ipl-2025-srh-vs-gt-probable-xi-of-srh

IPL 2025: রাজস্থান রয়্যালসকে (RR) ৪৪ রানের ব্যবধানে হারিয়ে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলো গতবারের রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। কিন্তু জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে নি তারা। পরবর্তী তিনটি ম্যাচে লক্ষ্ণৌ, দিল্লী ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জুটেছে শুধুই পরাজয়। এক ধাক্কায় লীগ টেবিলের সবার নীচে নেমে গিয়েছেন প্যাট কামিন্সরা। প্লে-অফের দৌড়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাত টাইটান্সকে হারানো ছাড়া রাস্তা খোলা নেই ‘অরেঞ্জ আর্মি’র সঙ্গে। এবার প্রচুর প্রত্যাশা ছিলো অভিষেক শর্মা’কে (Abhishek Sharma) নিয়ে। কিন্তু এখনও পর্যন্ত চার ম্যাচে একটিও বড় ইনিংস খেলতে পারেন নি তিনি। অফ ফর্ম কাটিয়ে আজ ছন্দে ফিরবেন তিনি, আশায় সমর্থকেরা। বেনিফিট অফ দ্য ডাউট পাচ্ছেন পাঞ্জাবের তরুণ। ট্র্যাভিস হেডের সাথে ওপেনিং-এ দেখা যাবে তাঁকেই।

তিনে থাকবেন ঈশান কিষণ’ও (Ishan Kishan)। তাঁরও ফর্মে ফেরার প্রতীক্ষায় ক্রিকেটজনতা। চার নম্বরে আজ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে নামাতে পারেন কোচ ভেত্তরি। পাঁচে দেখা যেতে পারে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে। ব্যাটিং-এর পাশাপাশি কার্যকরী হতে পারে তাঁর স্পিন বোলিং। ছয়ে থাকছেন উইকেটরক্ষক-ব্যাটার হেনরিখ ক্লাসেন। তাঁর সাথে ‘ফিনিশার’-এর দায়িত্ব সামলাবেন সাতে নামা অনিকেত ভার্মা (Aniket Verma)। গুজরাতের ব্যাটিং-কে ভাঙতে গতিকে অস্ত্র করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে দেখা যেতে পারে জয়দেব উনাদকাট, হর্ষল প্যাটেল ও সিমরণজিৎ সিং-কে। লাগাতার হতাশাজনক পারফর্ম্যান্সের কারণে বাদ পড়ার সম্ভাবনা মহম্মদ শামি’র। বিকল্প ক্রিকেটারের তালিকায় নাম যুক্ত হতে পারে তাঁর। এছাড়া স্পিন বিভাগে দেখা যেতে পারে তরুণ লেগস্পিনার জিশান আনসারিকে।

Read More: IPL 2025: ভাগ্য খুলছে মুস্তাফিজুর রহমানের, এই খেলোয়াড়কে রিপ্লেস করে আইপিএলে নিচ্ছেন এন্ট্রি !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম গুজরাত টাইটান্স (GT)

ম্যাচ নং- ১৯

তারিখ- ০৬/০৪/২০২৫

ভেন্যু- রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Rajiv Gandhi International Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Rajiv Gandhi International Stadium | IPL | Image: Getty Images
Rajiv Gandhi International Stadium | Image: Getty Images

হায়দ্রাবাদের মাঠকে বোলারদের বধ্যভূমি বা ব্যাটারদের স্বর্গরাজ্য বললে সম্ভবত বিন্দুমাত্র অত্যুক্তি করা হবে না। সাম্প্রতিক অতীতে প্রায়শই ২৫০’র বেশী রান এক ইনিংসে উঠতে দেখা গিয়েছে এখানে। এমনকি চলতি মরসুমেই সানরাইজার্স বনাম রাজস্থান ম্যাচে দুই ইনিংস মিলিয়ে উঠেছে ৫০০’র বেশী রান। আজ হায়দ্রাবাদ বনাম গুজরাত যুদ্ধেও রানের রংমশাল প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। এখানে এখনও পর্যন্ত ৭৯টি আইপিএল (IPL) ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে প্রথম ব্যাটিং করে জয় এসেছে ৩৫ ম্যাচে। আর ৪৪টি ম্যাচে জয় পেয়েছে রান তাড়া করতে নামা দল। যেহেতু সন্ধ্যাবেলা খেলা সেহেতু শিশির দেখা যেতে পারে মাঠে। পরিস্থিতি ও পরিসংখ্যান মাথায় রেখে টসজয়ী অধিনায়ক আজ এখানে রান তাড়া করার সিদ্ধান্ত নিতে পারেন।

SRH vs GT হেড টু হেড পরিসংখ্যান-

SRH vs GT | IPL | Image: Getty Images
SRH vs GT | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ০৫
  • হায়দ্রাবাদের জয়- ০১
  • গুজরাতের জয়- ০৩
  • অমীমাংসিত থেকেছে- ০১
  • শেষ ম্যাচে ফলাফল- ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো

Key Players (সম্ভাব্য তারকা)-

ট্র্যাভিস হেড-

হায়দ্রাবাদের হয়ে আজও ওপেন করতে নামবেন ট্র্যাভিস হেড (Travis Head)। গত দুটি ম্যাচে রান পান নি তিনি। আজ ফ্র্যাঞ্চাইজির হোমগ্রাউন্ডে ব্যাটিং সহায়ক উইকেটকে কাজে লাগিয়ে ঝড় তুলতে পারেন বাম হাতি তারকা। সাফল্যের জন্য হেডের ব্যাটের দিকে অবশ্যই তাকিয়ে থাকবে থিঙ্কট্যাঙ্ক।

ঈশান কিষণ-

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শতরান করে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। গত তিনটি ম্যাচে এরপর রানের মুখ দেখেন নি তিনি। আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ছন্দে ফেরার চ্যালেঞ্জ থাকবে তাঁর কাছে। রাজীব গান্ধী স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচকে ঈশান যদি সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তাহলে নিঃসন্দেহে হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের মাথাব্যথার কারণ।

প্যাট কামিন্স-

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন প্যাট কামিন্স (Pat Cummins)। খাদের কিনারে পৌঁছে যাওয়া দলকে সাফল্যের সরণিতে ফেরাতে আজ ঘরের মাঠে জ্বলে উঠতে পারেন তিনি। অনবদ্য বোলিং-এর পাশাপাশি কামিন্সের কাছ থেকে দেখা যেতে পারে লোয়ার অর্ডারে কার্যকরী ব্যাটিং-ও।

সম্ভাব্য একাদশ-

Sunrisers Hyderabad | Image: Getty Images
Sunrisers Hyderabad | Image: Getty Images

ওপেনার- অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড*

মিডল অর্ডার- ঈশান কিষণ, নীতিশ কুমার রেড্ডি, কামিন্দু মেন্ডিস

ফিনিশার- হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা

বোলার- প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, সিমরণজিৎ সিং, জিশান আনসারি*

উইকেটরক্ষক- হেনরিখ ক্লাসেন

*খেলতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।

এক নজরে SRH-এর সম্ভাব্য একাদশ-

প্রথম ব্যাটিং-এর ক্ষেত্রে-

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষণ, নীতিশ কুমার রেড্ডি, কামিন্দু মেন্ডিস, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, সিমরণজিৎ সিং।

প্রথম বোলিং-এর ক্ষেত্রে-

অভিষেক শর্মা, ঈশান কিষণ, নীতিশ কুমার রেড্ডি, কামিন্দু মেন্ডিস, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, সিমরণজিৎ সিং, জিশান আনসারি।

ইমপ্যাক্ট প্লেয়ার- ট্র্যাভিস হেড/জিশান আনসারি, উইয়ান মুল্ডার, মহম্মদ শামি, অভিনব মনোহর, রাহুল চাহার।

Also Read: IPL 2025: হার্দিক পান্ডিয়ার কারণে মুম্বই ছাড়ছেন তিলক বর্মা, চলতি টুর্নামেন্টেই নিলেন এই সিদ্ধান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *