IPL 2025: ঘুরে দাঁড়াতে ব্যর্থ রাজস্থান, সঞ্জুদের হারিয়ে এক দশক পর প্লে-অফের দোরগোড়ায় পাঞ্জাব !! 1

IPL 2025: আজ দিনের প্রথম ম্যাচে জয়পুরের সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস (RR vs PBKS)। চোট সারিয়ে আজ গোলাপি-নীল জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু অধিনায়কের প্রত্যাবর্তনও সাফল্যের মুখ দেখাতে পারলো না তাদের। হাইস্কোরিং ম্যাচে হারতেই হলো ১০ রানের ব্যবধানে। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স (Shreyas Iyer)। শুরুটা ভালো না হলেও নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং-দের সৌজন্য ২১৯ রান স্কোরবোর্ডে তুলে ফেলেন তাঁরা। এরপর রান তাড়া করতে নেমে যথাসম্ভব চেষ্টা করলেন যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশীরা। কিন্তু তীরে এসে ফের একবার ডুবলো তরী। ২০৭ রানেই থামতে হলো রাজস্থানকে। ২০১৪-এর পর আর আইপিএলের (IPL) প্লে-অফে পা রাখে নি পাঞ্জাব। আজকের জয় এক দশক পর শেষ চারের খুব কাছাকাছি পৌঁছে দিলো তাদের।

Read More: IPL 2025: ইডেনেই হচ্ছে আইপিএলের ফাইনাল, বড়ো ঘোষণা বিসিসিআইয়ের !!

খেলার মোড় ঘোরালেন হরপ্রীত ব্রার-

Harpreet Brar | IPL | Image: Getty Images
Harpreet Brar | IPL | Image: Getty Images

২২০ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে শুরুটা ধুন্ধুমার গতিতে করেছিলেন রাজস্থানের দুই বাম হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আর্শদীপ সিং, জেভিয়ার বার্টলেটদের নিয়ে রীতিমত ছেলেখেলা করতে দেখা গেলো দু’জনকেই। উপায়ন্তর না দেখে পাওয়ার-প্লে’তেই স্পিন ব্যবহারের সিদ্ধান্ত নিতে হয়েছিলো শ্রেয়স আইয়ারকে। সাফল্য মিললো সেই স্ট্র্যাটেজিতেই। বাম হাতি অফস্পিনার হরপ্রীত ব্রার (Harpreet Brar) পঞ্চম ওভারের পঞ্চম বলে আউট করেন বৈভব’কে। বছর ১৪-এর কিশোর আজ ১৫ বলে করলেন ৪০ রান। ফের একবার স্বাক্ষর রাখলেন প্রতিভার। তার পরেও অবশ্য প্রথম ছয় ওভারেই ৮৯ রান তুলে ফেলেছিলো রাজস্থান। অবশেষে নবম ওভারে আসে দ্বিতীয় উইকেট। সেটিও তুলে নেন হরপ্রীতই। ২৫ বলে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৫০ রান করে থামেন যশস্বী জয়সওয়াল।

আইপিএল (IPL) এক সপ্তাহ স্থগিত থাকায় চোট সারিয়ে মাঠে ফেরার সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। আজ ব্যাট হাতে যদিও বড় ইনিংস খেলতে পারলেন না তিনি। তিন নম্বরে নেমে ১৬ বলে করেন ২০ রান। আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে ধরা পড়েন মার্কো ইয়ানসেনের হাতে। রান পান নি রিয়ান পরাগ ও শিমরণ হেটমায়ার’ও। যথাক্রমে ১৩ ও ১১ রান করে সাজঘরে ফেরেন তাঁরা। রিয়ানকে (Riyan Parag) আউট করেন হরপ্রীত ব্রার। বল হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স আজ তাঁর। ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে তুলে নিয়েহেন ৩ উইকেট। আজমাতুল্লাহ ওমরজাইয়ের দ্বিতীয় শিকার হন হেটমায়ার। মার্কাস স্টয়নিস, জশ ইংলিসের মত অস্ট্রেলীয় তারকারা আইপিএলের (IPL) দ্বিতীয় পর্ব থেকে সরে দাঁড়ালেও পাঞ্জাবের জার্সিতে সেই শূন্যস্থান আজ ভালো ভাবেই পূরণ করতে দেখা গেলো ইয়ানসেন, ওমরজাইদের।

ব্যর্থ হলো ধ্রুবের লড়াই-

Dhruv Jurel and Shimron Hetmyer | IPL | Image: Getty Images
Dhruv Jurel and Shimron Hetmyer | IPL | Image: Getty Images

রিয়ান, সঞ্জু, হেটমায়াররা আউট হওয়ার পর রাজস্থানের আশা বাঁচিয়ে রেখেছিলেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। একা কুম্ভ হয়ে দীর্ঘসময় লড়লেন তিনি। করলেন অর্ধশতক’ও। কিন্তু ২০তম ওভারে বড় শট মারতে গিয়ে শেষমেশ ধরা পড়েন মিচেল আওয়েনের হাতে। ৩১ বলে ৫৩ করেন শেষমেশ থামতে হয় তাঁকে। এরপর ‘গোল্ডেন ডাক’ করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দক্ষিণ আফ্রিকার কোয়েনা মাপাখা পরপর দুই বলে জোড়া বাউন্ডারি হাঁকালেও শেষ রক্ষা করতে পারেন নি আজ। টুর্নামেন্ট থেকে এর আগেই ছিটকে গিয়েছে রাজস্থান (RR)। আজকের হার আরও খানিক অন্ধকারে ডোবালো তাদের। পক্ষান্তরে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো পাঞ্জাব (PBKS)। সন্ধ্যের ম্যাচে গুজরাত টাইটান্স যদি হারিয়ে দেয় দিল্লী’কে তাহলেই শেষ চার নিশ্চিত হয়ে যাবে তাদের। একইসঙ্গে প্লে-অফে পৌঁছে যাবে গুজরাত ও বেঙ্গালুরুও।

Also Read: IPL 2025: এই ৩ ক্রিকেটার‌ ডুবিয়েছেন KKR’কে, প্লে অফে পৌঁছাতে পারলো না নাইটরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *