IPL 2025: “জল বইতে দলে রয়েছে…” রান নেই ঋতুরাজের ব্যাটে, সমাজমাধ্যমে আক্রমণের মুখে চেন্নাই অধিনায়ক !! 1

IPL 2025: মুল্লানপুরের মাঠে আজ মুখোমুখি পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। আজ রানের মুখ দেখেন নি তাঁদের অধিকাংশ ব্যাটারই। কিন্তু তার পরেও ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ২১৯। সৌজন্যে তরুণ তুর্কি প্রিয়াংশ আর্য। ৪৩ বলে ১০৩ রান করেছেন তিনি। এছাড়া অর্ধশতক করেছেন ফিনিশার শশাঙ্ক সিং। কার্যকরী ক্যামিও মার্কো ইয়ানসেনেরও। ২২০-র লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। কিন্তু ম্যাক্সওয়েলের শিকার হয়ে সপ্তম ওভারে সাজঘরে ফেরেন রচিন। তিনে নামা ঋতুরাজের থেকে বড় ইনিংসের আশায় ছিলেন চেন্নাই সমর্থকেরা। হতাশ করেন তিনি। ১ করে অধিনায়ক সাজঘরে ফিরতেই ক্ষোভ উগড়ে দিলেন নেটজনতা।

Read More: IPL 2025: প্রিয়াংশ ঝড়ে লণ্ডভণ্ড চেন্নাই সুপার কিংস, মুল্লানপুরে পাঞ্জাবের স্কোরবোর্ডে ২১৯ রান !!

মাত্র ৩ বলই ক্রিজে টিকতে পেরেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। এরপর লকি ফার্গুসনের বলে শশাঙ্ক সিং-এর হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। মরসুমের প্রথম খেলায় মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের পর টানা চার ম্যাচে দল হারায় এমনিতেই ধৈর্য্যের পরীক্ষা দিচ্ছেন চেন্নাই সুপার কিংসের সমর্থকেরা, আজ অধিনায়ক ব্যর্থ হতেই ক্ষোভে ফুঁসে উঠতে দেখা গেলো তাঁদের। সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন তাঁরা। ‘এমন দায়িত্বজ্ঞানহীন অধিনায়ক সচরাচর চোখে পড়ে না,’ লিখেছেন একজন। ‘আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিজে থাকা দরকার ছিলো। কিন্তু অহেতুক উইকেট ছুঁড়ে দিয়ে এলো,’ হতাশা ব্যক্ত করেছেন আরও এক ক্রিকেটপ্রেমী। ‘যত দিন যাচ্ছে ততই মরচে পড়ছে ঋতুরাজের ক্রিকেট দক্ষতায়,’ বিরক্ত স্পষ্ট অন্য এক নেটিজেনের ট্যুইটে। ‘হয় মন্থর গতিতে খেলবে নয় ব্যর্থ হবে। রোজকার রুটিন,’ লিখেছেন আরও একজন।

মরসুম শুরুর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকে কটাক্ষের তীর ছুঁড়েছিলেন ঋতুরাজ। ঘটনাচক্রে এবার চার ম্যাচে যাঁরা তাঁকে আউট করেছেন সেই স্টার্ক, হ্যাজেলউড, লকি ফার্গুসন ও ওয়ানিন্দু হাসারাঙ্গা-তাঁরা প্রত্যেকেই বেঙ্গালুরুর প্রাক্তনী। ‘পরের বার আরসিবি’কে খোঁচা দেওয়ার আগে ভেবে নিও দ্বিতীয় বার,’ চেন্নাই ক্যাপ্টেনের উদ্দেশ্যে কটাক্ষ বেঙ্গালুরু সমর্থকদেরও। ‘ক্রিকেট খেলার দরকার নেই। বরং জল বোয়ার জন্য ঋতুরাজকে দলে নেওয়া হোক,’ টিপ্পনি এক নেটমাধ্যম ব্যবহারকারীর। ‘গুরুত্বহীন ম্যাচে রান করে কি লাভ? যদি প্রয়োজনের সময়ে রানের মুখ দেখতে না পাও?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েহেন একজন। সোশ্যাল মিডিয়াতে ঋতুরাজের ভক্ত সংখ্যা প্রচুর। ক্রিকেট তারকা ব্যর্থ হওয়ায় কটাক্ষের শিকার সেই ভক্তবৃন্দ’ও। ‘পিআর-এ মন না দিয়ে ক্রিকেটে ফোকাস করলে এই দিনটা দেখতে হত না,’ সাফ বক্তব্য সমালোচকদের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: “ছোটা প্যাকেট, বড়া ধামাকা…” শতকের শৃঙ্গ জয় প্রিয়াংশ আর্যের, শুভেচ্ছায় ভরালো নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *