IPL 2025 SRH vs RR Toss Report in Bengali: টস জিতলেন রিয়ান, সঞ্জুকে সরিয়ে রেখেই হায়দ্রাবাদের বিপক্ষে নামছে রাজস্থান !! 1

IPL 2025: আইপিএলের (IPL) প্রথম রবিবারে রয়েছে একসাথে দু’টি ম্যাচ। দিনের প্রথম খেলায় রাজস্থান রয়্যালস নামতে চলেছে গতবারের রানার্স-আপ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। ‘অরেঞ্জ আর্মি’র অন্যতম শক্তি তাদের ব্যাটিং। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মাদের আগ্রাসনকে হাতিয়ার করে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টায় থাকবে তারা। বোলিং বিভাগকে শক্তি যোগাতে পারেন মহম্মদ শামি, প্যাট কামিন্স (Pat Cummins), হর্ষল প্যাটেলরা। অন্য দিকে রিয়ান পরাগের অধিনায়কত্বে আজ মাঠে নামছে রাজস্থান। এখনও পর্যন্ত উইকেটকিপিং-এর ক্ষেত্রে সবুজ সংকেত পান নি সঞ্জু স্যামসন (Sanju Samson)। শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলবেন তিনি। সেই কারণেই মরসুমের শুরুতে অধিনায়ক বদল রাজস্থানের। সন্দীপ শর্মা, যশস্বী জয়সওয়াল, শিমরণ হেটমায়ারদের মত চেনা মুখেদের দেখা যাবে গোলাপি জার্সিতে। বছর ১৩’র বৈভব সূর্যবংশীকে এখনই মাঠে নামাচ্ছে না রাজস্থান। তিনি রয়েছেন রিজার্ভ বেঞ্চেই।

Read More: IPL 2025: KKR’এর অসংখ্য ম্যাচ জয়ের নায়ক হলেন গলার কাঁটা, নিজের দায়িত্বে হারালেন ম্যাচ !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম রাজস্থান রয়্যালস (RR)

ম্যাচ নং- ০২

তারিখ- ২৩/০৩/২০২৫

ভেন্যু- রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ

সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

Rajiv Gandhi International Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Rajiv Gandhi International Cricket Stadium, Hyderabad | Image: Getty Images
Rajiv Gandhi International Cricket Stadium, Hyderabad | Image: Getty Images

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। নিজামের শহরের বাইশ গজ সাধারণত ব্যাটিং বান্ধবই হয়ে থাকে। গত বছর এখানে ২৭৭ রান তোলার নজির গড়েছিলো ‘হোম টিম।’ বাংলাদেশের বিপক্ষে ২৯৭ তুলেছিলো ভারতীয় দল’ও। আজও তাই বিশাল রান উঠলে অবাক হবেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। আজ অবধি এখানে ৭৭টি আইপিএল (IPL) ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে প্রথম ব্যাটিং করে জয় এসেছে ৩৪টিতে। আর রান তাড়া করে জয়ের সংখ্যা ৪৩। দুপুরে ম্যাচ হওয়ায় আজ ফলাফল নির্ণয়ে শিশিরের বিশেষ ভূমিকা থাকবে না বলেই মনে করছে ক্রিকেটমহল।

Hyderabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Hyderabad Weather Forecast | IPL | Image: Twitter
Hyderabad Weather Forecast | Image: Twitter

হায়াদ্রাবাদের মাঠে সম্মুখসমরে সানরাইজার্স ও রাজস্থান রয়্যালস। আশার বাণী শুনিয়েছেন আবহাওয়াবিদ্‌’রা। বৃষ্টির বাধার মুখে পড়তে হচ্ছে না ক্রিকেটকে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রী সেলসিয়াস থাকতে পারে বলে জানা গিয়েছে। বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৯ শতাংশ হতে পারে, যা অস্বস্তির কারণ হতে পারে ক্রিকেটারদের জন্য। এছাড়া খেলা চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ হতে পারে ৬ কিলোমিটার প্রতি ঘন্টা।

SRH vs RR হেড টু হেড পরিসংখ্যান-

SRH vs RR | Image: Twitter
SRH vs RR | Image: Twitter

মোট ম্যাচ- ২০টি

সানরাইজার্সের জয়-১১টি

রাজস্থানের জয়- ০৯টি

অমীমাংসিত/টাই- ০০টি

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Pat Cummins and Riyan Parag | IPL | Image: Twitter
Pat Cummins and Riyan Parag | Image: Twitter

প্যাট কামিন্স-

ফিরে আসতে পেরে ভালো লাগছে। দলের ‘কোর’ গ্রুপ একই রয়েছে। কোচিং স্টাফেও কোনো বদল আসে নি। প্রথমে ব্যাটিং নাকি বোলিং তা বিশেষ গুরুত্বপূর্ণ নয়। এখন বেশ গরম। পরে বোলিং করতে তাই বিশেষ আপত্তি নেই। গত মরসুমের ফর্ম ধরে রাখতে পারলে ভালোই হবে। সবাইকে নিজেদের মত করে খেলার স্বাধীনতা দেওয়া পছন্দ করি। অভি (অভিষেক শর্মা) আর হেডি (ট্র্যাভিস হেড) আশা করি গত বছরের ফর্মটাই বজায় রাখবে। নীতিশ (রেড্ডি) আর (হেনরিখ) ক্লাসেন’ও রয়েছে। ঈশান কিষণ ও অভিনব মনোহরের অভিষেক হচ্ছে আজ।

রিয়ান পরাগ-

প্রথমে বোলিং করবো। দেখে মনে হচ্ছে উইকেট বেশ শুকনো। অধিনায়কত্বের সুযোগ পাওয়া আমার জন্য একটা বিরাট ব্যাপার। সতেরো বছর বয়সে এই ফ্র্যাঞ্চাইজিতেই শুরু করেছিলাম। আমার বয়স এখন ২৩। সাতটা মরসুম কাটিয়ে ফেললাম। বড় জুতোয় পা গলাতে চলেছি। একটু নার্ভাস ঠিকই, কিন্তু উত্তেজনাও রয়েছে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই নামবে সঞ্জু (স্যামসন)। আমরা গতবারের দলের ‘কোর’টা ধরে রাখতে পেরেছি। ব্যাটিং অর্ডার নির্ধারণের ক্ষেত্রে সেটা সুবিধাজনক। বিদেশীদের মধ্যে রয়েছেন (মাহিশ) তীক্ষণা, জোফ্রা (আর্চার) ও (ফজলহক) ফারুখি। শুরুটা ভালো হলে সেটা সবসময়ই মঙ্গলজনক। আমরা প্রচুর অনুশীলন করেছি।

দুই দলের প্রথম একাদশ-

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-

ট্র্যাভিস হেড ✈️, অভিষেক শর্মা, ঈশান কিষণ (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন ✈️, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক) ✈️, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, সিমরণজিৎ সিং।

ইমপ্যাক্ট প্লেয়ার- শচীন বেবি, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, অ্যাডাম জাম্পা ✈️, উইয়ান মুল্ডার ✈️।

রাজস্থান রয়্যালস (RR)-

যশস্বী জয়সওয়াল, শুভম দুবে, নীতিশ রাণা, রিয়ান পরাগ (অধিনায়ক), শিমরণ হেটমায়ার ✈️, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক),  জোফ্রা আর্চার ✈️, মাহিশ তীক্ষণা ✈️, ফজলহক ফারুখি ✈️, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে।

ইমপ্যাক্ট প্লেয়ার- সঞ্জু স্যামসন, কুণাল সিং রাঠৌর, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়, কোয়েনা মাপাখা ✈️।

SRH vs RR টস রিপোর্ট-

টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালস।

Also Read: IPL 2025: “দিনটা ভালো ছিলো…” প্রথম ম্যাচেই বাজিমাত পাটিদারের, নাইটদের হারিয়ে খুশি বেঙ্গালুরু অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *