ipl-2025-rishabh-pant-on-win-vs-lsg

IPL 2025: বিশাখাপত্তনমের মাঠে জয়ের খুব কাছাকাছি পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে (LSG)। আশুতোষ শর্মার অনবদ্য এক ইনিংসে সাফল্য ছিনিয়ে নিয়ে গিয়েছিলো দিল্লী ক্যাপিটালস। ব্যর্থতার সেই অন্ধকারকে পিছনে ফেলে আজ আইপিএলের (IPL) আসরে আলোয় ফিরলো নবাবের শহর। সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মত তারকাখচিত দলের বিরুদ্ধে ২৩ বল বাকি থাকতেই ২ পয়েন্ট ছিনিয়ে নিলো তারা। টসে জিতে প্রথম বোলিং করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলো সুপারজায়ান্টস শিবির। মারমুখী হায়দ্রাবাদ ব্যাটারদের ১৯০ রানের মধ্যে আটকে রাখতে বড় ভূমিকা নেন শার্দুল ঠাকুর। মাত্র ৩৪ রানের বিনিময়ে তিনি তুলে নেন ৪টি বড় উইকেট। নজর কাড়েন আবেশ, বিষ্ণোইরাও। ট্র্যাভিস হেড ৪৭ করলেও আজ ৬-এর বেশী এগোতে পারেন নি অভিষেক শর্মা। গত ম্যাচের শতরানকারী ঈশান কিষণ পারেন নি খাতা খুলতে।

Read More: IPL 2025: ‘নিজেদের জালেই ধরা পড়েছে…” হায়দ্রাবাদকে হারিয়ে দিলো লক্ষ্ণৌ, জোর চর্চা সোশ্যাল মিডিয়ায় !!

রান তাড়া করতে নেমে ইনিংসের গোড়ায় এইডেন মার্করামকে খুইয়েছিলো লক্ষ্ণৌ (LSG)। কিন্তু এরপর পালটা দেওয়া শুরু করেন নিকোলাস পুরান ও মিচেল মার্শ। আজকের জয়ের নেপথ্য নায়ক তাঁরা দু’জনেই। ২৬ বলে ৭০ রানের ধুন্ধুমার ইনিংস খেলেন ক্যারিবিয়ান ব্যাটার। অজি অলরাউন্ডারের ঝুলিতেও ৫২ রান। ১১৬ রান স্কোরবোর্ডে যোগ করেন তাঁরা। যা আইপিএলের (IPL) ইতিহাসে লক্ষ্ণৌর হয়ে দ্বিতীয় উইকেটের জন্য সর্বোচ্চ রানের পার্টনারশিপ। কে এল রাহুল ও দীপক হুডাকে পিছনে ফেললেন পুরান ও মার্শ। আয়ূশ বাদোনি, ঋষভ পন্থরা (Rishabh Pant) অল্প রানের মধ্যে সাজঘরে ফিরলেও ‘অরেঞ্জ আর্মি’কে ম্যাচে ফেরার কোনো সুযোগ দেন নি আব্দুল সামাদ। কাশ্মীরের তরুণ ফিনিশার মাত্র ৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন আজ। ঈশান কিষণ’কে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন ডেভিড মিলার। তিনি অপরাজিত রইলেন ১৩ রান করে।

আজকের জয়ের ফলে চাপ অনেকটাই কমেছে, খেলা শেষে স্বীকার করেছেন অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। জানান, “আমরা গোটা প্রক্রিয়ার উপর আস্থা রাখছি। জয়ের পরেই আকাশে উঠে যাওয়া আর হারের পর হতাশায় ডুবে যেতে আমরা রাজী নই। দল হিসেবে যা আমাদের হাতে নেই তা নিয়ে ভাবছি না। আমার মেন্টরও যা আমাদের হাতে রয়েছে তা নিয়েই ভাবাই পরামর্শ দিয়েছেন। সেটাই করেছি।” বোলারদের প্রশংসা করে বলেন, “প্রিন্স যেভাবে বোলিং করেছে সেটা ভালো লেগেছে। (শার্দুল) সত্যিই দুর্দান্ত ছিলো।” নিকোলাস পুরানের তিন নম্বরে ব্যাট করা প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আমরা ওকে স্বাধীনতা দিতে চাই। যে ভালো খেলছে তাঁকে তো দায়িত্ব দিতেই হবে।” আরও সাফল্য চাইছেন তিনি। “সবাই উন্নতি করছে। এখনও সেরা ক্রিকেটটা খেলি নি আমরা। তবে জয় পেয়ে খুশি,” সংযোজন পন্থের।

Also Read: IPL 2025 SRH vs LSG Match Highlights: ঘরের মাঠে ধরাশায়ী হায়দ্রাবাদ, ৫ উইকেটে জিতে মাঠ ছাড়লো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *