ipl-2025-shubman-losing-gt-captaincy

IPL 2025: ২০২২ সালে আইপিএলের (IPL) আসরে নতুন দুই দলের যোগদানের সিদ্ধান্তে সিলমোহর দেয় বিসিসিআই। সেইমত পথচলা শুরু হয় গুজরাত টাইটান্স (GT) ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG)। নতুন ফ্র্যাঞ্চাইজিদের নিলামের আগে দু’জন তারকাকে দলে নেওয়ার সুযোগ করে দিয়েছিলো বোর্ড। গুজরাত টাইটান্স মুম্বই ইন্ডিয়ান্স থেকে তুলে নিয়েছিলো হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। আর কেকেআর থেকে দলে সামিল করে শুভমান গিল’কে (Shubman Gill)। হার্দিকের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়ে মাঠে নামে তারা। অধিনায়ক হিসেবে প্রথম সুযোগেই বাজিমাত করেন তারকা অলরাউন্ডার। তাঁর আগ্রাসী নীতি নজর কাড়ে বিশেষজ্ঞমহলের। প্রথম মরসুমেই দলকে ট্রফি জেতান ক্যাপ্টেন হার্দিক। ২০২৩ আইপিএলেও (IPL) দাপট বজায় রেখেছিলো গুজরাত। পৌঁছে গিয়েছিলো দ্বিতীয় ট্রফির দোরগোড়ায়। ফাইনালে হারতে হলেও তাদের পারফর্ম্যান্সকে কুর্নিশ জানিয়েছিলো ক্রিকেটমহল।

Read More: T20’র অধিনায়কত্ব হারালেন হার্দিক পান্ডিয়া, শীঘ্রই নিতে হবে অবসর !!

২০২৪-এর IPL-এ ছন্দপতন গুজরাতের-

Gujarat Titans | IPL | Image: Getty Images
Gujarat Titans | Image: Getty Images

প্রথম দুই মরসুম মসৃণ গতিতে গুজরাত টাইটান্স (GT) এগোলেও ছন্দপতন ঘটে তৃতীয় মরসুমে এসে। আচমকাই জানা যায় যে দল ছাড়ছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বাধ্য হয়েই অধিনায়ক বদলের পথে হাঁটতে হয় ফ্র্যাঞ্চাইজিকে। ২০২২ ও ২০২৩ মরসুমে সহ-অধিনায়ক ছিলেন রশিদ খান (Rashid Khan)। অনেকেই মনে করেছিলেন যে তিনিই হবেন স্থায়ী অধিনায়ক। কিন্তু আফগান তারকার হাতে দায়িত্ব না দিয়ে ভারতীয় তরুণ তুর্কি শুভমান গিলের কাঁধে নেতৃত্বের ভার ন্যস্ত করে ফ্র্যাঞ্চাইজি। শুভমানের (Shubman Gill) অধিনায়কত্বে গুজরাত (GT) মরসুমের প্রথম ম্যাচটি জিতেছিলো। কিন্তু এরপর সময় যত এগোতে থাকে, ততই পিছিয়ে পড়তে থাকে টাইটান্স শিবির। একটা সময় নবম স্থানেও নেমে গিয়েছিলো তারা। শেষমেশ একধাপ উঠে অষ্টম স্থানে থামতে হয় তাদের। ১৪ ম্যাচে মাত্র ৫টি ম্যাচ জিতেছে তারা। সংগ্রহে ১০ পয়েন্ট।

সমালোচিত শুভমান গিলের নেতৃত্ব-

Shubman Gill | IPL | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

গুজরাত টাইটান্সের মুখ থুবড়ে পড়ার পিছনে অনেকেই দায়ী করছেন অধিনায়ক শুভমান গিল’কে। কোনো পর্যায়ের ক্রিকেটেই অধিনায়কত্ব করার কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছিলো না তাঁর। স্বাভাবিক কারণেই গুরুদায়িত্ব পেয়ে সম্ভবত খানিক চাপে পড়ে গিয়েছিলেন শুভমান (Shubman Gill)। তার প্রতিফলন দেখা গিয়েছিলো তাঁর ব্যাটিং-এও। ২০২৩-এ তিনি করেছিলেন ৮৯০ রান, সেখানে ২০২৪-এর আইপিএলে (IPL) তাঁর রান সংখ্যা এসে ঠেকেছিলো প্রায় অর্ধেকে। ব্যাট হাতে ৪২৬ করেন তিনি। দল’কে সামনে এগিয়ে চলার জন্য উদ্বুদ্ধ’ও সঠিকভাবে করে উঠতে পারেন নি তিনি। বিষয়টি যে ক্রিকেটমহলের নজর এড়ায় নি তা বোঝা গিয়েছে অমিত মিশ্রের (Amit Mishra) সাম্প্রতিক এক সাক্ষাৎকার থেকে। তিনি জানিয়েছেন, “আমি শুভমানকে অধিনায়কত্ব করতে দেখলাম আইপিএলে। ও জানেই না  কি করে করতে হয় অধিনায়কত্ব। কোনো আইডিয়াই নেই।”

হার্দিককেই নেতা করতে চাইবে দল-

Hardik Pandya | IPL | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

আইপিএলে (IPL) অধিনায়ক হিসেবে বিশেষ সাফল্য পান নি শুভমান গিল (Shubman Gill)। তার পরেও  সিনিয়র তারকাদের অবর্তমানে তাঁকেই জিম্বাবুয়ে সফরে করা হয়েছিলো ভারতীয় দলের অধিনায়ক। সেখানেও তাঁর বিরুদ্ধে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছে। তার মধ্যে অভিষেক শর্মা’কে (Abhishek Sharma) তিনে পাঠিয়ে নিজে ওপেন করার মত অভিযোগও রয়েছে। এমতাবস্থায় ‘অনভিজ্ঞ’ শুভমানকে সম্ভবত ২০২৫-এর আইপিএলে (IPL) অধিনায়ক পদে রাখবে না গুজরাত টাইটান্স (GT)।

সূত্রের খবর যে আগের অধিনায়ক হার্দিককেই (Hardik Pandya) দলে ফেরানোর মরিয়া চেষ্টা করবে তারা। গতবার মুম্বই ইন্ডিয়ান্সে (MI) প্রত্যাবর্তন সুখের হয় নি হার্দিকের। সমর্থকদের একাংশ তাঁকে ভরিয়েছিলেন কটাক্ষ ও কটূক্তিতে। তারকা অলরাউন্ডারের ‘অভিমান’-এর সুযোগ নিয়েই তাঁকে আরও একবার দলে ফেরাতে চেষ্টা করতে পারেন কর্মকর্তারা। প্রত্যাবর্তনের পর ট্রফিজয়ী অধিনায়কের হাতেই আবার দেওয়া হবে দলের দায়িত্ব।

Also Read: IPL 2025: আগামী আইপিএলের আগেই দিল্লী ছাড়ছেন অধিনায়ক ঋষভ পান্থ, এই দলে লেখাতে পারেন নাম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *