IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্স থেকে ছুটি সূর্যকুমারের, আগামী আইপিএলে সামলাবেন KKR-এর অধিনায়কত্ব !! 1

IPL 2025: আগামী আইপিএলের (IPL) জন্য এখন থেকেই প্রস্তুতি সারছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ডিসেম্বরের শেষে বসতে পারে মেগা অকশনের আসর। বিসিসিআই-এর তরফে কোনো স্পষ্ট নির্দেশাবলী না এলেও সূত্রের খবর যে ছয়জন আন্তর্জাতিক স্তরের খেলোয়াড় ও দুইজন আনক্যাপড প্লেয়ারকে ‘রিটেন’ করা বা ধরে রাখার ছাড়পত্র দেওয়া হতে পারে। সেদিকে খেয়াল রেখেই পরবর্তী মরসুমের জন্য ছক সাজাচ্ছে দলগুলি। চ্যালেঞ্জ অনেকটা কঠিন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR) জন্য। ২০২৪-এর আইপিএলের পর দল ছেড়েছেন তাদের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কোচিং স্টাফ থেকে সরে দাঁড়িয়েছেন অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতেও। ভারতীয় দলে যোগদান করেছেন তাঁরা। নতুন খেলোয়াড় নির্বাচনের পাশাপাশি নয়া কোচিং স্টাফ বেছে নেওয়ার কথাও ভাবতে হচ্ছে শাহরুখ খানের দলকে।

Read More: IPL চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ছাটাই করছে KKR, মুম্বই ইন্ডিয়ান্সের এই ধুরন্ধরকে দিচ্ছে দায়িত্ব !!

বিদায় নিতে পারেন স্বয়ং অধিনায়ক-

Shreyas Iyer | IPL | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

গত মরসুমের পারফর্ম্যান্সের বিচারে কোন ছয়জন’কে ‘রিটেন’ করতে পারে কলকাতা নাইট রাইডার্স (KKR)? পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট হয় তা। ব্যাটিং ও বোলিং-এ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আন্দ্রে রাসেল (Andre Russell) ও সুনীল নারাইন (Sunil Narine)। তাঁদের থাকা নিশ্চিত। স্পিনার বরুণ চক্রবর্তী’কেও ধরে রাখবে কলকাতা। তালিকায় চতুর্থ নাম হতে পারেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিল সল্ট (Phil Salt)। এছাড়া রিটেনশন তালিকায় জায়গা হতে পারে দুই ভারতীয়-রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)। ট্রফি জয়ে বড় অবদান রাখলেও বিশাল প্রাইস ট্যাগের জন্য মিচেল স্টার্ককে ছেড়ে দিতে পারে নাইট রাইডার্স। এছাড়া দুই আনক্যাপড স্লটে তারা ‘রিটেন’ করতে পারে অঙ্গকৃষ রঘুবংশী ও হর্ষিত রাণা’কে (Harshit Rana)। বাদ পড়তে পারেন নীতিশ রাণা, সুয়শ শর্মা’রা। ‘রিটেনশন’ তালিকায় নাম না থাকার সম্ভাবনা অধিনায়ক শ্রেয়স আইয়ারেরও।

২০২২-এর আইপিএল (IPL) মেগা অকশনে ১২.২৫ কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দিয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shryeas Iyer)। তাঁর হাতেই তুলে দেওয়া হয় নেতৃত্ব। তিন মরসুমের মধ্যে মাঠে নেমেছেন দুই বছর। ২০২৩-এ কোমরের বালজিং ডিস্কের সমস্যার কারণে একটি ম্যাচেও খেলতে পারেন নি তিনি। অধিনায়ক হিসেবে ২০২৪-এর ট্রফি দলকে দিয়েছেন তিনি, কিন্তু ব্যাটিং-এ শ্রেয়সের পারফর্ম্যান্স আশানুরূপ মনে হচ্ছে না কেকেআর (KKR) কর্তাদের। ২০২২-এ করেছিলেন ১৪ ম্যাচে ৪০১ রান। সংগ্রহে ছিলো ৩টি অর্ধশতক, গড় ছিলো ৩০.৮৫। ২০২৪-এ তাঁর ব্যাট থেকে ১৪ ম্যাচে এসছে ৩৫১ রান। স্ট্রাইক রেট ছিলো ১৪৭। ২টি অর্ধশতক’ও করেন তিনি। সংবাদমাধ্যম রেভস্পোর্টস সূত্রে খবর যে শ্রেয়সকে (Shreyas Iyer) ছেঁটে ফেলার পরিকল্পনা নিয়ে ফেলেছেন বেঙ্কি মাইশোর’রা।

‘হোম কামিং’ সূর্যকুমার যাদবের ?

Suryakumar Yadav | IPL | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

গত মরসুমে ট্রেডিং উইন্ডো ব্যবহার করে হার্দিক পান্ডিয়াকে গুজরাত টাইটান্স থেকে ফিরিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। হইচই ফেলে দিয়েছিলো এই চুক্তি। এবার প্রায় একই পথে হাঁটতে চাইছে কলকাতা নাইট রাইডার্স’ও। তারা চাইছে ট্রেডিং উইন্ডোতে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দলে ভেরাতে। সোয়্যাপ ডিলে শ্রেয়সকে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হাতে তুলে দিতে আপত্তি নেই বেগুনি-সোনালী বাহিনীর। গত মরসুমে হার্দিকের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন মুকেশ আম্বানিরা। তাতে খানিক অসন্তুষ্টই হয়েছিলেন সূর্যকুমার। ইঙ্গিতবাহী পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। সেই অসন্তোষের ফায়দা তুলতে চায় নাইট বাহিনী। এর আগে কেকেআর-এর জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে দেশের সেরা টি-২০ ব্যাটারের। আবারও পুরনো দলেই ফিরতে পারেন তিনি। সূত্রের খবর যে ২০২৫-এর আইপিএলে (IPL) নাইটদের অধিনায়কত্বের প্রস্তাবও দেওয়া হয়েছে সূর্যকুমারকে।

Also Read: পাকিস্তানের মাটিতে সেঞ্চুরি করলেন মুশফিকুর, বিরাট রোহিতদের করলেন পিছনে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *