IPL 2025: আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৩ থেকে চার সাক্ষাতে চারটিতেই আরসিবি’র বিরুদ্ধে জিতেছিলো বেগুনি-সোনালী শিবির। আজও তাই তাদেরই এগিয়ে রেখেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে উলটো ছবিই। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাটিদার। একটা সময় বেশ খানিকটা পিছিয়ে পড়লেও কলকাতার মিডল অর্ডারকে গুঁড়িয়ে দিয়ে ম্যাচে ফেরে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী তারা। বৈভব আরোরাকে বেশ কয়েকটি চার-ছক্কা মেরে কলকাতার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ওপেনার ফিল সল্ট (Phil Salt)। পরিস্থিতি সামাল দিতে পাওয়ার প্লে’তেই ‘তুরুপের তাস’ বরুণ চক্রবর্তীকে আক্রমণে এনেছিলেন কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। কাজে আসে নি সেই স্ট্র্যটেজিও।
Read More: IPL 2025: “একেই বলে কামব্যাক…” RCB-এর বিরুদ্ধে ১৭৪ রানে শেষ হলো KKR-এর ইনিংস, সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !!
চতুর্থ ওভারের প্রথম ডেলিভারিটিতে এক রান নিয়ে সল্টকে (Phil Salt) স্ট্রাইক দেন কোহলি। এরপরেই ঝড় তোলেন ইংল্যান্ডের ক্রিকেটার। গত আইপিএলে (IPL) নাইট রাইডার্সের জার্সিতেই নজর কেড়েছিলেন তিনি। এবার দল বদলে সেই নাইটদের বিরুদ্ধেই চালালেন তাণ্ডব। বরুণের দ্বিতীয় ডেলিভারিটিকে ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগ ও শর্ট ফাইন লেগের মাঝে ঠেলে ২ রান নেন সল্ট। তৃতীয় ডেলিভারিটিকে মুহূর্তের মধ্যে বলটিকে লং অনের দিকে উড়িয়ে দেন ইংল্যান্ডের তারকা। ছিনিয়ে নেন চার রান। পরবর্তী ডেলিভারিতে ফের ঝলসে ওঠে সল্টের ব্যাট। বরুণকে (Varun Chakravarthy) সটান বেঙ্গালুরুর ডাগ-আউটেই আছড়ে ফেলেন তিনি। পরবর্তী দু’টি বলেও রেয়াৎ করেন নি প্রাক্তন সতীর্থকে। মিড অন ও স্কোয়্যার লেগ অঞ্চল দিয়ে ছিনিয়ে নেন আরও দুটি বাউন্ডারি। ছন্দে থাকা রহস্য স্পিনারের ওভারে ২১ তুলে নাইটদের হোমগ্রাউন্ডে তাদেরই চাপের মুখে ঠেলে দেন বেঙ্গালুরু ওপেনার।
পাওয়ার প্লে’র ছয় ওভারে ৮০ রান তুলে ফেলেছিলো বেঙ্গালুরু (RCB)। ২৫ বলের মধ্যে ৫০-এর গণ্ডী পেরিয়ে গিয়েছিলেন সল্ট’ও। ধুঁকতে থাকা নাইটদের আশার আলো দেখালেন বরুণই। প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে শেষ হাসি তামিলনাড়ুর রহস্য স্পিনারের। বড় শট খেলার মরিয়া চেষ্টায় শর্ট থার্ড ম্যানে স্পেন্সার জনসনের (Spencer Johnson) হাতে ক্যাচ দিয়ে আসেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার। ৩১ বলে ৫৬ করে ফেরেন তিনি। আজ সল্ট ইনিংস সাজিয়েছেন ৯টি চার ও ২টি ছক্কায়। ইডেনে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন তিনি। প্রথম উইকেট খোয়ালেও চাপে অবশ্য পড়ে নি রয়্যাল চ্যালেঞ্জার্স (RcB)। ইনিংসের হাল ধরেন বিরাট কোহলি (Virat Kohli)। অর্ধশতক পেরিয়েছেন তিনিও। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তিন নম্বরে নেমেছিলেন দেবদত্ত পাডিক্কাল। ১০ বলে ১০ করে তিনি ফিরলেও এখনও ক্রিজে রয়েছেন কোহলি। অধিনায়ক পাটিদারকে সঙ্গী করে দলকে এগিয়ে নিয়ে চলেছেন জয়ের দিকে।