IPL 2025: ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় আট নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। প্লে-অফের ক্ষীণতম আশা জিইয়ে রাখতে হলে আজ মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে ঘরের মাঠে জিততেই হবে রিয়ান পরাগদের। চোটের কারণে নেই সঞ্জু স্যামসন। তবে রাজস্থানকে আত্মবিশ্বাস যোগাচ্ছেন বছর ১৪-এর বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। গত ম্যাচে গুজরাতের বিপক্ষে মাত্র ৩৫ বলে শতরান করেছেন বিহারের কিশোর। আজ বুমরাহ-বোল্টদের তিনি কি করে সামলান তা দেখতে মুখিয়ে সকলে। আজকের ম্যাচে বড় ভূমিকা নিতে পারেন যশস্বী জয়সওয়াল, নীতিশ রাণারাও। প্লে-অফের দৌড়ে আরও এক পা এগিয়ে যেতে আজ মাঠে নামছে মুম্বই। টানা পাঁচ ম্যাচ জিতেছেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য হবে তাদের। রায়ান রিকলটন, সূর্যকুমার যাদবদের ফর্ম স্বস্তি যোগাবে পাঁচ বারের চ্যাম্পিয়নদের।
Read More: IPL 2025: ইরফান পাঠানের পর বাদ নভজ্যোত সিং সিধু? ধারাভাষ্যকারের তালিকায় বদল আনছে বিসিসিআই !!
IPL 2025 ম্যাচের সময়সূচি-
রাজস্থান রয়্যালস (RR) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI)
ম্যাচ নং- ৫০
তারিখ- ০১/০৫/২০২৫
ভেন্যু- সোয়াই মানসিংহ্ স্টেডিয়াম, জয়পুর
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Sawai Mansingh Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

সোয়াই মানসিংহ্ স্টেডিয়ামে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স। টি-২০’র জন্য আদর্শ ব্যাটিং সহায়ক বাইশ গজ সাধারণত চোখে পড়ে এই মাঠে। পিচে বাউন্স থাকায় সহজে ব্যাটে আসে বল। সুবিধা হয় বড় শট মারার ক্ষেত্রে। ইনিংসের শুরুতে বাউন্সকে ব্যবহার করেই কার্যকরী হতে পারেন পেসাররা। গুরুত্বপূর্ণ হবে পাওয়ার-প্লে। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৩। জয়পুরে আজ অবধি ৬০টি আইপিএল (IPL) ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে প্রথম ব্যাটিং করে জয় এসেছে ২১টি ম্যাচে। আর রান তাড়া করতে নামা দল জিতেছে বাক্কি ৩৯টি ম্যাচ। টসজয়ী দল ম্যাচ জিতেছে ৩৩ বার। আর টসে বিজিত দল বাজিমাত করেছে ৩৭টি ম্যাচে।
Jaipur Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

পিঙ্ক সিটি জয়পুরে আজ বসতে চলেছে আইপিএলের (IPL) আসর। আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। খেলা সন্ধ্যাবেলায় হওয়ায় গরম অপেক্ষাকৃত কম অনুভূত হবে বলে মনে করছে ক্রিকেটমহল। বৃহস্পতিবার জয়পুরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ১৮ শতাংশ। খেলা চলাকালীন ৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে।
RR vs MI হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ২৯
- রাজস্থানের জয়- ১৪
- মুম্বইয়ের জয়- ১৫
- শেষ সাক্ষাতে ফলাফল- রাজস্থান ৯ উইকেটে জয়ী
দুই অধিনায়কের মন্তব্য-

রিয়ান পরাগ-
আমরা প্রথমে বোলিং করবো। পরের দিকে খানিক শিশির দেখা যেতে পারে। রাতে উইকেট খানিকটা থিতু হয়ে যায়। সেটা কাজে লাগাতে চাই। জয়-হার যাই হোক না কেন, আমরা বিষয়টা খুব সহজ রেখেছি। তিন ম্যাচে আগেও আমাদের কাছে বার্তা ছিলো যে প্রত্যেকটা ম্যাচ ধরে এগোতে হবে। যদি আমরা নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলি তাহলে ঠিক কতটা দাপট দেখাতে পারি তার আন্দাজ গত ম্যাচে পাওয়া গেছে। প্রত্যেককে নিজের স্বাভাবিক খেলাটা খেলার স্বাধীনতা দিতে চাই। দলে দু’টি পরিবর্তন রয়েছে। (ওয়ানিন্দু) হাসারাঙ্গার হাল্কা চোট রয়েছে। কুমার কার্তিকেয় ওর জায়গায় খেলছে। আর স্যান্ডি ভাই (সন্দীপ শর্মা)’র আঙুল ভেঙে গিয়েছে তো ওর বদলে আকাশ মাধওয়াল খেলবে।
হার্দিক পান্ডিয়া-
আমরাও টসে জিতলে প্রথম বোলিং-ই করতাম। তবে ব্যাটিং-এ আপত্তি নেই। কি করে ভালো ক্রিকেট খেলা যায় সবসময় সেটাই চেষ্টা করেছি আমরা। কি করে আরও উন্নতি করা যায় তা নিয়েই আমাদের মধ্যে নিয়মিত কথা হয়েছে। চিন্তাভাবনায় কোনো রকম রদবদল নেই। আমরা ভয়ডরহীন হতে চাই। ব্যর্থতার ভয় জাঁকিয়ে বসুক, তা কোনো মূল্যেই চাই না। জানি না কত রান এখানে নিরাপদ হবে। তেমন কোনো মাপকাঠি নেই। কিন্তু আমাদের পিচকে বিশ্লেষণ করতে হবে। এই উইকেটে ব্যাটিং-এর ব্যাপারে আমরা বেশ আত্মবিশ্বাসী। বিশেষ শিশির দেখছি না। আমাদের দল অপরিবর্তিত থাকছে।
দুই দলের প্রথম একাদশ-

রাজস্থান রয়্যালস (RR)-
বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, নীতিশ রাণা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শিমরণ হেটমায়ার, জোফ্রা আর্চার, কুমার কার্তিকেয় সিং, মাহিশ তীক্ষণা, আকাশ মাধওয়াল, ফজলহক ফারুখি।
ইমপ্যাক্ট প্লেয়ার- কুণাল সিং রাঠৌর, শুভম দুবে, তুষার দেশপাণ্ডে, যূধবীর সিং চরক, কোয়েনা মাপাখা।
মুম্বই ইন্ডিয়ান্স (MI)-
রোহিত শর্মা, রায়ান রিকলটন (উইকেটরক্ষক), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, করবিন বশ, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।
ইমপ্যাক্ট প্লেয়ার- সত্যনারায়ণ রাজু, রাজ অঙ্গদ বাওয়া, কর্ণ শর্মা, রবিন মিঞ্জ, রিস টপলি।
RR vs MI, টস রিপোর্ট-
টসে জিতে প্রথম বোলিং বেছে নিয়েছে রাজস্থান রয়্যালস।