IPL 2025: ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণে এক সপ্তাহ বন্ধ হয়ে গিয়েছিলো আইপিএল। গতকাল থেকে তা পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়িয়েছিলো বৃষ্টি। চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরুই করা যায় নি বেঙ্গালুরু বনাম কলকাতা ম্যাচ। তাই আজ দুপুরের রাজস্থান বনাম পাঞ্জাব দ্বৈরথ দিয়েই কার্যত শুরু হচ্ছে অষ্টাদশতম আইপিএলের (IPL) দ্বিতীয় পর্ব। হোম টিম রাজস্থান ইতিমধ্যে ছিটকে গিয়েছে প্লে-অফের দৌড় থেকে। আজ তাদের সামনে সম্মানরক্ষার লড়াই। অধিনায়ক সঞ্জুর প্রত্যাবর্তন ভালো খবর রাজস্থানের জন্য। পক্ষান্তরে রাজস্থানের প্রতিদ্বন্দ্বী পাঞ্জাব এবার রয়েছে প্লে-অফের দৌড়ে। আজ জিতলে লীগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠতে পারেন শ্রেয়স আইয়াররা। স্টয়নিস, ইংলিসদের মত একঝাঁক বিদেশী রাজী হন নি ভারতে ফিরতে। তাঁদের ছাড়া কেমন পারফর্ম করে পাঞ্জাব, নজর থাকবে সেদিকে।
Read More: IPL 2025: এক ম্যাচের জন্য দুর্দান্ত চাল কলকাতার, হায়দ্রাবাদের এই খেলোয়াড়কে করলো সামিল !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
রাজস্থান রয়্যালস (RR) বনাম পাঞ্জাব কিংস (PBKS)
ম্যাচ নং- ৫৯
তারিখ- ১৮/০৫/২০২৫
ভেন্যু- সোয়াই মানসিংহ্ স্টেডিয়াম, জয়পুর
সময়- দুপুর ৩টে ৩০ মিনিট (ভারতীয় সময়)
Sawai Mansingh Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

জয়পুরের সোয়াই মানসিংহ্ স্টেডিয়ামে আজ সম্মুখসমরে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস (RR vs PBKS)। ‘পিঙ্ক সিটি’র মাঠে সাধারণত সাহায্য থাকে ব্যাটারদের জন্যই। চলতি মরসুমেও এখানে একাধিক ম্যাচে রানের ইমারত দেখা গিয়েছে। মাত্র ১৫ ওভারে ২১০ তাড়া করেছে রাজস্থান রয়্যালস। আজও ধুন্ধুমার ব্যাটিং-এর প্রত্যাশাই রাখছেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে যে জয়পুরে ইতিপূর্বে আয়োজিত ৬১টি আইপিএল (IPL) ম্যাচের মধ্যে ২২টিতে প্রথম ব্যাটিং করে জয় এসেছে আর ৩৯টিতে জয় এসেছে রান তাড়া করে। টসজয়ী দল ম্যাচ জিতেছে ৩৩ বার। আর ২৮টি ম্যাচে টসে পরাজিত দল করেছে বাজিমাত।
Jaipur Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

গতকাল বৃষ্টিতে ভেস্তে গিয়েছে বেঙ্গালুরু বনাম কলকাতা ম্যাচ। আজ রাজস্থান বনাম পাঞ্জাব (RR vs PBKS) দ্বৈরথে অবশ্য দেখা যাবে না সেই দৃশ্য। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে জয়পুরের আকাশ আজ আংশিক মেঘলা থাকবে ঠিকই, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪১ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ১৬ শতাংশ। এছাড়া খেলা চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা।
RR vs PBKS, হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ২৯
- রাজস্থানের জয়- ১৭
- পাঞ্জাবের জয়- ১২
- শেষ সাক্ষাতে ফলাফল- রাজস্থান ৫০ রানে জয়ী
টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

সঞ্জু স্যামসন-
বেঙ্গালুরুর বিরুদ্ধে এই পিচ যা আচরণ করেছিলো, তা মাথায় রেখে আমরা প্রথম বোলিং-ই করতে চেয়েছিলাম। আজ (পিচ) কেমন আচরণ করে দেখা যাক। আমি ঠিক আছি। ১০০ শতাংশ ফিট। ও (বৈভব সূর্যবংশী) যেখানে খেলছে সেটাকে আমি সম্মান করি। আমাদের হয়ে দারুণ পারফর্ম করেছে ও। আমি নিজে একধাপ নামছি ব্যাটিং অর্ডারে। নীতিশ রাণার বদলে খেলছি আমি। (জোফ্রা) আর্চারের বদলে (কোয়েনা) মাপাখা খেলবে।
শ্রেয়স আইয়ার-
আমরা প্রথম ব্যাটিং করবো। পিচ দেখে দারুণ লাগছে। এটার চরিত্র কেমন সে সম্পর্কে আমরা অবগত। গোটা মরসুম জুড়েই ব্যাটিং আমাদের জন্য ‘পাওয়ারহাউস।’ সেটারই সদ্ব্যবহার করতে চাইছি। সবাই ফুরফুরে মেজাজে রয়েছে। দৃঢ়সংকল্প আমরা। যে সকল রসদ হাতে আছে সেটাই কাজে লাগাতে চাই। সেনাবাহিনীকে ধন্যবাদ আমাদের নিরাপদে রাখার জন্য। মিচেল আওয়েন, (মার্কো) ইয়ানসেন ও আজমাতুল্লাহ (ওমরজাই) খেলছে।
দুই দলের প্রথম একাদশ-

রাজস্থান রয়্যালস (RR)-
বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, শিমরণ হেটমায়ার, ধ্রুব জুরেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তুষার দেশপাণ্ডে, কোয়েনা মাপাখা, আকাশ মাধওয়াল, ফজলহক ফারুখি।
ইমপ্যাক্ট প্লেয়ার- কুণাল সিং রাঠৌর, কুমার কার্তিকেয় সিং, শুভম দুবে, যুধবীর সিং চরম, অশোক শর্মা।
পাঞ্জাব কিংস (PBKS)-
প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক), প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, মিচেল আওয়েন, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, আজমাতুল্লাহ ওমরজাই, মার্কো ইয়ানসেন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, জেভিয়ার বার্টলেট।
ইমপ্যাক্ট প্লেয়ার- হরপ্রীত ব্রার, প্রবীন দুবে, সূর্যাংশ শেগড়ে, বিজয়কুমার বৈশাখ, মুশির খান।
RR vs PBKS টস রিপোর্ট-
টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিলো পাঞ্জাব কিংস।