ipl-2025-rr-vs-rcb-toss-report

IPL 2025: গুয়াহাটির বরসাপড়া স্টেডিয়ামে মরসুমের প্রথম দু’টি হোম ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস। আজ অবশেষে প্রকৃত অর্থে ‘ঘরে’ ফিরছেন সঞ্জু স্যামসনরা। জয়পুরের সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে রাজস্থান মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। পয়েন্ট টেবিলে খুব একটা ভালো জায়গায় নেই রাজস্থান শিবির। পাঁচ ম্যাচ খেলে তারা হেরেছে তিনটিতে। ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সাত নম্বরে তারা। হোমগ্রাউন্ডে সঞ্জু, রিয়ান, জোফ্রারা চাইবেন সাফল্য ছিনিয়ে নিতে। অন্যদিকে বেকায়দায় বেঙ্গালুরুও। পরপর দুই ম্যাচ জিতে মরসুম শুরু করেছিলেন বিরাট কোহলিরা। কিন্তু তৃতীয় ম্যাচে তাদের গতিরোধ করে গুজরাত টাইটান্স। এরপর মুম্বইকে হারিয়ে সাফল্যের সরণিতে ফিরেছিলেন বটে রজত পাটিদার, ক্রুণাল পাণ্ডিয়ারা, কিন্তু গত ম্যাচে দিল্লীর বিরুদ্ধে ধরাশায়ী হতে হয়েছে তাঁদের। আজ সেই ব্যর্থতা ভুলে প্রথম ট্রফির খোঁজ চালিয়ে যেতে মরিয়া বেঙ্গালুরু তারকারা।

Read More: IPL 2025 RR vs RCB Match Preview: জয়পুরের উত্তাপে বাড়ছে ম্যাচের উত্তেজনা, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

রাজস্থান রয়্যালস (RR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

ম্যাচ নং- ২৮

তারিখ- ১৩/০৪/২০২৫

ভেন্যু- সোয়াই মানসিংহ, স্টেডিয়াম, জয়পুর

সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)

Sawai Mansingh Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Sawai Mansingh Stadium, Jaipur | Image: Twitter
Sawai Mansingh Stadium, Jaipur | Image: Twitter

জয়পুরের সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মাঠে সাধারণত ব্যাটাররাই বাড়তি সুবিধা পেয়ে থাকেন। বাইশ গজে পেস ও বাউন্স থাকায় সহজে ব্যাটে আসে বল, ফলে বড় শট খেলা সুবিধাজনক হয়। গতির তারতম্যকে কাজে লাগিয়ে উইকেট তুলতে পারেন ফাস্ট বোলাররা। গত মরসুমে এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ছিলো ১৮৮-এর কাছাকাছি। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ছিলো ১৮৩-র আশেপাশে। এবারও বড় রানের প্রত্যাশা রাখছেন বিশেষজ্ঞরা। আইপিএলের (IPL) ইতিহাসে মোট ৫৭টি ম্যাচ আয়োজিত হয়েছে জয়পুরের মাঠে। এর মধ্যে প্রথম ব্যাটিং করতে নামা দল জয় পেয়েছে ২০টি ম্যাচে। আর রান তাড়া করে জয় এসেছে ৩৭টিতে।

Jaipur Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Jaipur Weather Forecast | Image: Twitter
Jaipur Weather Forecast | Image: Twitter

রবিবার জয়পুরে রয়েছে ‘রয়্যাল রাম্বল।’ মুখোমুখি রাজস্থান ও বেঙ্গালুরু। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৭ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াস। আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত থাকার সম্ভাবনা। যা স্বস্তি যোগাচ্ছে ক্রিকেটজনতাকে। ম্যাচের দিন জয়পুরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ২০ শতাংশ। এছাড়া খেলা চলাকালীন ৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

RR vs RCB হেড টু হেড পরিসংখ্যান-

RR vs RCB | IPL | Image: Getty Images
RR vs RCB | IPL | Image: Getty Images
  • মোট ম্যাচ- ৩২
  • রাজস্থানের জয়- ১৫
  • বেঙ্গালুরুর জয়- ১৪
  • অমীমাংসিত- ০৩
  • শেষ সাক্ষাতে ফলাফল- রাজস্থান ৪ উইকেটে জয়ী

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Rajat Patidar and Sanju Samson | Image: Twitter
Rajat Patidar and Sanju Samson | Image: Twitter

সঞ্জু স্যামসন-

আমরাও প্রথমে বোলিং করতাম। স্থানীয়দের থেকে যে তথ্য পেয়েছি তাতে মনে হয় যে পরে উইকেট অপেক্ষাকৃত ব্যাটিং-এর জন্য সুবিধাজনক হয়ে ওঠে। প্রতিপক্ষের প্রতি পূর্ণ সম্মান জানিয়েও বলছি যে যদি আমরা নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারি তাহলে কোনো সমস্যা হবে না। ওঠানামা থাকবেই। সাজঘরে দ্বিধা ঢুকে পড়ুক চাই না। হাসা মাঠে ফিরছে। (ওয়ানিন্দু) হাসারাঙ্গা আজ ফারুখি জি (ফজলহক ফারুখি)-র বদলে খেলবে।

রজত পাটিদার-

আমরা প্রথম বোলিং করবো। উইকেট বেশ ভালো লাগছে। (আগে বল করলে) বুঝতে পারবো পিচ কেমন আচরণ করে। আজকের সবুজ জার্সির মাধ্যমে আমরা বনসৃজনের প্রয়োজনীয়তা বোঝাতে চাইছি। আমাদের দলে কোনো পরিবর্তন নেই।

দুই দলের প্লেয়িং ইলেভেন-

রাজস্থান রয়্যালস (RR)-

সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, নীতিশ রাণা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরণ হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তীক্ষণা, জোফ্রা আর্চার, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে।

ইমপ্যাক্ট প্লেয়ার- শুভম দুবে, যুধবীর সিং চরক, ফজলহক ফারুখি, কুমার কার্তিকেয় সিং, কুণাল সিং রাঠৌর…

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-

বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টন,জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল, সুয়শ শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ার- দেবদত্ত পাডিক্কাল, রসিক দার সালাম, মনোজ ভাণ্ডাগে, জেকব বেথেল, স্বপ্নীল সিং।

IPL 2025, RR vs RCB টস রিপোর্ট-

টসে জিতে প্রথম বোলিং বেছে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Also Read: IPL 2025 SRH vs PBKS Stats Review: ধুন্ধুমার যুদ্ধে পাঞ্জাবকে হারালো হায়দ্রাবাদ, উপ্পলের মাঠে তৈরি হলো ১৩টি নয়া রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *