ipl-2025-travis-head-down-with-covid
Travis Head | Image: Getty Images

IPL 2025: ভারত-পাক সীমান্ত সংঘর্ষের ফলে ফিরে গিয়েছিলেন আইপিএলের (IPL) বিদেশী তারকারা। তাঁদের মধ্যে অনেকেই নিরাপত্তাজনিত কারণে আর টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব খেলতে ভারতে ফিরতে রাজী হন নি। দিল্লী ক্যাপিটালস (DC) শিবির থেকে সরে দাঁড়িয়েছেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক, মিচেল স্টার্ক (Mitchell Starc), ডোনাভান ফেরেইরা’রা। কলকাতা নাইট রাইডার্স খুইয়েছে মঈন আলি’কে। পাঞ্জাব কিংস শিবিরে ফেরেন নি মার্কাস স্টয়নিস বা জশ ইংলিসরাও। তবে ব্যতিক্রম ট্র্যাভিস হেড (Travis Head)। তিনি ফিরে ভারতে ফেরা নিয়ে আপত্তি জানান নি। ২৫ মার্চ অবধি সানরাইজার্স হায়দ্রাবাদ জার্সিতে উপলব্ধ থাকবেন বলেও খবর মিলেছিলো। কিন্তু শেষমেশ পথের কাঁটা হয়ে দাঁড়ালো কোভিড-১৯। অসুস্থ হয়ে আসন্ন ম্যাচ থেকে ছিটকে যেতে হলো তাঁকে।

Read More: IPL 2025: অনবদ্য শতরান কে এল রাহুলের, গুজরাতের বিপক্ষে দিল্লীর স্কোরবোর্ডে ১৯৯ রান !!

আগামীকাল একানা স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজির (SRH)। ট্র্যাভিস হেডের (Travis Head) অসুস্থতার খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন অরেঞ্জ আর্মি’র কোচ ড্যানিয়েল ভেত্তরি। নিউজিল্যান্ডের প্রাক্তনী বলেছেন, “ওর কোভিড-১৯ হয়েছিলো এবং দুর্ভাগ্যজনকভাবে ও দলের সাথে আসতে পারে নি। আমরা আশাবাদী যে ও (হেড) সম্পূর্ণ সেরে উঠলে পরের খেলাটিতে ওকে পাওয়া যাবে।” আগামী ২৩ তারিখ বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের। এরপর ২৫ তারিখ কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে হোম ম্যাচ খেলে এবারের মত আইপিএলে (IPL) ইতি টানবে তারা। গত বছরের রানার্স-আপ’রা এই মরসুমে শুরু থেকেই বেশ নড়বড়ে দেখিয়েছিলো তাদের। ১১ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট আপাতত রয়েছে তাদের ঝুলিতে।

২০২৪-এ ৪০.৫০ গড় ও প্রায় ১৯২ স্ট্রাইক রেটে ৫৬৭ রান করেছিলেন ট্র্যাভিস হেড। এবারের আইপিএলে (IPL) সেই ফর্মের ধারেকাছেও পৌঁছতে পারেন নি তিনি। অজি ওপেনার ১০ ম্যাচে এখনও অবধি করেছেন ২৮১ রান। গড় ২৮.১০। স্ট্রাইক রেট’ও কমে দাঁড়িয়েছে ১৫৬তে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোভিড থেকে সেরে ওঠেন তিনি, তাহলে আরও দু’টি ম্যাচ এবার খেলার সুযোগ রয়েছে তাঁর সামনে। কোথায় গিয়ে থামেন তিনি, নজর থাকবে সেদিকে। ভারতে ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টের পর হেডের (Travis Head) পরবর্তী লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আগামী ১১ থেকে ১৫ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তাঁর দল অস্ট্রেলিয়া। ২০২৩-এর ফাইনালে শতরান করে ভারতের হাতের মুঠো থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি কেড়ে নিয়েছিলেন হেড। এবার প্রোটিয়াদের বিপক্ষেই সেই পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি চাইবেন তিনি।

Also Read: IPL 2025: ঘুরে দাঁড়াতে ব্যর্থ রাজস্থান, সঞ্জুদের হারিয়ে এক দশক পর প্লে-অফের দোরগোড়ায় পাঞ্জাব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *