ipl-2025-surya-doubtful-against-kkr

IPL 2025: গত বছর আইপিএলের (IPL) পয়েন্ট তালিকায় সবার শেষে ছিলো মুম্বই ইন্ডিয়ান্স। ১৪ ম্যাচ খেলে তারা জিতেছিলো মাত্র ৪টি। হতাশাজনক অধ্যায়কে পিছনে ফেলে সাফল্যের সন্ধানে এগোনোর লক্ষ্য নিয়ে এবার দল গড়েছিলেন আম্বানিরা। কিন্তু মাঠের পারফর্ম্যান্সে সেই সংকল্পের প্রতিফলন চোখে পড়ে নি এখনও। চেপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ঘূর্ণি পিচে নূর আহমেদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ে তারা। হারতে হয় ৫ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচেও মেলে নি সাফল্য। আহমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফের হতাশ করেন ব্যাটাররা। ১৯৭-এর লক্ষ্য তাড়া করতে নেমে থামতে হয় ১৬০ রানেই। জোড়া হারের ধাক্কায় এই মুহূর্তে বেশ বিপর্যস্ত মুম্বই। আজ ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ‘মাস্ট উইন’ ম্যাচ রয়েছে তাদের। মাঠে নামার আগে থিঙ্কট্যাঙ্কের চিন্তা বাড়িয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) চোট।

Read More: IPL 2025: বিদায়ঘন্টা বাজলো রোহিত শর্মা’র, মুম্বইয়ের হয়ে ওপেন করবেন এই তারকা ক্রিকেটার !!

প্রসিদ্ধের বাউন্সারে ‘আহত’ সূর্যকুমার-

Suryakumar Yadav Got Injured Against GT | IPL | Image: Getty Images
Suryakumar Yadav Got Injured Against GT | IPL | Image: Getty Images

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্সের (MI) ব্যাটিং বিভাগ। রানের মুখ দেখেন নি রোহিত শর্মা, রায়ান রিকলটন, রবিন মিঞ্জ, হার্দিক পান্ডিয়ারা। চাপের মুখে একমাত্র উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন সূর্যকুমার যাদব। আইপিএল (IPL) শুরুর আগে তাঁর ফর্ম বিস্তর প্রশ্ন উঠেছিলো। দেশের জার্সিতে বেশ নড়বড়ে দেখিয়েছিলো তাঁকে। সেই সব সমালোচনা তুড়িতে উড়িয়ে ১৭১.৪২ স্ট্রাইক রেটে ২৮ বলে ৪৮ রানের ইনিংস খেলেন সূর্য (Suryakumar Yadav)। কার্যত একা কুম্ভ হয়েই মুম্বইকে লড়াইতেও টিকিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু তাঁর আত্মবিশ্বাসে চিড় ধরে ১৪ তম ওভারে। প্রসিদ্ধ কৃষ্ণার (Prasidh Krishna) শর্ট পিচ ডেলিভারি ডিপ স্কোয়্যার লেগ অঞ্চল দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন সূর্যকুমার। কিন্তু বলের গতি আন্দাজ করতে পারেন নি। তাঁর ব্যাটের নাগাল এড়িয়ে বল আছড়ে পড়ে হেলমেটে।

বেসামাল সূর্যকুমার (Suryakumar Yadav) সঙ্গে সঙ্গেই হাতের ব্যাট ফেলে শুয়ে পড়েন মাটিতে। ছুটে আসতে হয় মুম্বই ইন্ডিয়ান্সের ফিজিও’কে। নন-স্ট্রাইকার প্রান্ত থেকে সতীর্থের দিকে ছুটে যান হার্দিক পান্ডিয়া। তারকা ব্যাটারকে ঘিরে ভীড় জমিয়েছিলেন গুজরাত টাইটান্স শিবিরের মহম্মদ সিরাজ, রশিদ খানরাও। সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ে তাঁর স্ত্রী দেবিশা শেট্টির উদ্বিগ্ন মুখ’ও। বেশ কিছুক্ষণ ধরে চলে কনকাশনের পরীক্ষানিরীক্ষা। ধাতস্থ হতে সময় লেগেছিলো তারকা ব্যাটারের। শেষমেশ তাঁকে ফের ব্যাটিং-এর ছাড়পত্র দেন ফিজিও। কিন্তু যে ছন্দে খেলছিলেন সূর্য (Suryakumar Yadav), তা আর দেখা যায় নি তাঁর ব্যাটে। প্রসিদ্ধের বলে আহত হওয়ার আগে ২৩ বল খেলে তাঁর সংগ্রহ ছিলো ৪৩ রান। আর মাত্র ৫ রান’ই করতে পেরেছিলেন তিনি। তারপর প্রসিদ্ধের শিকার হয়েই সাজঘরের পথে ফেরেন তিনি।

দেখুন ঘটনার ভিডিও-

খেলবেন সূর্য? রয়েছে সংশয়-

Suryakumar Yadav | IPL | Image: Getty Images
Suryakumar Yadav | IPL | Image: Getty Images

রোহিত অফ ফর্মে, হার্দিকের ব্যাটে রান নেই। মিডল অর্ডারে এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে এখনও দেখা যায় নি উইল জ্যাকস বা রবিন মিঞ্জদের। এমতাবস্থায় মুম্বই ব্যাটিং-এর প্রধান মুখ এখন সূর্যকুমার যাদব’ই (Suryakumar Yadav)। দিন দুয়েক আগে মাথায় আঘাত পাওয়ার পর তিনি কি আদৌ আজ নাইট রাইডার্সের বিরুদ্ধে নামতে পারবেন? সংশয় রয়েছে মুম্বই সমর্থকদের মধ্যে। এখনও পর্যন্ত তাঁর স্বাস্থ্য সংক্রান্ত কোনো রকম তথ্য প্রকাশ্যে আনা হয় নি মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের তরফে। তবে আশা করা হচ্ছে যে আঘাতকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের পুরনো দলের বিরুদ্ধে আজ মাঠে নামবেন সূর্য। তবে একান্তই যদি খেলতে না পারেন সেক্ষেত্রে বিকল্প হিসেবে চার নম্বরে রাজ অঙ্গদ বাওয়াকে খেলানো হতে পারে। গুজরাতের হয়ে চারে খেলে সাফল্য পেয়েছিলেন হার্দিক। তাঁকেও ব্যাটিং অর্ডারের উপরের দিকে তুলে আনতে পারেন কোচ বাউচার।

Also Read: IPL 2025 MI vs KKR Match Preview: ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া মুম্বাই, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *