ipl-2025-suryakumar-will-lead-delhi

IPL 2025: সতেরো বছর কেটে গেলেও আইপিএল (IPL) ট্রফি জিততে পারে নি দিল্লী ক্যাপিটালস (DC)। ২০২০ সালে ফাইনাল খেলা ছাড়া কোনো উল্লেখযোগ্য কৃতিত্বও নেই তাদের। নাম, জার্সির রং বদলালেও ফেরে নি ভাগ্য। ব্যর্থতার ধারাবাহিক ছবিটা বদলে ফেলতে এবার মরিয়া কর্মকর্তারা। তাই ২০২৫ মেগা অকশনের আগে গোটা দল ঢেলে সাজানোর পরিকল্পনা সেরে ফেলতে চাইছেন তাঁরা। ইতিমধ্যেই এক বড় পদক্ষেপ নিয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজি। সরিয়ে দেওয়া হয়েছে কোচ রিকি পন্টিং-কে। ২০১৮ থেকে পদে ছিলেন পন্টিং (Ricky Ponting)। তাঁর বদলে নতুন কোচ কাকে করা হয় সেদিকে নজর রয়েছে সকলের। এর মধ্যেই আবারও চমক দিতে চলেছে তারা। সরানো হতে পারে অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant)। বদলি অধিনায়কও ইতিমধ্যে পছন্দ করে ফেলেছে তারা।

দিল্লী ছাড়তে চলেছেন ঋষভ পন্থ-

Rishabh Pant | IPL | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

২০১৬ সালে আইপিএল (IPL) কেরিয়ারের গোড়া থেকেই দিল্লী ক্যাপিটালসের (DC) জার্সি গায়ে চাপিয়ে আসছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। চোটের জন্য ২০২৩-এর আইপিএলে তাঁকে পায় নি দল। বাকি আট মরসুমে ১১১টি ম্যাচে মাঠে নামতে দেখা গিয়েছে তাঁকে। ৩৫.৩১ গড়ে তিনি করেছেন ৩২৮৪ রান। স্ট্রাইক রেট ১৪৯-এর কাছাকাছি। রয়েছে ১৮টি অর্ধশতক ও ১টি শতরান। চেন্নাই সুপার কিংসের সাথে মহেন্দ্র সিং ধোনি, মুম্বই ইন্ডিয়ান্সের সাথে রোহিত শর্মা বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে বিরাট কোহলির নাম যেমন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে, তেমনই দিল্লীরও (DC) ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন ঋষভ। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যখন কেরিয়ারই প্রশ্নের মুখে পড়েছিলো তাঁর, তখন পাশে দাঁড়িয়েছিলো ফ্র্যাঞ্চাইজি। ২০২৪-এ তৈরি করে দিয়েছিলো প্রত্যাবর্তনের মঞ্চ।

৯ বছর দিল্লী ক্যাপিটালসে (DC) রয়েছেন ঋষভ। ২০২১ থেকে নেতৃত্বের দায়িত্বও সামলাচ্ছেন। কিন্তু এখনও একবারও ট্রফি জয়ের সৌভাগ্য হয় নি তাঁর। আইপিএল (IPL) জয়ীর পদক লাভের আশায় ২০২৫ মরসুমের আগে দল ছাড়তে পারেন উইকেটরক্ষক-ব্যাটার, ক্রিকেটমহলের অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে তেমনটাই। মেগা অকশনের আগেই ফ্র্যাঞ্চাইজির কাছে রিলিজ চাইতে পারেন তিনি। সতেরো বছরের ব্যর্থতায় ক্লান্ত দিল্লী ক্যাপিটালস (DC) কর্মকর্তারাও। স্কোয়াডের আমূল পরিবর্তনের ভাবনা রয়েছে তাঁদেরও। ফলে ঋষভ (Rishabh Pant) রিলিজ চাইলে ইতিবাচক সাড়া মিলতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর দিল্লী ছেড়ে চেন্নাই সুপার কিংস বা গুজরাত টাইটান্সে পাড়ি দিতে পারেন ঋষভ।

দিল্লীর নেতা হতে পারেন সূর্যকুমার যাদব-

Suryakumar Yadav | IPL | Image: Instagram
Suryakumar Yadav | Image: Instagram

২০২৩-এ পন্থ চোটের কারণে বাইরে থাকায় নেতৃত্ব সামলেছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ২০২৫ মরসুমের আগে তাঁকেও রিলিজ করতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। অক্ষর প্যাটেলের নাম সম্ভাব্য রিটেনড ক্রিকেটারদের তালিকায় থাকলেও সম্পূর্ণ মরসুমে নেতৃত্বের ভার সম্ভবত দেবেন না সৌরভ গঙ্গোপাধ্যায়রা। ফলে নিঃসন্দেহে বলা যেতে পারে যে নতুন অধিনায়কের সন্ধানে নিলামের টেবিলে বসবে দিল্লী ক্যাপিটালস। সেক্ষেত্রে তাদের প্রথম পছন্দ হতে পারেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই মুহূর্তে সূর্যের সাথে মুম্বই ইন্ডিয়ান্সের সম্পর্ক দাঁড়িয়ে খাদের কিনারে। গত বছর হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা নিয়ে খুশি ছিলেন না তিনি। জোর গুঞ্জন যে সামনের মরসুমের আগেই দল ছাড়তে চলেছেন দেশের এক নম্বর টি-২০ ব্যাটার।

এই সুযোগেরই সদ্ব্যবহার করতে মুখিয়ে থাকবে দিল্লী ক্যাপিটালস (DC)। তাদের ডায়রেক্টর অফ ক্রিকেট অপারেশনস সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই বেশ কিছু সাক্ষাৎকারে সূর্যকুমারের (Suryakumar Yadav) ভূয়সী প্রশংসা করেছেন। চাইবেন তাঁকে নিজেদের দলে সামিল করতে। দ্বৈত ভূমিকায় তাঁকে ব্যবহার করার প্রচেষ্টা থাকতে পারে দিল্লী ক্যাপিটালস শিবিরের তরফে। মিডল অর্ডারে ব্যাটিং নির্ভরতা নিঃসন্দেহে যোগাবেন সূর্য। সাথে পন্থের (Rishabh Pant) বদলি হিসেবে সামলাতে পারেন নেতৃত্বের দায়িত্বও। ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সামলেছেন দেশের অধিনায়কত্বও। ফলে আইপিএলে (IPL) দল সামলাতে বিশেষ সমস্যার সম্মুখীন হতে হবে না তাঁকে।

Also Read: IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সকে বিদায় জানাবেন সূর্য, আগামী IPL-এ গায়ে চাপাবেন এই দলের জার্সি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *