IPL 2025: অষ্টাদশতম আইপিএলে (IPL) ছুটছে দিল্লী ক্যাপিটালসের অশ্বমেধের ঘোড়া। এখনও অবধি চার ম্যাচ খেলে চারটিতেই জয় পেয়েছে তারা। ৮ পয়েন্ট নিয়ে রয়েছে লীগ তালিকার শীর্ষে। অপরাজিত তকমা ধরে রাখার লড়াইতে আজ কে এল রাহুলদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। বিশাখাপত্তনমে মরসুমের প্রথম দু’টি হোম ম্যাচ খেলার পর আজ প্রথমবার দিল্লীর বুকে খেলতে নেমেছে ক্যাপিটালস (DC) শিবির। অরুণ জেটলি স্টেডিয়ামে টসের মুদ্রাও পড়েছে তাদেরই পক্ষে। প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নেন অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। আরও একবার রানের মুখ দেখতে ব্যর্থ রোহিত শর্মা। ১৮ করে ফেরেন তিনি। তবে কার্যকরী ভূমিকা নিতে দেখা গেলো রায়ান রিকলটন, সূর্যকুমার যাদবদের। ডেথ ওভারে ঝড় তোলেন তিলক বর্মা’ও। অর্ধশতক এলো হায়দ্রাবাদী তরুণের ব্যাটে। তাঁর দাপটে ২০ ওভারে মুম্বই ৫ উইকেট হারিয়ে তুললো ২০৫ রান।
Read More: RR vs RCB: “সিংহের হরিণ শিকারের মতো বিরাটের রান চেস..” রাজস্থানের বিপক্ষে বেঙ্গালুরুর জয়ের পর সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ সমর্থকদের !!
নড়বড়ে রোহিত, রান পেলেন সূর্য-

কবে ফর্মে ফিরবেন রোহিত শর্মা (Rohit Sharma)? এই প্রশ্নের উত্তর মিললো না দিল্লীর (DC) মাঠেও। আজ শুরুটা ভালো করেছিলেন। দুটি বাউন্ডারি ও একটি ছক্কাও মারেন। কিন্তু ইনিংস দীর্ঘায়িত আর করতে পারলেন না হিটম্যান। ১২ বলে ১৮ করে আউট হন বিপ্রজ নিগমের (Vipraj Nigam) বলে। গত ম্যাচে বিরাট কোহলিকে ফিরিয়েছিলেন বিপ্রজ, আজ রোহিতের উইকেটও যোগ হলো তাঁর ঝুলিতে। রোহিত রান না পেলেও তাঁর ওপেনিং পার্টনার রায়ান রিকলটন কিন্তু ধীরে ধীরে ছন্দ খুঁজে নিচ্ছেন আইপিএলের (IPL) আঙিনায়। আজও শুরু থেকেই আগ্রাসী ছিলেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটার। ২৫ বলে ৪১ করেন তিনি। মারেন ৫টি চার ও ২টি ছক্কা। শেষমেশ কুলদীপের এক অনবদ্য ডেলিভারি ছিটকে দেয় রিকলটনের স্টাম্প।
অফ ফর্ম ঝেড়ে ফেলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চলতি আইপিএলে (IPL) বেশ ধারাবাহিক তিনি। আজ ইনিংসের শুরুতে বড় শট মারতে খানিক সমস্যা হচ্ছিলো তাঁর। ১০০’র আশেপাশে ঘোরাফেরা করছিলো স্ট্রাইক রেট। কিন্তু পরে হাত খোলেন তিনি। ২৮ বলে ৪০ রানের কার্যকরী ইনিংস খেলেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রী।’ রিকলটনের মত তিনিও মারেন ৫টি বাউন্ডারি ও ২টি ছক্কা। কুলদীপের (Kuldeep Yadav) বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং-অফে মিচেল স্টার্কের হাতে ধরা পড়েন তিনি। দিল্লীর ব্যাটিং সহায়ক উইকেটে হতাশ করলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বিপ্রজ নিগম’কে লং অফ অঞ্চল দিয়ে গ্যালারিতে উড়িয়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু শটে নিয়ন্ত্রণ রাখতে পারেন নি। ক্যাচ ধরতে কোনো ভুল করেন নি ট্রিস্টান স্টাবস (Tristam Stubbs)। ৪ বলে ২ করে থামতে হয় হার্দিককে।
অর্ধশতক তিলকের, উজ্জ্বল নমন-

দিনকয়েক আগে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে রান তাড়া করার সময় মন্থর ব্যাটিং-এর অভিযোগে তিলক বর্মা’কে (Tilak Varma) রিটায়ার্ড আউট করানোর সিদ্ধান্ত নিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। বদলে মাঠে নামিয়েছিলো মিচেল স্যান্টনারকে। ঐ ঘটনার পর থেকেই যেন বাড়তি আগুন চোখে পড়েছে হায়দ্রাবাদী তরুণের ব্যাটে। বেঙ্গালুরুর বিপক্ষে আগের দিন করেছিলেন ঝোড়ো ৫৬। অর্ধশতকের গণ্ডী পেরোলেন আজও। ডেথ ওভারে নমন ধীরকে সঙ্গী করে ঝড় তোলেন তিনি। ৩৩ বলে করলেন ৫৯। তাঁকে ‘রিটেন’ করে ফ্র্যাঞ্চাইজি যে ভুল করে নি তা ফের বোঝালেন নমন’ও (Naman Dhir)। নামের ‘ধীর’ থাকলেও যথেষ্ট দ্রুতগতিতেই ৩৮* রান করেন তিনি। খরচ করেছেন কেবল ১৭ বল। মেরেছেন ৩ চার ও ২ ছক্কা। রিকলটন, সূর্যকুমার, তিলক, নমনদের দাপটে আজ বেহাল দশা দিল্লী বোলারদের। কুলদীপ ছাড়া তোপের মুখে পড়তে হয়েছে প্রত্যেককেই।