Ipl 2025
SRH vs LSG | IMAGE: GETTY IMAGES

IPL 2025: সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) মানেই বিস্ফোরক ব্যাটিং, এমনটাই যেন নিয়ম হয়ে গিয়েছে সাম্প্রতিক অতীতে। গত বছর তিন বার ২০ ওভারে ২৫০’র বেশী রান তুলেছে তারা। এবারও আইপিএল (IPL) মরসুমের প্রথম ম্যাচেই তারা তুলেছিলো ২৮৬। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের ভাঙাচোরা বোলিং লাইন আপের বিরুদ্ধে ৩০০’ও পেরিয়ে যেতে পারেন অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড’রা, আশঙ্কা করছিলেন ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ। কিন্তু বাস্তবে দেখা গেলো না তেমনটা। টসে জিতে প্রথমে বোলিং করার ঝুঁকি নিয়েছলেন লক্ষ্ণৌ (LSG) অধিনায়ক ঋষভ পন্থ। সানরাইজার্সের যাবতীয় পরিকল্পনা বানচাল করে দিলো শার্দুল ঠাকুরের একটা দুর্দান্ত ওপেনিং স্পেল’ই। জোড়া উইকেট তুলে নেন তিনি। ট্র্যাভিস হেড, নীতিশ কুমার রেড্ডি’রা চেষ্টা করলেন ঝড় তোলার, কিন্তু পাওয়ার প্লে’র ধাক্কা সামলে চেনা ছন্দে আর ফিরতে পারলো না অরেঞ্জ আর্মি। নির্ধারিত ২০ ওভারে ১৯০ তুলেছে তারা।

Read More: “সবথেকে বড় ফ্রড…” লখনৌয়ের বিরুদ্ধে প্রথম বলেই উইকেট হারালেন ঈশান কিষান, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

অনন্য শার্দুল, ধারাবাহিক হেড-

Shardul Thakur | IPL | Image: Getty Images
Shardul Thakur | IPL | Image: Getty Images

আইপিএলের (IPL) মেগা নিলামে দলই পান নি শার্দুল ঠাকুর (Shardul Thakur)। শেষ মুহূর্তে লক্ষ্ণৌতে সুযোগ পেয়েছেন মহসীন খান ছিটকে যাওয়ায়। এই মুহূর্তে সুপারজায়ান্টস শিবিরের বোলিং বিভাগের তুরুপের তাস তিনিই। দিল্লীর পর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষেও পাওয়ার-প্লে’তে সাদা কুকাবুরা হাতে ঝড় তুললেন মহারাষ্ট্রের তারকা। আজ ইনিংসের তৃতীয় ওভারেই অভিষেক শর্মা’কে (Abhishek Sharma) সাজঘরে ফেরত পাঠান তিনি। ৬ বলে ৬ করেন বাম হাতি ওপেনার। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেন তিনি। রাজস্থানের বিপক্ষে শতরান করেছিলেন ঈশান কিষণ। ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারকেও আজ হাত খোলার কোনো সুযোগ দেন নি শার্দুল। তাঁর ঝুলিতে আজ ‘গোল্ডেন ডাক।’ তৃতীয় ওভারে ১৫ রানের মাথায় জোড়া উইকেট হারিয়ে বসেছিলো হায়দ্রাবাদ। এরপর ট্র্যাভিস হেড, নীতিশ কুমার রেড্ডি’দের সৌজন্যে খানিক চাপ কেটেছিলো ঠিকই। কিন্তু চেনা ছন্দ খুঁজে পায় নি তারা।

গত রবিবার ৬৭ রান করেছিলেন ট্র্যাভিস হেড (Travis Head)। ধারাবাহিকতা বজায় রাখলেন অস্ট্রেলীয় ওপেনার। আজও তাঁর ব্যাট থেকে এলো ২৮ বলে ৪৭ রান। আগ্রাসনের চেনা পথ থেকে সরেন নি তিনি। মারেন ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। রবি বিষ্ণোইয়ের বলে তাঁর একটি ক্যাচ হাতছাড়া করেছিলেন নিকোলাস পুরান। শেষমেশ প্রিন্স যাদবের অনবদ্য ডেলিভারিতে পূর্ণচ্ছেদ পড়ে হেডের ইনিংসে। তিনি ফেরার পর ইনিংসের হাল ধরেছিলেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ও হেনরিখ ক্লাসেন। বিশাখাপত্তনমের তরুণ অলরাউন্ডার ২৮ বলে ৩২ রানের ইনিংস খেলেন আজ। হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) করেছেন ২৬। দুর্ভাগ্যজনক ভাবে প্রোটিয়া তারকা রান-আউট না হলে হয়ত আরও খানিক বাড়তে পারত সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোর। আশা জাগিয়েছিলেন অনিকেত ভার্মা। মাত্র ১৩ বলে তিনি করেন ৩৬ রান। পাঁচটি ছক্কা হাঁকান ২৩ বর্ষীয় তরুণ।

কামিন্সের ক্যামিওতে ১৯০ হায়দ্রাবাদের-

SRH vs LSG | IPL | Image: Getty Images
SRH vs LSG | IPL | Image: Getty Images

দ্বিতীয় স্পেলে ফিরে এসে ফের একবার সানরাইজার্স হায়দ্রাবাদকে ধাক্কা দিয়েছিলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। ফেরান অভিনব মনোহর’কে। চাপে পড়া দলকে এরপর চাঙ্গা করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন খোদ অধিনায়ক। পরপর তিনটি ছক্কা হাঁকান প্যাট কামিন্স (Pat Cummins)। চতুর্থ বলে আবেশ খানের শিকার হলেও তাঁর ১৮ রানের ক্যামিও বড় ভূমিকা নিতে পারে আজকের ম্যাচে। ১৯ তম ওভারে মহম্মদ শামিকেও আউট করেন শার্দুল। ৩৪ রান খরচ করে আজ ৪ উইকেট নিলেন তিনি। হর্ষল প্যাটেল ১২ ও সিমরণজিৎ সিং অপরাজিত রইলেন ৩ রান করে। আবেশ খান, দিগভেশ রাঠি, রবি বিষ্ণোই ও প্রিন্স যাদব একটি করে উইকেট পেয়েছেন লক্ষ্ণৌ’র হয়ে। মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, ডেভিড মিলারদের মত বিগ হিটাররা রয়েছেন সুপারজায়ান্টস শিবিরে। তাঁদের বিপক্ষে হায়দ্রাবাদের পিচে যথেষ্ট হবে ১৯০? সন্দিহান ক্রিকেট বিশেষজ্ঞরা।

Also Read: IPL 2025: “সারা-অনন্যা চমকে যাবে…” রিয়ানের পা ছুঁয়ে প্রণাম ভক্তের, চর্চায় মাতলো সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *