IPL 2025: প্লে-অফে যাওয়ার ক্ষীণতম সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতেই হত রাজস্থান রয়্যালসকে। কিন্তু সোয়াই মানসিংহ্ স্টেডিয়ামে শেষরক্ষা করতে পারলেন না ধ্রুব জুরেল, রিয়ান পরাগরা। টসজয়ী রাজস্থান প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো আজ। রোহিত শর্মা, রায়ান রিকলটন, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের দুরন্ত ব্যাটিং-এ নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২১৭ রান স্কোরবোর্ডে তুলে ফেলে মুম্বই (MI)। রান তাড়া করতে নেমে বোল্ট, বুমরাহ, চাহারদের বিরুদ্ধে রীতিমত হিমশিম খেলেন যশস্বী জয়সওয়াল, নীতিশ রাণা’রা। মাত্র ১৬.১ ওভারে ১১৭ রানের মাথায় থমকে গেলো তাঁদের ইনিংস। আজকের হার রাজস্থানকে (RR) ছিটকে দিলো টুর্নামেন্ট থেকে। রয়্যালস শিবিরে যখন অন্ধকার, তখন আলোর রোশনাই মুম্বই ইন্ডিয়ান্স ডাগ-আউটে। আজ জিতে আইপিএলের (IPL) পয়েন্ট তালিকার শীর্ষে রোহিত শর্মা’রা।
Read More: ‘আমার ভালোবাসা…’ নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় করালেন শিখর ধাওয়ান, সকলকে দিলেন চমকে !!
তাসের ঘরের মত ভাঙলো রাজস্থান-

গত ম্যাচে গুজরাত টাইটান্সের (GT) ছুঁড়ে দেওয়া ২১০-এর লক্ষ্য মাত্র ১৫.৫ ওভারে তাড়া করেছিলো রাজস্থান রয়্যালস (RR)। ৩৮ বলে ১০১ রান করেছিলেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আজ ২১৮ তাড়া করতে নেমে অবশ্য সমস্তিপুরের কিশোর ক্রিজে স্থায়ী হলেন মাত্র দুই বল। দীপক চাহারের (Deepak Chahar) গুডলেন্থ ডেলিভারিতে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন বাম হাতি ওপেনার। পারেন নি শটে নিয়ন্ত্রণ রাখতে। ক্যাচ ধরতে কোনো ভুল করেন নি উইল জ্যাকস। শূন্য করে রাজস্থানের ‘বিস্ময় বালক’ সাজঘরে ফেরার পরে ইনিংস গড়ার দায়িত্ব চেপেছিলো যশস্বী জয়সওয়াল, নীতিশ রাণাদের (Nitish Rana) কাঁধে। ‘ডাহা ফেল’ দু’জনেই। যথাক্রমে ১৩ ও ৯ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হন তাঁরা। চার ওভারের মধ্যেই ৩ উইকেট খুইয়ে বসেছিলো ‘রয়্যালস’ শিবির। স্কোরবোর্ডে তখন কেবল ৪১।
রানের মুখ দেখেন নি অধিনায়ক রিয়ান পরাগ’ও (Riyan Parag)। ৮ বলে ১৬ রান করে জসপ্রীত বুমরাহ’র শিকার হন তিনি। বৈভবের মতই খাতা খুলতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ তারকা শিমরণ হেটমায়ার। তিনি বুমরাহ’র বলে গোল্ডেন ডাক করে ফেরেন সাজঘরে। বেশ কিছুক্ষণ ক্রিজে কাটালেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। কিন্তু মুম্বইয়ের বোলিং বিক্রমের বিরুদ্ধে ঢাল হয়ে উঠতে পারেন নি উত্তরপ্রদেশের উইকেটরক্ষক-ব্যাটার’ও। ১১ বলে ১১ রান করে কর্ণ শর্মা’র শিকার হন তিনি। নিজের বোলিং-এর ফলো থ্রু’তে ক্যাচ তালুবন্দী করেন কর্ণ (Karn Sharma) নিজেই। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে চমৎকার বোলিং করলেন উত্তরপ্রদেশের লেগস্পিনার। ফেরান মাহিশ তীক্ষণা ও কুমার কার্তিকেয় সিং-কেও। ১১.৫ ওভারে মাত্র ৯১ রানের মাথায় ৯ উইকেট খুইয়ে বসেছিলো রাজস্থান রয়্যালস।
ছুইছে মুম্বইয়ের অশ্বমেধের ঘোড়া-

রিয়ান-নীতিশ রানাদের থেকে যে প্রতিরোধ আশা করেছিলো রাজস্থান রয়্যালস তা শেষমেশ দেখা গেলো জোফ্রা আর্চারের (Jofra Archer) ব্যাটে। বুমরাহ, চাহার, কর্ণদের আক্রমণ কার্যত একা কুম্ভ হয়ে দীর্ঘক্ষণ রুখলেন ইংল্যান্ডের পেসার। শেষমেশ ২৬ বলে ৩০ করে বোল্টের শিকার হন তিনি। আর্চার আউট হতেই যবনিকা পড়ে রাজস্থানের ইনিংসেও। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বল হাতে নজর কাড়লেন ট্রেন্ট বোল্ট (Trent Boult)। পাওয়ার-প্লে’তে জোড়া সাফল্য-সহ মোট ৩ উইকেট নিলেন নিউজিল্যান্ডের বাম হাতি পেসার। ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট কর্ণেরও। ছন্দে জসপ্রীত বুমরাহ’ও। আজ ভারতীয় পেস তারকা ১৫ রানের বিনিময়ে পেলেন ২ উইকেট। আইপিএলের (IPL) প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরেছিলো মুম্বই। ব্যর্থতা ঝেড়ে ফেলে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। টানা ছয় ম্যাচ জিতে এই মুহূর্তে প্লে-অফের দোরগোড়ায় হার্দিক বাহিনী।