IPL 2025: জয়পুরের সোয়াই মানসিংহ্ স্টেডিয়ামে আজই মরসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলো রাজস্থান রয়্যালস। ঘরের ফেরার অভিজ্ঞতাটা বিশেষ মধুর হলো না সঞ্জু স্যামসনদের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারতে হলো ৯ উইকেটের ব্যবধানে। আজ দুপুরে টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক রজত পাটিদার। ‘রয়্যালস’ জার্সিতে আজ রান পেয়েছেন ওপেনার যশস্বী জয়সওয়াল। তবে সঞ্জু, রিয়ানদের মন্থর ইনিংসে বাধাপ্রাপ্ত হয়েছিলো স্কোরবোর্ডের গতি। শেষমেশ ধ্রুব জুরেলের ঝোড়ো ক্যামিওতে ১৭৩ অবধি পৌঁছায় রাজস্থান। রান তাড়া করতে নেমে চেনা ছন্দে দেখা গেলো ফিল সল্টকে। অর্ধশতক করেন তিনি। পঞ্চাশের গণ্ডী পেরোন বিরাট কোহলিও। তাঁদের দু’জনের ধুন্ধুমার ব্যাটিং-এ ভর দিয়ে ১৫ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিলো বেঙ্গালুরু।
অর্ধশতক যশস্বীর, লড়লেন জুরেল-

সানরাইজার্সের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে অনবদ্য অর্ধশতক করেছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু তারপর আচমকাই ছন্দ হারিয়েছেন তিনি। আজ সোয়াই মানসিংহ্ স্টেডিয়ামেও পেলেন না রানের দেখা। ইনিংসের গোড়াতে বেশ অস্বস্তিতে ছিলেন সঞ্জু। শেষমেশ ১৯ বলে ১৫ করে সাজঘরে ফেরেন ক্রুণালের শিকার হয়ে। তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল অবশ্য চমৎকার একটি ইনিংস খেলেন আজ। ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে করেন ৭৫ রান। রিয়ান পরাগ ৩০ করলেও খরচ করেছেন ২২ বল। ‘ফিনিশার’ হিসেবে নেমে ব্যর্থ শিমরণ হেটমায়ার। ৮ বল খেলে করেন মাত্র ৯ রান। মাঝের ওভারগুলোতে রান তোলার গতি বেশ মন্থর হয়ে পড়েছিলো রাজস্থানের। শেষমেশ অ্যাক্সিলারেটরে পা দেন ধ্রুব জুরেল। তাঁর ২৩ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস লড়াই করার মঞ্চ উপহার দিয়েছিলো ‘রয়্যালস’দের। ১ বলে ৪* করেন নীতিশ রাণা’ও।
বিধ্বংসী সল্ট, ভরসা যোগালেন কোহলি-

আধুনিক টি-২০তে ১৭৪ রানের লক্ষ্য আদৌ যথেষ্ট কিনা তা নিয়ে ইনিংসের বিরতিতেই প্রশ্ন তুলে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কাই প্রমাণিত হলো সত্যি হিসেবে। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ফিল সল্ট। ইংল্যান্ড তারকা গত কয়েকটি ম্যাচে শুরুটা ভালো করলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারছিলেন না। আজ সেই সমস্যা কাটিয়ে উঠলেন তিনি। জোফ্রা আর্চার, তুষার দেশপাণ্ডেদের একের পর এক ডেলিভারি তাঁর ব্যাটের আঘাতে উড়ে গেলো দর্শকাসনে। মাত্র ৩৩ বলে প্রায় ২০০ স্ট্রাইক রেটে ৬৫ রান করে রাজস্থানকে একাই ব্যাকফুটে ঠেলে দেন সল্ট। কুমার কার্তিকেয়’র শিকার হয়ে যখন সাজঘরে ফিরছেন তিনি, ততক্ষণে ম্যাচ কার্যত হাতের মুঠোয় বেঙ্গালুরুর। সল্ট যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ অন্য প্রান্তে ধীর-স্থির ব্যাটিং করছিলেন কোহলি। ইংল্যান্ড তারকা আউট হওয়ার পর হাত খোলেন তিনিও।
একপেশে জয় পেলো বেঙ্গালুরু-

ফর্মেই রয়েছেন, আজ ব্যাট হাতে আরও একবার বুঝিয়ে দিলেন বিরাট কোহলি। চলতি আইপিএলের (IPL) তৃতীয় অর্ধশতকতি আজ করলেন ভারতীয় মহাতারকা। অপরাজিত রইলেন ৪৫ বলে ৬২* রান করে। ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে উজ্জ্বল দেবদত্ত পাডিক্কল’ও। নিজের পুরনো দলের বিরুদ্ধে মাত্র ২৮ বলে তিনি করেন অপরাজিত ৪০ রান। গত ম্যাচে দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে হেরে বেশ চাপের মুখে পড়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। আজ জয়পুরে রাজস্থানকে উড়িয়ে দিয়ে ফের জয়ের সরণিতে ফিরলো তারা। লীগ তালিকায় উঠে এলো তৃতীয় স্থানে। ৬ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন বিরাটরা। অন্যদিকে রীতিমত বিপর্যয়ের মুখে রাজস্থান রয়্যালস। ৬টি ম্যাচ খেলে মাত্র ২টি জিতেছে তারা। হার ৪টিতে। আজকের হারের পর সাত নম্বরেই আটকে রইলো সঞ্জু অ্যান্ড কোং।