ipl-2025-stoinis-smashes-md-shami

IPL 2025: উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম’কে কেন ব্যাটিং স্বর্গ বলে থাকেন ক্রিকেট বিশেষজ্ঞরা, তা আরও একবার বোঝা গেলো আজ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জ্বলে উঠলেন পাঞ্জাব কিংস ব্যাটাররা। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৪৫ রান তোলে তাঁর দল। শুরুটা ঝড়ের গতিতে করেছিলেন দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরণ সিং। তিন নম্বরে নেমে মাত্র ৩৬ বলে ৮২ রান করেন শ্রেয়স’ও। মিডল অর্ডারে নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং-দের ব্যর্থতায় একটা সময় মন্থর হয়ে পড়েছিলো রানের গতি। অ্যাক্সিলারেটরে ফের চাপ দেন মার্কাস স্টয়নিস। তাঁর অনবদ্য ‘ফিনিশিং টাচ’-এ আজ রানের পাহাড়ের শৃঙ্গ ছুঁয়ে ফেলে পাঞ্জাব।

Read More: SRH vs PBKS: “ভগবান ভরসা এই দলের..” প্রথম ইনিংসে পাঞ্জাব ২৪৫ রান সংগ্রহ করার পর ট্রোলিং হচ্ছে হায়দ্রাবাদ !!

আইপিএলের (IPL) গত কয়েকটি ম্যাচে বেশ নড়বড়ে দেখিয়েছিলো মার্কাস স্টয়নিসকে। আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে ফর্মে ফিরলেন তিনি। শেষ ওভারে মহম্মদ শামি’কে রীতিমত খড়কুটোর মত উড়িয়ে দিলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। প্রথম বলটিতে সিঙ্গল নিয়ে স্টয়নিসকে স্ট্রাইক দেন মার্কো ইয়ানসেন। শামির ওভারের দ্বিতীয় ডেলিভারিতে দুই রান নেন অজি তারকা। পরবর্তী চারটি ডেলিভারি উড়ে যায় মাঠের বাইরে। মিড-উইকেট অঞ্চল দিয়ে দুটি ছক্কা মারেন স্টয়নিস। একটি উড়ে যায় লং অনের উপর দিয়ে। আর ইনিংসের শেষ বলটিকে ফাইন লেগ অঞ্চশ দিয়ে দর্শকাসনে আছড়ে ফেলেন তিনি। তোপের মুখে পড়ে রীতিমত হতভম্ব দেখালো শামি’কে। ৪ ওভারে ১৮.৭৫ ইকোনমি রেটে ৭৫ রান খরচ করেছেন ২০২৩ আইপিএলের পার্পল ক্যাপ বিজেতা।

দিনকয়েক আগে এই হায়দ্রাবাদের মাঠেই ৪ ওভারে ৭৬ খরচ করে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন জোফ্রা আর্চার। আইপিএলের আসরে এক ম্যাচে সর্বোচ্চ রান খরচের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন মহম্মদ শামি। তাঁকে এমন অসহায় দেখে বেশ চিন্তায় অনুরাগীরা। ‘চোট থেকে ফিরে আসার পর আগের শামি’কে আর দেখা যাচ্ছে না,’ আক্ষেপ করে লিখেছেন একজন। ‘এভাবে চলতে থাকলে কেরিয়ার শেষ হয়ে যাবে দ্রুত,’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন আরও এক নেটিজেন। কটাক্ষও উড়ে এসেছে ভারতীয় পেস তারকার দিকে। ‘বোলিং করতেই মনে হয় ভুলে গিয়েছে ও,’ মন্তব্য একজনের। ‘নিয়ন্ত্রণহীন বোলিং করলে এমনটা হওয়ারি ছিলো,’ ক্ষোভ উগড়ে দিয়েছেন আরও একজন। ‘পিটিয়ে তো ছাতু করে দিলো,’ মন্তব্য আরও এক নেট নাগরিকের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: উপ্পলে আবারও শ্রেয়স সুনামি, হায়দ্রাবাদের বিরুদ্ধে ২৪৫ রান তুললো পাঞ্জাব কিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *