IPL 2025: গত আইপিএলের (IPL) রানার্স-আপ সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) অষ্টাদশতম মরসুম শুরু করছে ২৩ তারিখ দুপুরে। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ২০২৪-এ তাদের আগ্রাসী ব্যাটিং চমকে দিয়েছিলো ক্রিকেটমহলকে। তিনবার ২৫০’র বেশী রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছিলো ‘অরেঞ্জ আর্মি।’ এবারও সেই স্ট্র্যাটেজিতেই আস্থা রাখতে পারেন কোচ ড্যানিয়েল ভেত্তরি। হায়দ্রাবাদের তুরুপের তাস হতে চলেছেন দুই ওপেনার-ট্র্যাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। পাওয়ার প্লে’তে ঝড় তোলার দায়িত্ব থাকবে দুই বাম হাতি’র কাছে। তিন নম্বরে দেখা যেতে পারে উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষণকে। সাত বছর মুম্বই ইন্ডিয়ান্সে (MI) কাটানোর পর এবারই দলবদল করেছেন তিনি। জবাব দেওয়ার জন্য আইপিএল (IPL) মরসুমের প্রথম ম্যাচটিকে বেছে নিতে পারেন ঝাড়খণ্ডের তরুণ।
চারে দেখা যেতে পারে হেনরিখ ক্লাসেনকে (Heinrich Klaasen)। ২৩ কোটি টাকা খরচ করে প্রোটিয়া তারকাকে ‘রিটেন’ করেছে সানরাইজার্স। দলকে রানের পাহাড়ে পৌছে দেওয়ার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) দেখা যাবে পাঁচ নম্বরে। ছয়ে ‘ফিনিশার’ হিসেবে দায়িত্ব পালন করতে পারেন অভিনব মনোহর। গোড়ালির চোট সারিয়ে ফিরছেন প্যাট কামিন্স (Pat Cummins)। ফাস্ট বোলিং-এর পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতেও কার্যকরী হয়ে উঠতে পারেন অধিনায়ক। রাজস্থানকে রুখতে শক্তিশালী বোলিং বিভাগে ভরসা রাখছে ‘অরেঞ্জ আর্মি।’ গত দুই বছরের দুই ‘পার্পল ক্যাপ’ বিজয়ী হর্ষল প্যাটেল (Harshal Patel) ও মহম্মদ শামিকে (Mohammed Shami) এই মরসুমে দেখা যাবে জুটি বাঁধতে। স্পিন বিভাগের দায়িত্ব থাকবে ভারতের রাহুল চাহার ও অস্ট্রেলিয়ার অ্যাডার জাম্পার কাঁধে।
Read More: IPL 2025: এই দলের হাতেই উঠবে আইপিএল ট্রফি, জানিয়ে দিলেন KKR’এর প্রাক্তন সদস্য !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম রাজস্থান রয়্যালস (RR)
ম্যাচ নং- ০২
তারিখ- ২৩/০৩/২০২৫
ভেন্যু- রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ
সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)
Rajiv Gandhi International Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সম্মুখসমরে নামতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ও রাজস্থান রয়্যালস (RR)। গত মরসুমে নিজামের শহরের বাইশ গজ রীতিমত বোলারদের বধ্যভূমি হয়ে উঠেছিলো। আইপিএলের (IPL) ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৭ রান এসেছিলো এই মাঠেই। মাসখানেক আগে এখানেই বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭ তুলেছিলো টিম ইন্ডিয়াও। পিচ যে এখনও ব্যাটিং বান্ধবই রয়েছে তার প্রমাণ মিলেছিলো তখনই। রবিবারও বড় রানের ইমারত খাড়া করতে পারেন দুই দলের ব্যাটাররা। দুপুরে খেলা হওয়ায় নির্ণায়ক ভূমিকা নেবে না শিশির। এই মাঠে এখনও পর্যন্ত আয়োজিত হয়েছে ৭৭টি আইপিএল (IPL) ম্যাচ। তার মধ্যে৩৪তিতে প্রথম ব্যাটিং করা দল জিতেছে। আর ৪৩টিতে জয় এসেছে রান তাড়া করে। টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং-এর সিদ্ধান্তই নিতে পারেন।
Hyderabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

হায়দ্রাবাদে রবিবার দুপুরে মুখোমুখি সানরাইজার্স (SRH) ও রাজস্থান রয়্যালস (RR)। আশার আলো দেখাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। ম্যাচের সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮ শতাংশ হওয়ার সম্ভাবনা। বায়ুপ্রবাহের গতিবেগ হতে পারে ১০ কিলোমিটার প্রতি ঘন্টা।
SRH vs RR হেড টু হেড পরিসংখ্যান-

বরাবরই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালসের মধ্যে। ইতিপূর্বে আইপিএলের (IPL) আসরে ২০টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই পক্ষ। সামান্য এগিয়ে রয়েছে নিজামের শহর। ১১টি ম্যাচ জিতেছে সানরাইজার্স। পক্ষান্তরে রাজস্থানের জয়ের সংখ্যা ৯। শেষ পাঁচ সাক্ষাতের মধ্যে সানরাইজার্স জিতেছে ৩টি, রাজস্থানের জয়ের সংখ্যা ২।
IPL 2025 লাইভ স্ট্রিমিং-
আইপিএলের (IPL 2025) সবক’টি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ও স্পোর্টস ১৮-এর বিভিন্ন চ্যানেলে। এছাড়া জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও সরাসরি দেখা যাবে খেলা।
সম্ভাব্য একাদশ-

ওপেনার- ট্র্যাভিস হেড ✈️, অভিষেক শর্মা
মিডল অর্ডার- ঈশান কিষণ, হেনরিখ ক্লাসেন ✈️, নীতিশ কুমার রেড্ডি
ফিনিশার- অভিনব মনোহর
বোলার- প্যাট কামিন্স ✈️, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা ✈️
উইকেটরক্ষক- ঈশান কিষণ
এক নজরে SRH-এর সম্ভাব্য একাদশ-
ট্র্যাভিস হেড ✈️, অভিষেক শর্মা, ঈশান কিষণ (উইকেটরক্ষক), হেনরিখ ক্লাসেন ✈️, নীতিশ কুমার রেড্ডি, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক) ✈️, হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা ✈️।
ইমপ্যাক্ট প্লেয়ার-
ব্যাটিং-এর ক্ষেত্রে- অথর্ব তাইডে
বোলিং-এর ক্ষেত্রে- জয়দেব উনাদকাট/ সিমরণজিৎ সিং