IPL 2025: গত ৭ তারিখ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো পাঞ্জাব কিংস ও দিল্লী ক্যাপিটালস। ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় খেলা। মাঠের বাতিস্তম্ভ নিভিয়ে দ্রুত খালি করা হয় গ্যালারি। এরপর এক সপ্তাহ স্থগিত হয়ে যায় সম্পূর্ণ টুর্নামেন্টই। সেইদিনের ভেস্তে যাওয়া ম্যাচ আজ আয়োজিত হচ্ছে ফের একবার। তবে বদলে গিয়েছে ভেন্যু। পাহাড়ঘেরা ধর্মশালা নয় বরং জয়পুরের সোয়াই মানসিংহ্ স্টেডিয়ামে দিল্লীর বিরুদ্ধে নেমেছে পাঞ্জাব। আজ টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান ক্যাপিটালস শিবিরের কার্যনির্বাহী অধিনায়ক ফাফ দু প্লেসি। শুরুটা ভালো হয় নি পাঞ্জাবের। মিডল অর্ডারে রান পান নি নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং-রাও। তবে শ্রেয়স আইয়ার, জশ ইংলিস, মার্কাস স্টয়নিসদের দাপটে ৮ উইকেটের বিনিময়ে ২০৬ রান স্কোরবোর্ডে তুলেই ফেললো তারা।
Read More: “দলেই ওর জায়গা হয়না আবার…” শুভমান গিলকে টেস্ট ক্রিকেটের নতুন অধিনায়ক বানাতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !!
অধিনায়কোচিত ইনিংস খেললেন শ্রেয়স-

ধর্মশালায় যখন স্থগিত হয়েছিলো পাঞ্জাব বনাম দিল্লী (PBKS vs DC) ম্যাচ, তখন ‘কিংস’দের স্কোরবোর্ডে ১০.১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ছিলো ১২২ রান। দ্রুত গতিতে বড় রানের দিকে এগোচ্ছিলো তারা। কিন্তু আজ ফের নতুন করে ম্যাচ শুরু হওয়ায় সেদিনের মেহনত জলেই গেলো প্রভসিমরণ সিং, প্রিয়াংশ আর্যদের (Priyansh Arya)। বছর ২৪-এর ওপেনার প্রিয়াংশ সেদিন ৩৪ বলে করেছিলেন ৭০ রান। আজ সেই পারফর্ম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারলেন না তিনি। ৯ বল খেলে মাত্র ৬ করেই মুস্তাফিজুরের শিকার হন তিনি। বল জমা পড়ে উইকেটরক্ষক ট্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) দস্তানায়। মারকুটে মেজাজে দেখা গিয়েছিলো প্রভসিমরণ সিং-কে। কিন্তু বেশীদূর এগোতে পারেন নি তিনিও। ১৮ বলে ২৮ রান করে বিপ্রজ নিগমের বলে বোল্ড হন তিনি। ৫৫ রানের মধ্যে ২ উইকেট হারায় পাঞ্জাব।
তিন নম্বরে নেমেছিলেন জশ ইংলিস (Josh Inglis)। শুরু থেকেই আগ্রাসী ছিলেন অজি উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু বেশীক্ষণ স্থায়ী হতে পারেন নি বাইশ গজে। ১২ বলে ৩২ করে আউট হন তিনিও। ফ্লাইটে তাঁকে পরাস্ত করেন বিপ্রজ নিগম। বল দস্তানাবন্দী করে স্টাম্প ভাঙতে কোনো ভুলচুক করেন নি স্টাবস (Tristan Stubbs)। এরপর নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং-রা বিশেষ সুবিধা করতে পারেন নি। যথাক্রমে ১৬ ও ১১ রান করে ফেরেন তাঁরা। এক প্রান্তে উইকেট পড়লেও অপরপ্রান্তে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন শ্রেয়স আইয়ার (Shryeas Iyer)। গত বছর অধিনায়ক হিসেবে নাইট রাইডার্সকে আইপিএল (IPL) জিতিয়েছেন তিনি। এবার পাঞ্জাবকেও সেই সাফল্য দিতে মরিয়া মুম্বইয়ের তারকা। ৩৪ বলে ৫৩ রানের ইনিংস খেল পাঞ্জাবকে শক্ত ভিতের উপর দাঁড় করান তিনি।
দুর্দান্ত ফিনিশিং টাচ স্টয়নিসের-

চলতি আইপিএলে (IPL) ধারাবাহিকতার অভাব বারবার ভুগিয়েছে মার্কাস স্টয়নিসকে (Marcus Stoinis)। কিন্তু আজ দিল্লীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলো অস্ট্রেলীয় অলরাউন্ডারের ব্যাট। সাত নম্বরে ‘ফিনিশার’ হিসেবে তাঁকে নামিয়েছিলেন কোচ রিকি পন্টিং। অনবদ্য পারফর্ম্যান্স করলেন তিনি। ৩ চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকলেন ১৬ বলে ৪৪ রান করে। পাঞ্জাবের স্কোর যে শেষমেশ ২০০ পেরোলো তাঁর কৃতিত্ব অনেকটাই স্টয়নিসের (Marcus Stoinis)। ২ বলে ৭* করেন হরপ্রীত ব্রার। দিল্লীর হয়ে ৩টি উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমানের। বিপ্রজ নিগম ও কুলদীপ যাদব পেয়েছেন ২টি করে সাফল্য। ১টি উইকেট মুকেশ কুমারের। প্লে-অফে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে পাঞ্জাব (PBKS)। আজ জিততে পারলে গুজরাতকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে জায়গা করে নেবে তারা। বল হাতে আর্শদীপ-চাহালরা যে আক্রমণের ঝাঁজ বাড়াবেন তা বলাই বাহুল্য।