ipl-2025-siraj-wins-potm-vs-rcb

IPL 2025: ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) শিবিরে যোগ দিয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। সাত বছর কাটিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজিতে। কার্যত হয়ে উঠেছিলেন ‘ঘরের ছেলে।’ নতুন মরসুমের আগে সিরাজকে যে ছেঁটে ফেলবে আরসিবি, এমনটা কল্পনাও করতে পারেন নি কেউ। কিন্তু সেই কঠিন পদক্ষেপটাই নিয়েছিলেন কর্মকর্তারা। জেড্ডার মেগা নিলামে যখন সিরাজের (Mohammed Siraj) নাম ডাকা হয়, তখনও কোনো রকম আগ্রহ দেখান নি তাঁরা। পুরনো দলের এই অবহেলা যে তাঁকে যন্ত্রণা দিয়েছে তা প্রকাশিত হয়েছিলো সিরাজের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। সেই উপেক্ষার জ্বালাই সম্ভবত আজ সুদে-আসলে পুষিয়ে নিলেন তিনি। বেঙ্গালুরুর ঘরের মাঠে তাদেরই বিরুদ্ধে জ্বলে উঠলেন ডান হাতি ফাস্ট বোলার। ছিন্নভিন্ন করে দিলেন তারকাখচিত টপ-অর্ডার।

নতুন বল হাতে বরাবরই ভয়ঙ্কর সিরাজ (Mohammed Siraj)। আজ দেখা গেলো তাঁর রুদ্ররূপ। প্রথম বলেই পেতে পারতেন উইকেট। কিন্তু রক্ষা পান ফিল সল্ট। প্রথম ওভারের পঞ্চম ডেলিভারিতেও ফাঁদে ফেলেছিলেন সল্টকে। কিন্তু সহজ ক্যাচ ফস্কান জস বাটলার। দমে যান নি সিরাজ। দ্বিগুণ উদ্যমে হাতে তুলে নিয়েছিলেন সাদা কুকাবুরা। দেবদত্ত পাডিক্কালকে বোল্ড করে খাতা খোলেন তিনি। সল্ট (Phil Salt) বনাম সিরাজ দ্বৈরথেও শেষ হাসি ভারতের ফাস্ট বোলারেরই। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের তারকা ওপেনারের স্টাম্প ছিটকে দেন তিনি। ‘আইডল’ ক্রিশ্চিয়ানো রোনালদোকে নকল করে উদ্‌যাপন করেন উইকেট। তাঁর সাফল্য দেখতে একটা সময় মুখিয়ে থাকতে চিন্নাস্বামী। আর আজ বেঙ্গালুরু সমর্থকদের কাছে সাক্ষাৎ ত্রাস হিসেবে অবতীর্ণ হন তিনি।

Read More: IPL 2025: বেঙ্গালুরুর জয়রথ থামালো গুজরাত, ঘরের মাঠে ৮ উইকেটের ব্যবধানে হার বিরাটদের !!

চিন্নাস্বামীর নবাব সিরাজ’ই-

Mohammed Siraj vs RCB | IPL | Image: Getty Images
Mohammed Siraj vs RCB | IPL | Image: Getty Images

ডেথ ওভারেও আজ কার্যকরী ভূমিকা নিতে দেখা গেলো সিরাজকে (Mohammed Siraj)। ১৯তম ওভারে ফেরান ‘সেট’ লিয়াম লিভিংস্টোনকে (Liam Livingstone)। মাত্র ২৩ রান দিয়ে আজ তাঁর ঝুলিতে ৩ উইকেট। গুজরাত ম্যাচ জেতায় সিরাজকেই ম্যাচের সেরা বেছেছেন বিশেষজ্ঞরা। পুরনো দলের ‘ঘরের মাঠে’ সাফল্য পেয়ে খুশি তিনি। সিরাজ বলেন, “আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সাত বছর ছিলাম এখানে। লাল থেকে জার্সির রং নীল হয়েছে। তাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। তবে বল হাতে তুলে নেওয়ার পর সব ঠিক হয়ে গিয়েছিলো।” সেলিব্রেশনের রহস্যও ফাঁস করেন তিনি। “আমি রোনালদোর ফ্যান। তাই ওভাবে উদ্‌যাপন করি,” বলতে শোনা গিয়েছে তাঁকে। “একটানা খেলে চলেছিলাম। খানিক বিরতি পাওয়ায় নিজের ভুলত্রুটি শোধরানোর চেষ্টা করেছি, জোর দিয়েছি ফিটনেসে,” স্বীকারোক্তি তাঁর।

১২.২৫ কোটি টাকায় এবার গুজরাত টাইটান্সে (GT) যোগ দিয়েছেন মহম্মদ সিরাজ। নতুন দলে খুশি তিনি। পাঞ্জাবের বিপক্ষে অভিষেকে সুবিধা করতে না পারলেও মুম্বই ও বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনটি করে উইকেট তাঁর ঝুলিতে। সাক্ষাৎকারে বলেন, “গুজরাতে সুযোগ পাওয়ার পর আমি আশু ভাই (আশিষ নেহরা)-এর সাথে কথা বলেছিলাম। উনি আমায় বোলিং উপভোগ করার পরামর্শ দেন।” সাফল্যের জন্য সিনিয়র সতীর্থ ঈশান্ত শর্মা’কেও কৃতিত্ব দিয়েছেন সিরাজ। জানান, “আমায় ঈশু (ঈশান্ত) ভাই কোন লাইন আর লেন্থে বোলিং করতে হবে সে বিষয়ে পরামর্শ দেন।” চলতি আইপিএলে (IPL) পিচ নিয়ে বিস্তর বিতর্ক হচ্ছে। তবে বাইশ গজ নিয়ে চিন্তিত নন সিরাজ। আজ খেলা শেষে তাঁর সাফ বক্তব্য, “আমি নিজেরে উপর বিশ্বাস রাখি। এর পরে পিচ কেমন সেটা বিশেষ গুরুত্ব রাখে না।”

Also Read: IPL 2025: সহজ ক্যাচ হাতছাড়া জস বাটলারের, চিন্নাস্বামীতে ‘নতুন জীবন’ পেলেন ফিল সল্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *