ipl-2025-rr-crosses-200-mark-vs-pbks

IPL 2025: এনসিএ-র তরফ থেকে উইকেটকিপিং-এ বিধিনিষেধ থাকায় আইপিএল (IPL) মরসুমের প্রথম তিনটি ম্যাচে অধিনায়ক হিসেবে খেলতে পারেন নি সঞ্জু স্যামসন। কার্যনির্বাহী নেতা রিয়ান পরাগের অধীনে চেনা ছন্দে পাওয়া যায় নি দল’কে। চেন্নাইয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে জিতলেও রাজস্থান হেরেছে সানরাইজার্স ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। আজ এনসিএ-র ছাড়পত্র মেলায় অধিনায়কের আসন ফিরে পেয়েছেন সঞ্জু। ‘ক্যাপ্টেন’-এর প্রত্যাবর্তনের সাথে সাথে ছন্দও ফিরেছে রাজস্থানের খেলায়। মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আজ প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলো পাঞ্জাব (PBKS)। যশস্বী জয়সওয়াকের দুরন্ত অর্ধশতক, সঞ্জু-রিয়ান-হেটমায়ার-জুরেলদের ক্যামিও নির্ধারিত ২০ ওভারে রয়্যালস শিবিরকে পৌঁছে দিলো ৪ উইকেটের বিনিময়ে ২০৫ রানে।

Read More: IPL 2025: আউট হয়ে মেজাজ হারালেন সঞ্জু স্যামসন, মাঠেই ছুঁড়ে ফেললেন ব্যাট !!

অর্ধশতক যশস্বী’র, রান রিয়ানেরও-

Yashasvi Jaiswal | IPL | Image: Getty Images
Yashasvi Jaiswal | IPL | Image: Getty Images

চলতি আইপিএলে (IPL) রান খরার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। প্রশ্ন উঠতে শুরু করেছিলো তাঁকে নিয়ে। অবশেষে আজ পাঞ্জাবের বিরুদ্ধে ছন্দে ফিরলেন তিনি। শুরু থেকেই আগ্রাসী ছিলেন বাম হাতি ওপেনার। মার্কো ইয়ানসেনের (Marco Jansen) গতিকে ব্যবহার করে দুরন্ত র‍্যাম্প শটে বল আছড়ে ফেলেন মাঠের বাইরে। প্রোটিয়া অলরাউন্ডারের ডেলিভারি একই ওভারে ডিপ স্কোয়্যার লেগের উপর দিয়েও গ্যালারির ঠিকানায় পাঠান যশস্বী (Yashasvi Jaiswal)। লকি ফার্গুসন, আর্শদীপ সিং-তাঁর তাণ্ডব থেকে রেহাই পান নি কেউই। তরুণ সতীর্থকে যোগ্য সঙ্গত করেন অধিনায়ক সঞ্জু’ও (Sanju Samson)। আজ তাঁর সংগ্রহ ২৬ বলে ৩৮ রান। লকি ফার্গুসনের বলে কভারে ধরা পড়ার পর খানিক স্বভাববিরুদ্ধ ভাবে ব্যাট ছুঁড়ে ফেলতে দেখা গেলো কেরলের ক্রিকেটারকে। সাজঘরে ফেরার সময় শরীরী ভাষায় স্পষ্ট ছিলো হতাশা।

৮৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় রাজস্থান রয়্যালস (RR)। তার পরেও আক্রমণ জারি রেখেছিলেন যশস্বী জয়সওয়াল। যুজবেন্দ্র চাহালের পরপর দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে অর্ধশতক সম্পূর্ণ করেন তিনি। শেষমেশ থামেন ৪৫ বলে ৬৭ রান করে। লকি ফার্গুসনের (Lockie Ferguson) শিকার হওয়ার আগে মারেন ৩টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। চেন্নাইয়ের বিরুদ্ধে অনবদ্য খেললেও আজ  ৭ বলে ১২ করেই সাজঘরের পথ ধরেন নীতিশ রাণা।। স্কোরবোর্ড সচল রাখার দায়িত্ব কাঁধে তুলে নেন রিয়ান পরাগ (Riyan Parag)। শুরুতে খানিক সময় নিয়ে পরে হাত খুলতে দেখা গেলো অসমের তরুণকে। ২৫ বলে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ করে অপরাজিত থাকেন তিনি। ডেথ ওভারে বিধ্বংসী হেটমায়ারও। ক্যারিবিয়ান ‘ফিনিশার’-এর সংগ্রহ ১২ বলে ২০। ছয় নম্বরে নেমেছিলেন ধ্রুব জুরেল। ৫ বলে তিনি করেন ১৩*।

থাকছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা-

Punjab Kings | IPL | Image: Getty Images
Punjab Kings | IPL | Image: Getty Images

রাজস্থানের (RR) ধুন্ধুমার ব্যাটিং-এ চাপের মুখে পড়তে হলো পাঞ্জাবের বোলিং-কে। নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন ২টি উইকেট নিলেও ৪ ওভারে ৯.২০ ইকোনমি রেটে খরচ করেছেন ৩৭ রান। আর্শদীপ ১ উইকেট পেয়েছেন ৩৫ রানের বিনিময়ে। বেহাল দশা ইয়ানসেনেরও। তিনি নীতিশ রাণা’কে আউট করেছেন ঠিকই,, কিন্তু বিনিময়ে খরচ করতে হয়েছে ৪৫ রান। আইপিএলে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) দুর্দশাও অব্যাহত। ১৮ কোটি খরচ করে তাঁকে দলে সামিল করেছেন প্রীতি জিন্টা, নেস ওয়াদিয়া’রা। কিন্তু ৩ ওভারে ৩২ খরচ করেও উইকেটশূন্য রইলেন তিনি। এই নিয়ে চলতি মরসুমে চার ম্যাচের মধ্যে ৩টিতেই ফাঁকা থাকলো তাঁর উইকেটের কলাম্‌। ২০৬-এর লক্ষ্য থাকলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না পাঞ্জাব। শ্রেয়স আইয়ার, প্রভিসিমরণ সিং, গ্লেন ম্যাক্সওয়েলদের মত বিগ হিটার রয়েছে দলে। তাঁদের উপর আস্থা রেখেই বৈতরণী পেরোনোর স্বপ্ন দেখছেন সমর্থকেরা।

Also Read: IPL 2025, CSK vs DC HIGHLIGHTS: ১৫ বছর পর চেন্নাইকে চেপকে পরাস্ত করলো দিল্লি, জয়ের হ্যাটট্রিক করে পৌঁছে গেল পয়েন্ট তালিকার শীর্ষে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *