ipl-2025-srh-trolled-post-loss-vs-gt

IPL 2025: ২০ ওভারে ৩০০’র আশা জাগিয়ে মরসুম শুরু করেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় সপ্তাহতেই মুখ থুবড়ে পড়তে হলো তাদের। লক্ষ্ণৌ, দিল্লী, কলকাতার পর আজ গুজরাতের (GT) বিরুদ্ধেও জয়ের মুখ দেখলো না ‘অরেঞ্জ আর্মি।’ ঘরের মাঠে টসে হেরে প্রথম ব্যাটিং-এর সুযোগ পেয়েছিলো কমলা-কালো বাহিনী। কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেন নি ট্র্যাভিস হেড (Travis Head), অভিষেক শর্মা’রা। টাইটান্সদের নিয়ন্ত্রিত বোলিং-এ মাত্র ১৫২তেই আটকে যান তাঁরা। জবাবে ব্যাট করতে নামা গুজরাতও দুই উইকেট হারিয়েছিলো পাওয়ার প্লে’তে। তারপরেও ২০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। অনবদ্য ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর ও শুভমান গিল। ঝোড়ো ক্যামিও শেরফেন রাদারফোর্ডেও। খেলা শেষে নেটদুনিয়ার চর্চায় সানরাইজার্সের হতশ্রী পারফর্ম্যান্স।

Read More: IPL 2025 SRH vs GT Highlights: উপ্পলে বাজিমাত গুজরাতের, টানা চার ম্যাচ হেরে অন্ধকারে সানরাইজার্স হায়দ্রাবাদ !!

এবারের আইপিএলে (IPL) অন্যতম তারকাখচিত ব্যাটিং লাইন-আপ রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH)। তা সত্ত্বেও জুটছে ব্যর্থতা। কেন এই অধঃপতন? প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন নেটিজেনরা। ‘শুরুটা তো ভালোই হয়েছিলো। তাহলে হঠাৎ কি হলো?’ লিখেছেন একজন। ‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে গিয়েছে আসলে,’ লিখেছেন আরও একজন। মরসুম শুরুর আগেই ২০ ওভারে ৩০০’র যে লক্ষ্য স্থির করেছিলো ফ্র্যাঞ্চাইজি, আদতে তাই ফিরেছে ব্যুমেরাং হয়ে, মনে করছেন সানরাইজার্স সমর্থকদের একটা বড় অংশ। ‘পিচের চরিত্র বুঝে না খেলে, কেবল বড় শট মারার চেষ্টা করতে গিয়েই উইকেট হারাচ্ছেন ব্যাটাররা,’ বিশ্লেষণ তাঁদের। আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন তিনি।

আইপিএল (IPL) প্লে-অফের দৌড় থেকে মোটামুটি ছিটকেই গিয়েছে সানরাইজার্স (SRH), মেনে নিচ্ছেন অনুরাগীরা। ‘এমন খেললে কোনো আশা নেই,’ ট্যুইটারের দেওয়ালে লিখতে দেখা গিয়েছে এক সমর্থককে। অন্যদিকে উলটো ছবি গুজরাত শিবিরে (GT)। তারা হেরেছিলো মরসুমের প্রথম ম্যাচে। কিন্তু পরপর তিনটি খেলায় জিতে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছেন শুভমান গিল’রা। উচ্ছ্বাস রয়েছে তাঁদের ঘিরে। ‘ওয়াশিংটন আজ বোঝালো যে ও রিজার্ভ বেঞ্চের ক্রিকেটার নয়। বরং ও ম্যাচ উইনার,’ তামিলনাড়ুর অলরাউন্ডারকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন এক ভক্ত। শুভেচ্ছাবার্তা ভেসে এসেছে অধিনায়ক শুভমানের জন্যও (Shubman Gill)। ‘নেতা হিসেবে পরিণত হচ্ছে ও। যা ভারতের জন্য ভালো বিষয়,’ মন্তব্য এক নেটিজেনের। ফিল্ডিং-এর সময় আহত হয়েছেন গ্লেন ফিলিপস। তাঁর দ্রুত সুস্থতা চেয়েও চলছে প্রার্থনা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: প্লে-অফ পৌঁছানো অসম্ভব মুম্বইয়ের, মেলে নি এই বিরাট সমস্যার সমাধান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *