IPL 2025: ২০১৪ সালে শেষ বার আইপিএলের (IPL) প্লে-অফে পা দিয়েছিলো প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস (কিংস ইলেভেন পাঞ্জাব)। সেবার ঋদ্ধিমান সাহা’র অসামান্য শতরান সত্ত্বেও ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরেছিলো তারা। এরপর কেটে গিয়েছে এক দশক। একবারও শেষ চারের টিকিটই নিশ্চিত করতে পারে নি ফ্র্যাঞ্চাইজি। বারবার জুটেছে শুধুই ব্যর্থতা। একের পর এক তারকাকে দলে সামিল করেছে তারা। মেগা বা মিনি নিলামে করেছে অর্থের বৃষ্টি, কিন্তু ভাগ্য আর কোনোবারই সুপ্রসন্ন হয় নি পাঞ্জাবের (PBKS)। ২০২৫ মরসুমের আগে চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছিলেন কর্মকর্তারা। সুযোগ থাকা সত্ত্বেও দু’জন আনক্যাপড ক্রিকেটার ছাড়া ‘রিটেন’ করা হয় নি কাউকেই। ব্যবহার করা হয় নি আরটিএম’ও। নতুন অধিনায়ক, নতুন স্কোয়াড, নতুন কোচের হাত ধরেই ট্রফি জেতার স্বপ্ন দেখছে পাঞ্জাব থিঙ্কট্যাঙ্ক।
Read More: CT 2025 IND vs NZ Preview: টেস্ট সিরিজের বদলার খোঁজে টিম ইন্ডিয়া, গ্রুপ শীর্ষে টিকে থাকার লক্ষ্য মাঠে নামছে নিউজিল্যান্ড !!
শ্রেয়স’ই ট্রাম্প কার্ড পাঞ্জাবের-

শিখর ধাওয়ান প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ফাঁকা হয়েছিলো পাঞ্জাব দলের (PBKS) অধিনায়কের আসন। কোনো পরীক্ষিত নেতাকে দলে সামিল করার জন্য যে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাবে তা অনুমান করতেই পেরেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। গত ২৪ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় আয়োজিত মেগা নিলামেও দেখা গেলো তেমনটাই। শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) পেতে মরিয়া লড়াই চালায় পাঞ্জাব। তাঁকে ফেরারনোর চেষ্টা করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। দড়ি-টানাটানিতে সামিল হয়েছিলো দিল্লী ক্যাপিটালসও। কিন্তু পিছু হটে নি পাঞ্জাব। শেষমেশ ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে মুম্বইয়ের ক্রিকেটারকে দলে নেয় তারা। আইপিএল (IPL) ইতিহাসে সর্বোচ্চ দাম পাওয়া তারকাদের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেন শ্রেয়স। নিলামের কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে শ্রেয়সের নাম ঘোষণা করা হয় অধিনায়ক হিসেবে।
বারবার অধিনায়ক বদলের জন্য ‘কুখ্যাত’ পাঞ্জাব কিংস। গত সতেরো মরসুমে ষোলো জন্য আলাদা আলাদা অধিনায়ক সামলেছেন ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব। কিন্তু এরপরেও শ্রেয়সকে অন্য আসনে বসাচ্ছে ক্রিকেটমহল। নেপথ্যে নেতা হিসেবে তাঁর চমকপ্রদ পরিসংখ্যান। ২০২৪-এই কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক হিসেবে আইপিএল (IPL) জিতেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে সাদা বলের দুই ফর্ম্যাটে মুম্বইয়ের অধিনায়ক ছিলেন তিনি। জিতেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফি (SMAT 2024)। এছাড়াও গত ক্যালেন্ডার বর্ষে মুম্বইয়ের রঞ্জি ও ইরানী কাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। শ্রেয়সের ট্রফিভাগ্যে খরা কাটাতে চায় ফ্র্যাঞ্চাইজি। নয়া কোচ রিকি পন্টিং-এর সাথে দিল্লী ক্যাপিটালসে কাজের অভিজ্ঞতা রয়েছে শ্রেয়সের (Shreyas Iyer)। ২০২০তে খেলেছিলেন ফাইনালও। গুরু-শিষ্যের জুটি সেই সাফল্যকে ছাপিয়ে যাবেন এইবার, আশায় পাঞ্জাব কিংস কর্তারা।
দারুণ ছন্দে রয়েছেন শ্রেয়স আইয়ার-

দুর্দান্ত ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বেশ কয়েক মাস বাইরে থাকার পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেন নির্বাচকেরা। ব্যাট হাতে সেই আস্থার দাম ইতিমধ্যেই দিয়েছেন মুম্বইয়ের ক্রিকেট তারকা। নাগপুরে সিরিজের প্রথম ম্যাচে যখন মাঠে নেমেছিলেন তখন ভারতের স্কোর ছিলো ২ উইকেটের বিনিময়ে মাত্র ১৭ রান। শুভমান গিলের সাথে জুটি গড়ে দল’কে লড়াইতে ফেরান তিনি। ৩৬ বলে করেন ৫৯ রান। এরপর কটকে তাঁর ব্যাট থেকে আসে ৪৭ বলে ৪৪ রান। জ্বলে উঠেছিলেন আহমেদাবাদেও। করেন ৭৮ রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন শ্রেয়স। বাংলাদেশের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৫ রানে আউট হলেও অর্ধশতক পেয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে। আইপিএলেও (IPL) এমন আগুনে ছন্দেই দেখা যাবে শ্রেয়সকে, আশাবাদী পাঞ্জাব কিংস সমর্থকেরা।
Also Read: IPL 2025: স্বপ্নভঙ্গ KL রাহুলের, পাচ্ছেন না দিল্লী ক্যাপিটালসের অধিনায়কত্ব !!