ধীরের ঝোড়ো ক্যামিও মুম্বইকে পৌঁছে দিলো ২০৫-এ !!

আজ জয়পুরে রাজস্থান রয়্যালসের (RR) ব্যাটিং চলাকালীন এমন এক দৃশ্য চোখে পড়লো যা সচরাচর দেখা যায় না ক্রিকেট মাঠে। আম্পায়ার নীতিন মেনন হঠাৎ’ই শিমরণ হেটমায়ারের (Shimron Hetmyer) ব্যাটটি চেয়ে নেন। পরীক্ষা করতে থাকেন খুঁটিয়ে। অতীতে ডেনিস লিলি’র অ্যালুমিনিয়াম ব্যাট নিয়ে বিতর্ক হয়েছিলো ৭০-এর দশকে। ম্যাথু হেডেনের ‘মঙ্গুজ’ ব্যাট’ও হইচই ফেলেছিলো বাইশ গজের দুনিয়ায়। পরে তা নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি। হেটমায়ারের ব্যাটেও কি তাহলে মিলেছে অনৈতিক কিছু? দেখা গিয়েছিলো প্রশ্ন। কিন্তু পরে সামনে আসে সত্যিটা। আইসিসি’র নিয়ম বলছে যে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে ব্যাটের ‘এজ’ কখনও ৪০ মিলিমিটার (১.৫৬ ইঞ্চি)’র চেয়ে বেশী মোটা হতে পারবে না। ‘ডেপথ’ বা গভীরতা হতে হবে ৬৭ মিলিমিটারের মধ্যে। হেটমায়ারের ব্যাট সেই ‘গাইডলাইন’-এর মধ্যে রয়েছে কিনা তাই খতিয়ে দেখছিলেন আম্পায়ার।

ধুন্ধুমার ‘ফিনিশার’ হিসেবে সুবিদিত শিমরণ হেটমায়ার। কিন্তু আজ নিজের পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জ্বলে উঠতে পারলেন না ক্যারিবিয়ান তারকা। ৮ বল খেলে মাত্র ৯ রান করে উইকেট খোয়ান তিনি। ভুবনেশ্বর কুমারের লেগস্টাম্প লেন্থের বল ফ্লিক করে বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন তিনি। ডিপ মিড-উইকেটে সরাসরি ধরা পড়েন দেবদত্ত পাডিক্কালের হাতে। হেটমায়ার রান না পেলেও আজ ‘ফিনিশার’-এর দায়িত্ব অবশ্য পালন করতে দেখা গেলো ধ্রুব জুরেলকে। অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। যদিও যথেষ্ট হয় নি তা। ১৭.৩ ওভারের মধ্যে জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু। দিনকয়েক আগে ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে হেরেছিলো তারা। আজ ঘুরে দাঁড়ালো রজত পাটিদারের দল। ৮ পয়েন্ট নিয়ে উঠে এলো লীগ তালিকার তৃতীয় স্থানে। পক্ষান্তরে রাজস্থান আটকে রইলো সেই সাতেই।

দেখুন ঘটনার ভিডিও-

Also Read: IPL 2025: সল্ট-কোহলির যুগলবন্দীতে সহজ হয় বেঙ্গালুরুর, জয়পুরে মুখ থুবড়ে পড়লো রাজস্থান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *