ipl-2025-tough-challenge-awaits-csk

IPL 2025: গত বছর লীগ পর্বের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ২৭ রানে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিলো চেন্নাই সুপার কিংস (CSK)। সেই যন্ত্রণার অধ্যায়কে পিছনে ফেলে এবার সাফল্যের সরণিতে হাঁটবে তারা, মরসুম শুরুর আগে আশা করেছিলেন সমর্থকেরা। কিন্তু ভাবনা আর বাস্তবের মধ্যে আকাশ-পাতাল ফারাকটা রয়েই গিয়েছে এখনও অবধি। আইপিএলের (IPL) শুরুটা মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) হারিয়ে করেছিলো চেন্নাই। কিন্তু তার পর থেকেই ক্রমে নীচের দিকে নেমেছে তাদের পারফর্ম্যান্সের গ্রাফ। এখনও অবধি টুর্নামেন্টে আটটি ম্যাচ খেলে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি’রা (MS Dhoni)। জিতেছেন কেবল দুটিতে। ছয়টি ম্যাচের হারের সম্মুখীন পাঁচ বারের চ্যাম্পিয়নরা। -১.৩৯২ নেট রান-রেট নিয়ে রয়েছেন পয়েন্ট টেবিলে সবার নীচে।

Read More: অদিতি নয় বরং, এই পরম সুন্দরীর প্রেমে পাগল ঈশান কিষান, শীঘ্রই ঘুরবেন সাতপাক !!

ডু অর ডাই ম্যাচ চেন্নাইয়ের জন্য-

Chennai Super Kings | IPL | Image: Getty Images
Chennai Super Kings | IPL | Image: Getty Images

আজ ঘরের মাঠ চেপকে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মুখোমুখি চেন্নাই সুপার কিংস (CSK)। বিশেষ ভালো অবস্থানে নেই হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজিও। ৮ ম্যাচ খেলে তাদেরও ঝুলিতে ২টি জয় ও ৪ পয়েন্ট। নেট রান-রেটে সামান্য এগিয়ে থাকায় ধোনিদের থেকে এক ধাপ উপরে রয়েছেন প্যাট কামিন্সরা। আজকের ম্যাচ ‘ডু অর ডাই’ দুই শিবিরের জন্যই। যে পক্ষ জিতবে তাদের প্লে-অফের যোগ্যতা অর্জনের ক্ষীণ আশা বেঁচে থাকবে এখনও। রাজস্থান রয়্যালসকে (RR) টপকে আট নম্বরে উঠে আসার সুযোগও থাকছে। আর যারা হারবে তারা ছিটকে যাবে আইপিএল (IPL) থেকে। মহেন্দ্র সিং ধোনি সম্ভবত এই মরসুমের শেষেই বিদায় জানাতে চলেছেন আইপিএলকে (IPL)। টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড়ের শেষটা ব্যর্থতায় ভরা হোক, চাইছেন না অনুরাগীরা।

আজ চেন্নাই (CSK) যদি জেতে তাহলে ৯ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ৬। অন্যান্য ফ্র্যাঞ্চাইজির পারফর্ম্যান্সের দিকে তাকিয়ে না থেকে সরাসরি প্লে-অফে পৌঁছতে অন্তত ১৬ পয়েন্ট প্রয়োজন হবে শিবম দুবে, রবীন্দ্র জাদেজাদের। সেক্ষেত্রে পরবর্তী পাঁচ ম্যাচের মধ্যে একটিও হারলে চলবে না সুপার কিংস (CSK) শিবিরের। সানরাইজার্স যদি আজ জেতে তাহলে তাদের জন্যও অপেক্ষা করে থাকবে একই সমীকরণ। গত বছর কার্যত একই পরিস্থিতিতে ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। প্রথম আট ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছিলো তারা। কিন্তু এরপর কার্যত মিরাক্‌ল ঘটিয়ে টানা ছয় ম্যাচ জিতে শেষ চারে পৌঁছে গিয়েছিলেন কোহলি-পাটিদাররা। চেন্নাই বা সানরাজার্স তা করতে পারে কিনা নজর থাকবে সেদিকে।

বিদায় রাজস্থান রয়্যালসের-

Riyan Parag and Sanju Samson | IPL | Image: Getty Images
Riyan Parag and Sanju Samson | IPL | Image: Getty Images

গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে ১১ রানের ব্যবধানে হারলো রাজস্থান রয়্যালস (RR)। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লীগ তালিকার অষ্টম স্থানে রয়েছেন সঞ্জু স্যামসনরা। বাকি থাকা পাঁচ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট সংখ্যা হবে ১৪। গত বছর ১৪ পয়েন্ট নিয়ে শেষ চারের যোগ্যতা অর্জন করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা নেট রান-রেটে পিছনে ফেলেছিলো চেন্নাই সুপার কিংস, দিল্লী ক্যাপিটালসের (DC) মত দল’কে। কিন্তু এবারের আইপিএল পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে ১৪ পয়েন্ট সম্ভবত যথেষ্ট হবে না প্লে-অফে পৌঁছানোর জন্য। এই মুহূর্তে লীগ শীর্ষে থাকা প্রথম তিনটি দল গুজরাত, দিল্লী ও বেঙ্গালুরুর সংগ্রহ ১২ পয়েন্ট। প্রয়োজন অন্তত ২টি জয়। চতুর্থ স্থানে রয়েছে মুম্বই। তাদের ঝুলিতে ১০ পয়েন্ট। পাঁচ, ছয় ও সাতে রয়েছে যথাক্রমে পাঞ্জাব, লক্ষ্ণৌ ও কলকাতা।

Also Read: IPL 2025 CSK vs SRH Preview: চেপকে মুখোমুখি চেন্নাই ও হায়দ্রাবাদ, ব্যর্থতা ভুলে সাফল্যের সন্ধানে দুই শিবিরই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *