IPL 2025: জমজমাট ‘ফিনিশ’-এর দিকে এগোচ্ছে অষ্টাদশতম আইপিএল (IPL)। ইতিমধ্যে ট্রফির দৌড় থেকে ছিটকে গিয়েছে ছয়টি দল। দড়ি টানাটানি চলছে কেবল চার শিবিরের মধ্যে। নক-আউটের ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে গুজরাত টাইটান্স, পাঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আগামী ২৭ মে থেকে শুরু হচ্ছে প্লে-অফের দ্বৈরথ। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই গত চার মরসুম ট্রফির মুখ দেখে নি। গত বছর লীগ তালিকায় ছিলো সবার শেষে। এবার তাদের প্লে-অফে জায়গা করে নেওয়া তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। মরসুমের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে ছয়টিতে হেরেছিলো মুকেশ আম্বানির দল। পরবর্তী নয়টির মধ্যে তারা জিতেছে ৭টি ম্যাচ। ফর্ম সঙ্গে রয়েছে তাদের। কিন্তু প্লে-অফের আগে সংশয় কেবল অধিনায়ক হার্দিককে নিয়ে।
Read More: এই নজির কারো নেই, প্রথম অধিনায়ক হিসেবে আইপিএলে নতুন রেকর্ড গড়লেন শ্রেয়স আইয়ার !!
সূর্যকুমারকে দেখা যেতে পারে দায়িত্বে-

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবারের আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। গত বছর স্লো-ওভার রেটের কারণে নির্বাসিত হওয়ায় প্রথম ম্যাচটি খেলতে পারেন নি অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এলিমিনেটরের আগেও তাঁর খেলা নিয়ে দেখা গিয়েছে সংশয়। আগামী ৩০ তারিখ তাঁকে আদৌ মাঠে দেখা যাবে কিনা তা নিয়ে নিশ্চিত নয় ক্রিকেটমহল। মে মাসের গোড়ার দিকে জয়পুরের সোয়াই মানসিংহ্ স্টেডিয়ামে অনুশীলনের সময় স্থানীয় এক স্পিনারকে স্যুইপ মারতে গিয়ে চোট পেয়েছিলেন মুম্বই (MI) অধিনায়ক। বল তাঁর ব্যাট ছুঁয়ে আছড়ে পড়ে চোখের উপরে। অনেকখানি জায়গা কেটে গিয়ে রক্তারক্তি হয় তাঁর। সাতটি সেলাইও পড়েছে বলে খবর সংবাদমাধ্যম সূত্রে।
গত কয়েকটি ম্যাচে সম্ভবত এই আঘাতের কারণেই সম্পূর্ণ চার ওভার বোলিং করছেন না হার্দিক (Hardik Pandya)। পাওয়ার-প্লে’তে কখনও এক আবার কখনও দুই ওভার হাত ঘুরিয়েই থেমে যাচ্ছেন। প্লে-অফে একটি বোলিং বিকল্পের অনুপস্থিতি চিন্তার কারণ হতে পারে মুম্বইয়ের। একাদশের ভারসাম্য ঠিক করতে তাই হার্দিক’কে (Hardik Pandya) ব্যাটিং-এর সময় নামানো হতে পারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। আর বোলিং-এর সময় তাঁর জায়গায় কোনো বিশেষজ্ঞ পেসারকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন কোচ মাহেলা জয়বর্ধনে। মরসুমের প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এলিমিনেটরেও তিনি যদি একান্তই খেলতে না পারেন সেক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব সামলাবেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’ই।
এলিমিনেটরের অপেক্ষায় মুম্বই ইন্ডিয়ান্স-

১৪ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। লীগ তালিকায় তারা রয়েছে চার নম্বরে। ফলে এলিমিনেটর ম্যাচ খেলতে হবে তাদের। প্রতিপক্ষ কে হবে তা স্থির হবে আজ। একানা স্টেডিয়ামে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) হারিয়ে দেয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে তাহলে ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লীগ তালিকার প্রথম দুইয়ের মধ্যে জায়গা করে নেবেন বিরাট কোহলিরা। সেক্ষেত্রে দুই থেকে তিনে নেমে আসবে গুজরাত টাইটান্স (GT)। আগামী ৩০ তারিখ মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইটান্সদের বিপক্ষেই তখন খেলতে হবে মুম্বইকে। আর আজ যদি লক্ষ্ণৌ (LSG) জেতে অথবা ম্যাচ ভেস্তে যায় কোনো কারণে তাহলে কোনো রকম রদবদল দেখা যাবে না পয়েন্ট তালিকায়। এলিমিনেটরে সম্মুখসমরে নামবে বেঙ্গালুরু ও মুম্বই।