IPL 2025: অষ্টাদশতম আইপিএলের (IPL) প্রথম ‘সুপার সানডে’ আজ। রয়েছে দু’টি ম্যাচ। তার প্রথমটিতে জমজমাট লড়াই দেখা গেলো হায়দ্রাবাদ ও রাজস্থানের মধ্যে। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়ান পরাগ। ব্যাটিং-এর আমন্ত্রণ লুফে নেয় সানরাইজার্স। ওপেনারদের সৌজন্যে ম্যাচের রাশ হাতে তুলে নেয় তারা। অর্ধশতকের গণ্ডী পেরোন ট্র্যাভিস হেড (Travis Head)। ‘অরেঞ্জ আর্মি’র হয়ে অভিষেক ম্যাচে দুর্দান্ত শতরান ঈশান কিষণেরও (Ishan Kishan)। ১০৬ করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ২৮৬ তোলে হায়দ্রাবাদ। তান তাড়া করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগকে খুইয়েছিলো রাজস্থান। পালটা আক্রমণের পথে হাঁটেন সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল। দুর্দান্ত ইনিংস খেলেন দুজনেই। চেষ্টা চালিয়েছিলেন শুভম দুবে ও শিমরণ হেটমায়ারও। কিন্তু সানরাইজার্সের রানের পাহাড় টপকানো সম্ভব হয় নি তাঁদের পক্ষে। শেষমেশ ২৪২-এ থামতে হয় তাদের।
Read More: IPL 2025, CSK vs MI TOSS REPORT in BENGALI: টস জিতলো চেন্নাই, ২ ম্যাচ উইনারকে ছাড়াই মাঠে নামলো মুম্বই পল্টন !!
বিস্ফোরক ব্যাটিং সানরাইজার্সের-

গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্সের (RCB) বিরুদ্ধে এক ইনিংসে ২৮৭ রান তুলেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। এক ইনিংসে সর্বোচ্চ দলগত স্কোরের রেকর্ড তাদেরই দখলে। এবার নিজেদের রেকর্ড নিজেরাই যে ভাঙার সংকল্প নিয়ে মাঠে নেমেছে অরেঞ্জ আর্মি তার প্রমাণ মিললো প্রথম ম্যাচেই। শুরুটাই ঝড়ের বেগে করেছিলো তারা। ১১ বলে ২৪ করে অভিষেক আউট হলেও আক্রমণের পথ থেকে সরেন নি হায়দ্রাবাদ ব্যাটাররা। রীতিমত তাণ্ডব চালয়ে ৩১ বলে ৬৭ করেন ট্র্যাভিস হেড। নতুন দলের হয়ে অভিষেকেই নজর কেড়ে নিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। ভারতীয় দল থেকে ২০২৩-এ বাদ পড়েছিলেন তিনি। তাঁর উপর আস্থা রাখে নি মুম্বই ইন্ডিয়ান্স’ও। আজ ১০৬* রানের দুর্দান্ত ইনিংস খেলে যেন বুঝিয়ে দিলেন যে ফুরিয়ে যান নি তিনি। ধুন্ধুমার ৩৪ করেন হেনরিখ ক্লাসেন। শেষমেশ রেকর্ড থেকে মাত্র এক রান দূরে থামে হায়দ্রাবাদ।
অনবদ্য খেলেন সঞ্জু ও জুরেল-

রান তাড়া করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়েছিলো রাজস্থান রয়্যালস (RR)। ১ রান করে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। ৪-এর বেশী এগোতে পারেন নি রিয়ান পরাগ’ও। হাল ধরেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। উইকেটকিপিং করতে পারছেন না আঙুলে চোট থাকায়। তাই কেরলের ক্রিকেটারকে আজ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করলেন কোচ রাহুল দ্রাবিড়। ইনিংসে নিজের ‘ইমপ্যাক্ট’ নিঃসন্দেহে রাখেন কেরলের ক্রিকেটার। ৩৭ বলে ৬৬ রানের ঝলমলে ইনিংস এলো তাঁর ব্যাট থেকে। প্রাক্তন নাইট রাইডার্স তারকা নিতিশ রাণা নেমেছিলেন চার নম্বরে। ৮ বলে ১১’র বেশী এগোতে পারেন নি তিনি। সঞ্জু’কে যোগ্য সঙ্গত করলেন উত্তরপ্রদেশের উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel)। সাধারণত ফিনিশারের ভূমিকায় দেখা যায় তাঁকে। তবে আজ ইনিংস গড়ার কাজটাও চমৎকার করতে দেখা গেলো তাঁকে। ৩৫ বলে ৫ চার ও ৬ ছক্কায় করেন ৭০।
বৃথা গেলো শুভম-হেটমায়ারের লড়াই-

তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরেন ধ্রুব ও সঞ্জু। ভাঙে তাদের ১১১ রানের জুটি। জোড়া উইকেটের পতনের পরেও অবশ্য লড়াই থেকে হারিয়ে যায় নি রাজস্থান রয়্যালস। সর্বস্ব পণ করে চেষ্টা চালিয়ে গেলেন শুভম দুবে ও শিমরণ হেটমায়ার। ক্যারিবিয়ান তারকার ব্যাট থেকে আজ এসেছে ২৩ বলে ৪২ রানের ইনিংস। নজর কেড়েছেন শুভম দুবে’ও (Shubham Dubey)। মাত্র ১১ বল খেলে ৩৪ করে অপরাজিত থাকেন তিনি। শেষরক্ষা হয় নি তাতেও। ২৪২ তুলেও শেষমেশ হারতেই হয় রাজস্থানকে (RR)। এবারও যে হায়দ্রাবাদের মাঠ আদতে বোলারদের বধ্যভূমি তা প্রমাণিত হলো আজ। সানরাইজার্স অধিনায়ক কামিন্স ৪ ওভারে ৬০ রান খরচ করেও থেকেছেন উইকেটশূন্য। শামি ৩ ওভারে দিয়েছেন ৩৩ রান। হর্ষল ও সিমরণজিৎ যথাক্রমে ৩৪ ও ৪৬ রান খরচ করে ২টি করে সাফল্য পেয়েছেন। ১টি উইকেট অ্যাডাম জাম্পার।
Also Read: IPL 2025 SRH vs RR: “বলের সুতো খুলে নিয়েছে…” সানরাইজার্সের স্কোরবোর্ডে …, হেড-ঈশানদের বিক্রমে বিস্মিত নেটজনতা !!