ipl-2025-srh-vs-gt-match-highlights

IPL 2025: রাজস্থানের বিরুদ্ধে ৪৪ রানের ব্যবধানে দাপুটে জয় দিয়ে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু পরের চারটি ম্যাচে মুখ থুবড়ে পড়তে হয়েছে তাদের। লক্ষ্ণৌ, দিল্লী, কলকাতার পর আজ গুজরাতের (GT) বিরুদ্ধেও জুটলো পরাজয়ই। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমান গিল। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণাদের আগুনে স্পেলের সৌজন্যে তাসের ঘরের মত ভেঙে পড়ে হায়দ্রাবাদের (SRH) তারকাখচিত ব্যাটিং অর্ডার। ক্লাসেন-নীতিশ-কামিন্সদের প্রতিরোধে কোনোক্রমে ১৫২ অবধি পৌঁছতে পেরেছিলো তারা। রান তাড়া করতে নামা গুজরাতকে পাওয়ার-প্লে’র মধ্যে জোড়া ধাক্কা দিতে সক্ষম হয়েছিলো ‘অরেঞ্জ আর্মি।’ কিন্তু শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দরের জুটি ম্যাচ কার্যত কেড়ে নিয়ে যায় তাদের হাত থেকে। শেরফেন রাদারফোর্ডের ‘ফিনিশিং টাচ’-এ ২০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত।

Read More: টানা চতুর্থ ম্যাচ হেরে দিশেহারা সানরাইজার্স হায়দ্রাবাদ, ২০ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করলো গুজরাত টাইটান্স !!

১) সিরাজ ঝড়ে তছনছ টপ-অর্ডার-

Mohammed Siraj and Prasidh Krishna | IPL | Image: Getty Images
Mohammed Siraj and Prasidh Krishna | IPL | Image: Getty Images

সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) আজ প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ। প্রথম ওভারেই অস্ট্রেলীয় তারকা ট্র্যাভিস হেড’কে সাজঘরে ফেরত পাঠান তিনি। ৮-এর বেশী করতে পারেন নি তিনি। ডান হতি পেসার পাওয়ার প্লে’তে অরেঞ্জ আর্মি’কে ফের ধাক্কা দেন অভিষেক শর্মা’কে ফিরিয়ে। আজ ১৮ রানের বেশী এগোতে পারেন নি বাম হাতি ওপেনারও। ঈশান কিষণ’ও দ্রুত ফেরেন সাজঘরে। তবে তাঁকে সিরাজ নয়, বরং আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণা।

২) প্রতিরোধ নীতিশ রেড্ডি-হেনরিখ ক্লাসেনের-

৫০ রানের মধ্যে তিন উইকেট খুইয়ে বসেছিলো সানরাজার্স হায়দ্রাবাদ (SRH)। ধুঁকতে থাকা কমলা-কালো শিবিরকে খানিক অক্সিজেন যোগান নীতিশ কুমার রেড্ডি ও হেনরিখ ক্লাসেন। বিশাখাপত্তনমের অলরাউন্ডার এক প্রান্তে ক্রিজ আঁকড়ে থাকলেও অপর প্রান্তে স্কোরবোর্ড সচল রাখার প্রয়াস করতে দেখা গেলো ক্লাসেনকে। শেষমেশ ১৯ বলে ২৭ রান করে রবিশ্রীনিবাসন সাই কিশোরের বলে উইকেট খোয়ান দক্ষিণ আফ্রিকার তারকা। নীতিশের প্রতিরোধও থামে কিছুক্ষণের মধ্যে। ৩৪ বলে ৩১ করে সাই কিশোরের শিকার হন তিনিও।

৪) একা কুম্ভ হয়ে লড়লেন কামিন্স-

Pat Cummins | IPL | Image: Getty Images
Pat Cummins | IPL | Image: Getty Images

অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিসরা বিশেষ রান পান নি আজ। লোয়ার অর্ডারে পালটা আক্রমণের পথে হাঁটতে দেখা গেলো সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্সকে। মাত্র ৯ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ রান করে অপরাজিত রইলেন তিনি। অপর প্রান্তে ২ বলে ৬ করে অপরাজিত থাকেন মহম্মদ শামি। নির্ধারিত ২০ ওভারে ১৫২ রানই স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় ‘অরেঞ্জ আর্মি।’

৩) দুরন্ত বোলিং গুজরাতের-

উপ্পলের ব্যাটিং সহায়ক বাইশ গজে আজ ছড়ি ঘোরাতে দেখা গেলো গুজরাত টাইটান্স বোলারদেরই। বল হাতে সফলতম মহম্মদ সিরাজ। প্রথম স্পেলে দুই উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় স্পেলে ফিরে এসে আউট করেন অনিকেত ভার্মা ও সিমরজিৎ সিং-কে। ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট তাঁর ঝুলিতে। ২টি করে সাফল্য প্রসিদ্ধ কৃষ্ণা ও সাই কিশোরের। উইকেটশূন্য থেকেছেন ঈশান্ত শর্মা ও রশিদ খান।

৪) চাপ বাড়িয়েছিলো সানরাইজার্স-

Mohammed Shami and Pat Cummins | IPL | Image: Getty Images
Mohammed Shami and Pat Cummins | IPL | Image: Getty Images

হায়দ্রাবাদের পিচে ১৫৩ রানের লক্ষ্য তাড়া করা বিশেষ কঠিন হওয়ার কথা নয়। কিন্তু বল হাতে শুরুতে গুজরাত টাইটান্সের উপর চাপ বাড়াতে সক্ষম হয়েছিলো সানরাইজার্স। ৬ রান করে আউট হন সাই সুদর্শন। তাঁকে ফেরান মহম্মদ শামি। সাফল্য পান নি জস বাটলারও। খাতা খোলার আগেই কামিন্সের বলে আউট হন তিনি। একটা সময় ১৬ রানের মধ্যে ২ উইকেট খুইয়ে বসেছিলো টাইটান্স শিবির।

৫) অনবদ্য জুটি শুভমান-ওয়াশিংটনের-

পাওয়ার-প্লে’তে প্রতিপক্ষের দুই উইকেট তুলে নিয়ে সানরাইজার্স শিবিরে জয়ের আশা জাগিয়েছিলেন শামি ও কামিন্স। কিন্তু এরপর ঢাল হয়ে দাঁড়ান ওয়াশিংটন সুন্দর ও শুভমান গিল। আইপিএল মরসুমের প্রথম ম্যাচ খেলতে নেমে ২৯ বলে ৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেললেন ওয়াশিংটন। মারেন ৫টি চার ও ২টি ছক্কা। অনিকেত ভার্মার দুরন্ত ক্যাচে অর্ধশতক হাতছাড়া হলো তাঁর। শুভমানের সাথে স্কোরবোর্ডে যোগ করেন ৯০ রান। গুজরাত অধিনায়ককে আউট করার ফর্মূলা আজ খুঁজে পায় নি হায়দ্রাবাদ। ৪৩ বলে ৬১ করে অপরাজিত রইলেন শুভমান গিল।

৬) টানা চতুর্থ ম্যাচ হারলো হায়দ্রাবাদ-

SRH vs GT | IPL | Image: Getty Images
SRH vs GT | IPL | Image: Getty Images

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ড। ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে মাত্র ১৬ বলে ৩৫* করে গুজরাতকে সহজেই লক্ষ্যে পৌঁছে দেন তিনি। ২০ বল বাকি থাকতেই জয় পেলো তারা। পক্ষান্তরে এই নিয়ে টানা চতুর্থ ম্যাচ হেরে লীগ তালিকায় দশম স্থানেই আটকে রইলো গত বছরের রানার্স-আপ সানরাইজার্স। আর টানা তিন ম্যাচ জিতে গুজরাত টাইটান্স উঠে এলো দ্বিতীয় স্থানে।

Also Read: IPL 2025: প্লে-অফ পৌঁছানো অসম্ভব মুম্বইয়ের, মেলে নি এই বিরাট সমস্যার সমাধান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *