ipl-2025-shashank-prophecy-came-true

IPL 2025: ২০১৪ সালের আইপিএল (IPL) ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিলো কিংস ইলেভেন পাঞ্জাব (KXIP)। ঋদ্ধিমান সাহা’র দুর্দান্ত ১১৫ রান সত্ত্বেও সেদিন ট্রফির মুখ দেখতে পারে নি প্রীতি জিন্টার দল। মনীশ পাণ্ডের অনবদ্য ইনিংসে ভেঙেছিলো সাফল্যের স্বপ্ন। চিন্নাস্বামী স্টেডিয়ামের সেই ব্যর্থতার পর একটা দশক অন্ধকারে কেটেছে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির। ফাইনাল তো দূরে কথা, প্লে-অফের ছাড়পত্রই আদায় করতে পারে নি তারা। কিংস ইলেভেন পাঞ্জাব থেকে নাম বদলে পাঞ্জাব কিংস (PBKS) হয়েছে তারা। বদল এসেছে জার্সির রঙেও। কিন্তু এতদিন কিছুতেই আসে নি সাফল্য। শেষমেশ ২০২৫-সালে সুড়ঙ্গের শেষে আলোর দিশা দেখতে পেয়েছে তারা। এবারের টুর্নামেন্টে শুধু দাপট দেখিয়েই ক্ষান্ত হন নি শ্রেয়স আইয়াররা, পয়েন্ট তালিকার শীর্ষে থেকে পা দিয়েছেন প্লে-অফে।

Read More: “হীরা হারিয়ে কপাল চাপড়াচ্ছে…” শ্রেয়সকে ছেড়ে দেওয়ার মাশুল গুনতে হলো KKR-কে, সমাজ মাধ্যমে শুরু হল চর্চা !!

মিলে গিয়েছে শশাঙ্কের ভবিষ্যদ্বাণী-

Shashank Singh | IPL | Image: Getty Images
Shashank Singh | IPL | Image: Getty Images

এক দশকের ব্যর্থতার বোঝা সরিয়ে পাঞ্জাব কিংস (PBKS) যে এবার সফল হবে সেই আশা মরসুম শুরুর আগে দেখেন নি বিশেষ কেউ। বিশেষজ্ঞদের অধিকাংশই কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই বা বেঙ্গালুরুর মত ফ্র্যাঞ্চাইজিকে দেখছিলেন প্লে-অফের দৌড়ে। কিন্তু হিসেবনিকেশ উলটে দিয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), রিকি পন্টিং-রা। গুজরাত টাইটান্সকে তাদের ঘরের মাঠে হারিয়ে দৌড় শুরু করেছিলো পাঞ্জাব আর গতকাল মুম্বইকে (MI) বড় ব্যবধানে হারিয়ে লীগ পর্বে ইতি টানলো তারা। ১৪ ম্যাচে তাদের ঝুলিতে ১৯ পয়েন্ট। এখন যা পরিস্থিতি, তাতে শ্রেয়সদের টপকে যাওয়া কার্যত অসম্ভব কোনো দলের ক্ষেত্রেই। বেঙ্গালুরু সমান পয়েন্টে পৌঁছতে পারে ঠিকই, কিন্তু নেট রান-রেট সুবিধা করে দেবে পাঞ্জাবকেই। ফ্র্যাঞ্চাইজির অভূতপূর্ব সাফল্যের পর চর্চায় ক্রিকেটার শশাঙ্ক সিং-এর একটি ভবিষ্যদ্বাণী।

আইপিএল (IPL) শুরুর দিনকয়েক আগে শুভঙ্কর মিশ্রের পডকাস্ট অনুষ্ঠানে শশাঙ্ক সিং (Shashank Singh) বলেছিলেন, “পাঞ্জাব কিংস এক নম্বরে থাকবে। প্রথম দুইতে যে থাকবেই তা বলে দিচ্ছি। যে দিন ১৪ নম্বর ম্যাচ হবে সেদিন আপনাকে মেসেজ করে বলবো আগে আমার পডকাস্ট চালাতে।” অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে সেই ভবিষ্যদ্বাণী। পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া টিমকে এই বিষয়ে সাক্ষাৎকারও দিয়েছেন শশাঙ্ক (Shashank Singh)। জানিয়েছেন, “যেদিন শ্রেয়স (আইয়ার) ও রিকি (পন্টিং)-এর সাথে প্রথম দেখা করেছিলাম সেদিন থেকেই প্রতি মুহূর্তে আমি বিশ্বাস রেখেছিলাম। আমি জানতাম আমি কি বলেছি। শ্রেয়সের সাথে কথা হয়েছিলো আমার। ও আমায় জিজ্ঞেস করেছিলো বিশ্বাস রাখা ও কাজে করে দেখানোর পার্থক্য। আগে আমার মধ্যে কেবল বিশ্বাসটুকু ছিলো। এখন আমি জানি।”

দেখুন শশাঙ্কের সাক্ষাৎকার-

নাটকীয় উত্থান শশাঙ্ক সিং-এর-

Shashank Singh | IPL | Image: Getty Images
Shashank Singh | IPL | Image: Getty Images

আইপিএলের (IPL) আঙিনায় শশাঙ্ক সিং-এর উত্থানকে চমকপ্রদ বললেও কম বলা হয়। ২০২৩-এর ডিসেম্বরে আয়োজিত ‘মিনি’ নিলামে নামবিভ্রাটের জেরে কার্যত ‘ভুল’ করে তাঁকে দলে সামিল করেছিলো প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। সিদ্ধান্ত প্রত্যাহারের চেষ্টাও করে পাঞ্জাব। কিন্তু তার অনুমতি দেয় নি বিসিসিআই। হঠাৎ পাওয়া সুযোগের সদ্ব্যবহার করতে অবশ্য কোনো ‘ভুল’ করেন নি শশাঙ্ক (Shashank Singh)। ২০২৪ মরসুমে ১৪ ম্যাচে প্রায় ৪৫ গড় ও ১৬৫ স্ট্রাইক রেটে করেন ৩৫৪ রান। ২০২৫-এর আইপিএলে মাত্র দু’জনকে ‘রিটেন’ করেছিলো পাঞ্জাব (PBKS)। সেই তালিকায় প্রভসিমরণ সিং-এর সাথে নাম ছিলো শশাঙ্কের। ৫.৫ কোটি টাকা তাঁর জন্য খরচ করার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজি। আস্থার দাম দিয়েছেন ডান হাতি ‘ফিনিশার।’ প্রায় ৫৭ গড়ে ২৮৪ রান করেছেন করেছেন তিনি। দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন একাধিক ম্যাচে।

Also Read: IPL 2026’এ CSK দলে যোগ দিচ্ছেন সুরেশ রায়না, তুলে নিচ্ছেন এই গুরুদায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *