ipl-2025-siraj-fails-on-gt-debut

IPL 2025: আইপিএল মরসুমের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়লো গুজরাত টাইটান্স। গতকাল ঘরের মাঠ আহমেদাবাদে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১১ রানের ব্যবধানে হারতে হলো তাদের। প্রথম ব্যাটিং করে স্কোরবোর্ডে ২৪৩ রান তুলে ফেলেছিলো প্রীতি জিন্টার রান তাড়া করতে নেমে জোড়া অর্ধশতক করেন সাই সুদর্শন ও জস বাটলার। কিন্তু ২৩২ রানেই থামতে হয় টাইটান্স শিবিরকে। ২০২৪-এর  আইপিএলে (IPL) আট নম্বরে শেষ করেছিলো গুজরাত (GT)। গলদ ছিলো বোলিং বিভাগে, গতকাল টসের সময় স্বীকার করেছিলেন অধিনায়ক শুভমান গিল। তবে সেইসব ফাঁকফোকর যে তাঁরা ভরাট করে নিয়েছেন, জানিয়েছিলেন তাও। কিন্তু তারপরেও বোলিং ব্যর্থতাই কাল হয়ে দাঁড়ালো গুজরাতের জন্য। কাগিসো রাবাডা থেকে রশিদ খান-সাফল্য পান নি কেউই। অনুরাগীরা আশায় বুক বেঁধেছিলেন মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) নিয়ে। কিন্তু গুজরাত টাইটান্সের জার্সিতে অভিষেক ম্যাচে ব্যর্থতা সঙ্গী হলো তাঁরও।

Read More: IPL 2025 RR vs KKR Dream 11 Prediction: রাজস্থান বনাম কলকাতা যুদ্ধে কারা করবে বাজিমাত? ফ্যান্টাসি ক্রিকেটের খুঁটিনাটি জানুন এক ক্লিকেই !!

হতাশ করলেন মহম্মদ সিরাজ-

Mohammed Siraj | IPL | Image: Getty Images
Mohammed Siraj | IPL | Image: Getty Images

IPL 2025: গুজরাত জার্সিতে চূড়ান্ত ব্যর্থ মহম্মদ সিরাজ, আহমেদাবাদের মাঠে দেখা গেলো না মিয়াঁ ম্যাজিক !! 1সাত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB) কাটানোর পর ২০২৫-এ দল বদলেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তাঁকে জেড্ডার মেগা নিলাম থেকে ১২.২৫ কোটি টাকার বিনিময়ে দলে সামিল করেছে গুজরাত টাইটান্স। নতুন দলের হয়ে অভিষেকটা মোটেই স্মরণীয় হলো না তাঁর। ইনিংসের প্রথম ওভারেই তাঁকে আক্রমণে এনেছিলেন গুজরাত অধিনায়ক শুভমান গিল। কিন্তু নতুন বলের ফায়দা তুলতে পারনে নি সিরাজ (Mohammed Siraj)। হজম করেন জোড়া বাউন্ডারি। পাওয়ার প্লে’তে আরও একটি ওভার তাঁকে দিয়েছিলেন শুভমান। প্রথম চারটি ডেলিভারিতে দুই ওপেনারের খানিক চাপ বাড়াতে পারেছিলেন তিনি। খরচ করেছিলেন কেবল দুই রান। কিন্তু সেই চাপ ধরে রাখতে পারেন নি সিরাজ। হায়দ্রাবাদের ফাস্ট বোলারের দ্বিতীয় ওভারের শেষ দুটি বলে যথাক্রমে ছক্কা ও চার মেরে ম্যাচের রাশ হাতে তুলে নেন পাঞ্জাবের বছর ২৪-এর ওপেনার প্রিয়াংশ আর্য।

আবার ১৫তম ওভারে সিরাজকে আক্রমণে এনেছিলেন শুভমান গিল। কিন্তু দলকে উইকেটের স্বাদ দিতে পারেন নি তিনি। বরং মার্কাস স্টয়নিস ও শ্রেয়স আইয়ারের হাতে হজম করেন জোড়া ছক্কা। ওভারে মোট ১৮ রান খরচ করে বিপদ বাড়ান দলের। ইনিংসের একদম শেষ ওভারে ফের সিরাজের হাতে বল তুলে দিয়েছিলেন গুজরাত অধিনায়ক। কিন্তু ব্যুমেরাং হয়ে ফের সেই সিদ্ধান্ত। হায়দ্রাবাদী পেসারকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেন শশাঙ্ক সিং (Shashank Singh)। পাঁচটি বাউন্ডারি হাঁকান তিনি। একটি বলে নেন দুই রান। শশাঙ্কের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে ওভারের মাঝে একবার লাইন-লেন্থ থেকেও বিচ্যুত হয়েছিলেন সিরাজ। ওয়াইড বল করে একটি অতিরিক্ত রান’ও তিনি উপহার দেন পাঞ্জাব কিংসকে। শেষমেশ তিনি নিজের চার ওভারের কোটা সম্পূর্ণ করেন মোট ৫৪ রান খরচ করে। ইকোনমি রেট ছিলো ১৩.৫০। উইকেটের কলাম্‌ থেকে গিয়েছে শূন্য’ই।

রোহিতকে জবাব দেওয়া হলো না সিরাজের-

Mohammed Siraj | Image: Getty Images
Mohammed Siraj | Image: Getty Images

 

গত দুই-তিন বছর তিন ফর্ম্যাটেই ভারতীয় দলে নিয়মিত ছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। কিন্তু ২০২৫-এর গোড়ায় ছেঁটে ফেলা হয়েছে তাঁকে। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ বা ওয়ান ডে সিরিজে ছিলেন না তিনি। বাদ পড়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকেও। তাঁর বদলে নবাগত পেসার হর্ষিত রাণা’র উপর আস্থা রেখেছিলো টিম ইন্ডিয়া। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন যে পুরনো বলে কার্যকরী না হওয়ার কারণেই আপাতত জাতীয় নির্বাচকদের ভাবনায় নেই মহম্মদ সিরাজ। আইপিএলের (IPL) আঙিনায় রোহিতকে জবাব দেওয়ার সুযোগ ছিলৈ সিরাজের সামনে। পাঞ্জাবের বিপক্ষে ডেথ ওভারে ভালো পারফর্ম করে বোঝাতে পারতেন যে পুরনো বলেও কার্যকরী তিনি। কিন্তু তা আর সম্ভব হলো না তাঁর পক্ষে। গতকালের ব্যর্থতা নিঃসন্দেহে তাঁর আন্তর্জাতিক কামব্যাকের পথটা কঠিন করলো।

Also Read: IPL 2025: বোলিং মাস্টারক্লাসে মনোযোগী ছাত্র বরুণ চক্রবর্তী, রাজস্থান ম্যাচের আগে ভুল শুধরে নিতে মরিয়া স্পিন তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *