ipl-2025-srh-batters-struggle-vs-gt
SRH | Image: Getty Images

IPL 2025: মরসুমের প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ২৮৬ রান স্কোরবোর্ডে তুলেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। ট্র্যাভিস হেড, ঈশান কিষণদের বিস্ফোরক ব্যাটিং দেখে সেই সময় বহু বিশেষজ্ঞ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে চলতি আইপিএলেই (IPL) ২০ ওভারে ৩০০ তোলার নজির গড়তে চলেছে ‘অরেঞ্জ আর্মি।’ কিন্তু প্রথম ম্যাচটির পর যে গতিতে নীচের দিকে যাচ্ছে সানরাইজার্সের পারফর্ম্যান্সের গ্রাফ, তাতে সেই সম্ভাবনা খুব একটা দেখা অন্তত যাচ্ছে না। লক্ষ্ণৌ, দিল্লী ও কলকাতার বিরুদ্ধে টানা তিনটি হারের পর আজ মাঠে নেমেছিলেন প্যাট কামিন্সরা (Pat Cummins)। প্রথমে ব্যাটিং-এর সুযোগও পেয়েছিলেন টস হারের পর। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার আর করতে পারলেন না। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, সাই কিশোরদের নিয়ন্ত্রিত বোলিং-এ রাজীব গান্ধী স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচেও মাত্র ১৫২তেই আটকে গেলো সানরাইজার্স হায়দ্রাবাদের তারকাখচিত ব্যাটিং লাইন-আপ।

Read More: IPL 2025: “বড়সড় প্রতারক…” রানের দেখা নেই ঈশানের ব্যাটে, নেটমাধ্যমে পড়লেন তোপের মুখে !!

‘ঘরের মাঠে’ বিধ্বংসী সিরাজ-

Mohammed Siraj and Prasidh Krishna | IPL | Image: Getty Images
Mohammed Siraj and Prasidh Krishna | IPL | Image: Getty Images

আজ উপ্পলের মাঠে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজির (SRH) টপ-অর্ডারে ভাঙন ধরান হায়দ্রাবাদেরই ‘ঘরের ছেলে’ মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। প্রথম ওভারের শেষ বলে তিনি ফিরিয়ে দেন ট্র্যাভিস হেড’কে। ৫ বলে ৮-এর বেশী এগোতে পারেন নি অজি ওপেনার। ধরা পড়েন সাই সুদর্শনের (B Sai Sudharshan) হাতে। ইনিংসের পঞ্চম ওভারে ফের একবার জ্বলে ওঠেন সিরাজ। আউট করেন অভিষেক শর্মা’কে। টানা পঞ্চম ম্যাচে ব্যর্থ হলেন পাঞ্জাবের তরুণ ওপেনার। আজ ১৮ করে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন তিনি। রানের মুখ দেখেন নি ঈশান কিষণ’ও (Ishan Kishan)। প্রসিদ্ধ কৃষ্ণার শর্ট বলে পুল মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। বেশ খানিকটা দৌড়ে এসে  ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যারে ক্যাচ তালুবন্দী করেন ঈশান শর্মা। রাজস্থানের বিরুদ্ধে অপরাজিত ১০৬-এর পর রান খরা অব্যাহত ঝাড়খণ্ডের বাম হাতির ব্যাটেও।

তৃতীয় উইকেটের পতনের পর খানিক প্রতিরোধের চেষ্টা করেছিলেন নীতিশ কুমার রেড্ডি ও হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। স্কোরবোর্ডে ৫০ রান যোগ করেন দু’জনে। কিন্তু সাই কিশোরের জোড়া ধাক্কায় মাঠ ছাড়তে হয় তাঁদের। ক্লাসেন ১৯ বলে ২৭ ও নীতিশ আজ আউট হলেন ৩৪ বলে ৩১ রান। আইপিএল (IPL) কেরিয়ারের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে হতাশ করলেন করে। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। মাত্র ১ রান করে আউট হন প্রসিদ্ধ কৃষ্ণার (Prasidh Krishna) বলে। দাগ কাটতে পারেন নি ‘অরেঞ্জ আর্মি’র ২৩ বর্ষীয় উঠতি তারকা অনিকেত ভার্মা’ও। দ্বিতীয় স্পেলে ফিরে এসে তাঁকে সাজঘরে ফেরত পাঠান মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ১৪ বলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করতে পারেন তিনি। ১৯তম ওভারে সিমরণজিৎকেও আউট করেন সিরাজ। আজ মাত্র ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট সিরাজের।

মরিয়া লড়াই প্যাট কামিন্সের-

Pat Cummins | IPL | Image: Getty Images
Pat Cummins | IPL | Image: Getty Images

সতীর্থদের ব্যর্থতার দিনে লোয়ার অর্ডারে একা কুম্ভ হয়ে লড়াই চালালেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ৯ বল খেলে ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ২২ রান করে অপরাজিত রইলেন তিনি। মূলত তাঁর প্রত্যাঘাতের সৌজন্যেই ১৫০ রানের গণ্ডী পেরোয় কমলা-কালো শিবির। অপরপ্রান্তে ২ বলেও ৬ করে অপরাজিত রইলেন শামি। সিরাজের ৪ উইকেট ছাড়াও সাফল্য পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা ও সাই কিশোর (R Sai Kishore)। দু’জনেই দু’টি করে উইকেট পেয়েছেন। হতাশ করেছেন ঈশান্ত শর্মা। অভিজ্ঞ পেসার ৪ ওভারে ৫৩ রান খরচ করলেও কোনো উইকেট পান নি। সাফল্য ধরা দেয় নি রশিদ খানের হাতেও। এই নিয়ে আইপিএলের চার ম্যাচের মধ্যে তিনটিতে উইকেটশূন্য থাকলেন আফগান তারকা। প্রতিপক্ষকে অল্প রানের মধ্যে বেঁধে রাখা গেলেও তাঁর অফ ফর্ম নিঃসন্দেহে চিন্তায় রাখবে কোচ আশিষ নেহরাকে।

Also Read: “DSP-এর কারাগারে বন্দি…” দুরন্ত বলে হেডকে প্যাভিলিয়নে ফেরালেন সিরাজ, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *