ipl-2025-srh-vs-pbks-match-report

IPL 2025: বোলারদের বধ্যভূমি-হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামকে ব্যাখ্যা করার জন্য এর চেয়ে ভালো হয়ত আর কোনো শব্দবন্ধ নেই। আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করে পাঞ্জাব কিংস যখন স্কোরবোর্ডে ২৪৫ রান তুলেছিলো, তখন সম্ভবত একজনও ক্রিকেট বিশেষজ্ঞ ভাবেন নি যে ৯ বল বাকি থাকতেই এই পর্বতসমান লক্ষ্য তাড়া করে ফেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু বাস্তবে দেখা গেলো তেমনটাই। টানা চার ম্যাচ হেরে কার্যত বিপর্যস্ত ছিলো না ‘অরেঞ্জ আর্মি।’ প্রশ্ন উঠেছিলো দলের অতিরিক্ত ব্যাটিং নির্ভরতা নিয়ে। কিন্তু আজ সেই ব্যাটিং-ই জয়ের সরণিতে ফেরালো প্যাট কামিন্সের দল’কে। ওপেন করতে নেমে ধুন্ধুমার ইনিংস ট্র্যাভিস হেডের। কিন্তু আজ সবটুকু আলো কেড়ে নিয়ে গেলেন অভিষেক শর্মা। তরুণ বাম হাতি’র অবিশ্বাস্য শতরানে দুই পয়েন্ট ছিনিয়ে নিলো হায়দ্রাবাদ। অন্ধকার কেটে সূর্য উঠলো সানরাইজার্স শিবিরে।

Read More: IPL 2025: “পিটিয়ে ছাতু করে দিলো…” শামিকে নিয়ে ছেলেখেলা স্টয়নিসের, ভারতীয় পেসারকে কটাক্ষে ভরালো নেটদুনিয়া !!

‘নো বল’ মোড় ঘোরালো ম্যাচের-

Abhishek Sharma | IPL | Image: Getty Images
Abhishek Sharma | IPL | Image: Getty Images

অষ্টাদশতম আইপিএলের (IPL) বিগত ম্যাচগুলিতে সেরা ছন্দে পাওয়া যায় নি অভিষেক শর্মা’কে। ঝড়ের গতিতে ইনিংস শুরু করেও বেশীদূর এগোতে পারছিলেন না তিনি। আজও দেখা গিয়েছিলো একই ঘটনা। ব্যক্তিগত ২৮ রানের মাথায় যশ ঠাকুরের বলে ডিপ পয়েন্টে ধরা পড়েন অভিষেক। কিন্তু সাজঘরে ফিরতে হয়নি পাঞ্জাবের তরুণকে। নো বল-এর সৌজন্যে রক্ষা পান নি। আচমকা এসে যাওয়া দ্বিতীয় সুযোগের সদ্ব্যবহারের জন্য অবশ্য আর দ্বিতীয় বার আমন্ত্রণ জানাতে হয় নি তাঁকে। মাসখানেক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদের মাঠে ঠিক যেভাবে ঝড় তুলেছিলেন তিনি, আজ উপ্পলেও সেই একই রকম রণমূর্তি ধরতে দেখা গেলো তাঁকে। অভিষেকের চার-ছক্কার তোড়ে কার্যত ভেসে গেলেন আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মার্কো ইয়ানসেনরা। অবিশ্বাস্য এক পাওয়ার-হিটিং-এর মাস্টারক্লাসের সাক্ষী থাকলেন দর্শকেরা।

ভালো খেলেছেন ট্র্যাভিস হেড’ও। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মাত্র ৩৭ বলে করেছেন ৬৬ রান। কিন্তু অস্ট্রেলীয় তারকার প্রায় ১৮০ স্ট্রাইক রেটে খেলা ইনিংসটিও আজ অভিষেকের সামনে বেশ ফিকে। ১২.২ ওভারে প্রথম উইকেট তুলতে সক্ষম হয় পাঞ্জাব কিংস। তার আগেই স্কোরবোর্ডে ১৭২ তুলে ফেলেছিলো সানরাইজার্সের ওপেনিং জুটি। তোপের মুখে পড়ে শ্রেয়স আইয়ার, প্রভসিমরণ সিং-দেরও কার্যত হতভম্বই দেখালো আজ। হেড ফেরার পরেও আগ্রাসন চালিয়ে যান অভিষেক। এতদিন ভারতীয়দের মধ্যে আইপিএলে সর্বোচ রানের ইনিংস খেলার রেকর্ড ছিলো কে এল রাহুলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পাঞ্জাব কিংসের জার্সিতে ১৩২ করেছিলেন তিনি। আজ সেই রেকর্ড ভেঙে দিলেন অভিষেক। থামলেন ১৪১ রান করে। ১৪টি চার ও ১০টি ছক্কায় ইনিংস সাজান তিনি।

জয়ের সরণিতে ফিরলো হায়দ্রাবাদ-

Lockie Ferguson | IPL | Image: Getty Images
Lockie Ferguson | IPL | Image: Getty Images

ম্যাচ ফিনিশ করে মাঠ ছাড়তে পারেন নি অভিষেক। ৫৫ বলে ১৪১ করে যখন আর্শদীপের বলে আউট হন তখনও বাকি ২৪ রান। বাকি পথটুকু সানরাইজার্সকে পৌঁছে দেন হেনরিখ ক্লাসেন ও ঈশান কিষণ। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার ১৪ বল্রে ২১ রান করে অপরাজিত রইলেন আজ। তাঁর ব্যাট থেকে আসে উইনিং স্ট্রোক। অপরপ্রান্তে ঈশান অপরাজিত রইলেন ৬ বলে ৯ রান করে। উপ্পলের রান মহোৎসবে বেহাল দশা দুই শিবিরের বোলারদেরই। ৪ ওভারে ৭৫ রান খরচ করতে হয়েছিলো সানরাইজার্সের মহম্মদ শামি’কে। কামিন্স, হর্ষলরাও ৪০ বা ৪২ রান বিলিয়েছিলেন। একই অবস্থা হলো পাঞ্জাবের বোলারদেরও। যুজবেন্দ্র চাহাল ১ উইকেট পেলেও খরচ করেছেন ৫৬ রান। ক্রমেই বাড়ছে তাঁর ব্যর্থতার বহর। যশ ঠাকুর ও ম্যাক্সওয়েল খরচ করেছেন ৪০। আর্শদীপ সিং একটি উইকেট পেয়েছেন ৩৭ রানের বিনিময়ে।

Also Read: IPL 2025: “শেষ পর্যন্ত থাকলেও জেতাতে পারতো না..”ধোনিকে নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন বীরেন্দ্র শেহবাগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *