IPL 2025: জয় দিয়েই অষ্টাদশতম আইপিএল (IPL) অভিযান শুরু করলো চেন্নাই সুপার কিংস। আজ মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো তারা। টসে জিতে প্রথম প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন ঋতুরাজ। স্পিন সহায়ক মন্থর পিচে মুখ থুবড়ে পড়ে মুম্বইয়ের (MI) টপ-অর্ডার। শূন্য করে সাজঘরে ফেরেন রোহিত। সাফল্য পান নি উইল জ্যাকস, রায়ান রিকলটনরাও। শেষমেশ সূর্য, তিলকদের সৌজন্যে ১৫৫ অবধি পৌঁছায় তারা। রান তাড়া করতে নেমে শুরুতে রাহুল ত্রিপাঠীর উইকেট খুইয়েও পিছিয়ে পড়ে নি চেন্নাই (CSK)। ঋতুরাজ ও রচিন রবীন্দ্রের জোড়া অর্ধশতক পাঁচ বল বাকি থাকতেই সাফল্য এনে দেয় তাদের। লোয়ার অর্ডারে কার্যকরী ভূমিকা নিতে দেখা গিয়েছে রবীন্দ্র জাদেজাকেও। প্রথম ম্যাচে দুই পয়েন্ট আসায় খুশি চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ। কৃতিত্ব দিলেন সতীর্থদের।
Read More: IPL 2025: “এবারও আশা নেই…” চেন্নাইয়ের বিরুদ্ধে ফের হার মুম্বইয়ের, মন খারাপ ব্যক্ত করলেন অনুরাগীরা !!
“ম্যাচ জিততে পেরে ভালো লাগছে। ম্যাচ যত গড়িয়েছে ততই আমরা ততই নিখুঁত হয়ে উঠতে পেরেছিলাম,” খেলা শেষে জানিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। টিম ম্যানেজমেন্টের মতানুসারেই ব্যাটিং অর্ডার বদলেছেন, স্পষ্ট করেছেন চেন্নাই অধিনায়ক। “আমি তিনে খেললে দলে অতিরিক্ত ভারসাম্য যুক্ত হয়। আমি ব্যাটিং অর্ডার বদলে খুশি,” মন্তব্য ঋতুরাজের। স্পিন আক্রমণই আজ এনে দিয়েছে সাফল্য। পরিকল্পনামাফিক এগিয়েছে সিএসকে, জানিয়েছেন অধিনায়ক। বলেন, “আজ আমাদের স্পিনাররা একদম সঠিক জায়গায় বোলিং করেছে। তিনজন স্পিনার চেপকে একসাথে কেমন পারফর্ম করেন নিলামের পর থেকেই তা দেখতে মুখিয়ে ছিলাম।” হোমগ্রাউন্ডে অন্যান্য দলের বিরুদ্ধেও যে স্পিন ত্রিফলা’কে একাদশে রেখেই আক্রমণ শানানো হবে তা স্পষ্ট ঋতুরাজের (Ruturaj Gaikwad) সাক্ষাৎকার থেকে।
নতুন বল হাতে নজর কেড়েছেন খলিল আহমেদ (Khaleel Ahmed)। পাওয়ার প্লে-তেই তুলে নিয়েছেন জোড়া উইকেট। আফয়ানিস্তানের নূর ৪ উইকেট নিয়েছেন মাত্র ১৮ রান খরচ করে। খেলা শেষে তাঁদের অকুন্ঠ প্রশংসা করেছেন ঋতুরাজ। জানান, “খলিল অভিজ্ঞ, আর নূর (আহমেদ)-এর মধ্যে এক্স-ফ্যাক্টর রয়েছে। সেই জন্যই ওকে দলে চেয়েছিলাম। অ্যাশ (অশ্বিন) দলে থাকায় সুবিধা হয়েছে” ৪৩ পেরিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এই বয়সেও তাঁর ক্ষিপ্রতা যে কমে তার প্রমাণ দিয়েছেন মুহূর্তের মধ্যে সূর্যকুমার যাদব’কে স্টাম্পড করে। সমর্থকদের প্রিয় ‘থালা’কে আগামীতে আরও ভালো পারফর্ম্যান্স করতে দেখা যাবে, আশাবাদী অধিনায়ক। “ওনাকে (ধোনি) এবার আরও বেশী ফিট লাগছে। দেখেও তরুণই মনে হচ্ছে,” সাক্ষাৎকার শেষের আগে রসিকতা ঋতুরাজের।
Also Read: IPL 2025 CSK vs MI Highlights: জয় দিয়ে যাত্রা শুরু চেন্নাইয়ের, চেপকের মাঠে ধরাশায়ী মুম্বই ইন্ডিয়ান্স !!
.