IPL 2025: দিল্লী ক্যাপিটালসের সাথে নয় বছরের সম্পর্কে দাঁড়ি টেনে নিলামে নাম লিখিয়েছিলেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর ভিত্তি মূল্য ছিলো ২ কোটি টাকা। অকশনিয়ার মল্লিকা সাগর নাম ডাকার কয়েক মুহূর্তের মধ্যেই তীব্র লড়াই শুরু হয় একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে। ঋষভকে পাওয়ার লড়াইতে শুরু থেকেই ছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পরে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে চলে তাদের দড়ি-টানাটানি। ২০.৭৫ কোটিতে দর পৌঁছানোয় যখন পিছু হটে হায়দ্রাবাদ, তখন আচমকাই দিল্লীর প্রতিরোধের মুখে পড়তে হয় লক্ষ্ণৌকে। আরটিএম ব্যবহার করতে চেয়েছিলেন পার্থ জিন্দলরা। কিন্তু এক ধাক্কায় দাম ২৭ কোটিতে নিয়ে গিয়ে ঋষভকে ছিনিয়ে নেয় সুপারজায়ান্টস শিবিরই। আইপিএলের (IPL) ইতিহাসে সর্বোচ্চ দাম পেয়ে রেকর্ড করেন তিনি।
Read More: গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের কবলে তারকা ওপেনার, মাথাব্যথা বাড়লো টিম ম্যানেজমেন্টের !!
অধিনায়কত্ব পেলেন ঋষভ পন্থ-
২০২২ থেকে ২০২৪ অবধি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) অধিনায়ক ছিলেন কে এল রাহুল (KL Rahul)। থিঙ্কট্যাঙ্কের সাথে মতের মিল না হওয়ায় অষ্টাদশতম আইপিএলের আগে তাঁকে ছেঁটে ফেলেছে ফ্র্যাঞ্চাইজি। রিটেনশন তালিকা থেকে রাহুল বাদ পড়ার পরই লক্ষ্ণৌর পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে শুরু হয়েছিলো চর্চা। শূন্য আসনে যে ঋষভ পন্থ (Rishabh Pant) বসতে চলেছেন তার আভাস অবশ্য মিলেছিলো ২৭ কোটির প্রাইস ট্যাগ থেকেই। ফ্র্যাঞ্চাইজির ঘোষণার অপেক্ষায় ছিলেন ক্রিকেটজনতা। আজ অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ঋষভের (Rishabh Pant) হাতেই অধিনায়কত্ব আনুষ্ঠানিক ভাবে তুলে দিলেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। আজ স্টার স্পোর্টসের একটি বিশেষ অনুষ্ঠানে নেতা হিসেবে ঋষভের নাম ঘোষণা করা হয়।
ঋষভ (Rishabh Pant) যে তাঁদের পছন্দের তালিকায় এক নম্বরে ছিলেন তা স্পষ্ট করেছেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। সঞ্চালক যতীন সপ্রু’র প্রশ্নের উত্তরে জানান, “যখন থেকে জানতে পেরেছিলাম যে দিল্লী ঋষভকে ছেড়ে দিচ্ছে, তখন থেকেই আমরা ওকে মাথায় রেখেই যাবতীয় পরিকল্পনা সাজিয়েছিলাম। ২৭ কোটির বাজেট’ও ওর জন্য আলাদা করা ছিলো।” এর আগে দুই মরসুম ক্যাপিটালস (DC) শিবিরের নেতৃত্ব দিয়েছেন ঋষভ (Rishabh Pant)। উল্লেখযোহগ্য সাফল্য পান নি। কিন্তু তাঁর মধ্যে আইপিএলের (IPL) অন্যতম সেরা নেতা হওয়ার গুণ রয়েছে বলেই মনে করেন গোয়েঙ্কা (Sanjiv Goenka)। বলেন, “এখন সেরা অধিনায়কদের প্রসঙ্গ উঠলে আমরা ধোনি, রোহিতদের নাম উচ্চারণ করি। আজ থেকে দশ-বারো বছর পর ধোনি, রোহিতদের সাথে পন্থের নামও উচ্চারিত হবে।”
পাঞ্জাবকে খোঁচা ঋষভের-
পাঞ্জাব কিংস শিবিরের পরিবেশ যে বিশেষ খোলামেলা নয় তা এর আগে প্রকাশ্যেই বলতে শোনা গিয়েছে একাধিক ক্রিকেটারকে। যখন-তখন কোচ বদল, অধিনায়ক বদলের ইতিহাস রয়েছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজির। সতেরো বছরে সতেরো জন অধিনায়ক দায়িত্ব সামলেছে পাঞ্জাবের (PBKS)। শেষ দশ বছর তারা পৌঁছতে পারে নি আইপিএলের (IPL) প্লে-অফেও। এবার মাত্র দুই জন আনক্যাপড তারকাকে রিটেন করে মোট ১১২.৫০ কোটি টাকার পার্স নিয়ে নিলামে অংশ নিয়েছিলো তারা। মনেপ্রাণে যে পাঞ্জাবে যেতে চাইছিলেন না ঋষভ (Rishabh Pant) তা স্পষ্ট করেছেন আজকের সাক্ষাৎকারে। বলেন, “আমার তো পাঞ্জাবকে নিয়েই চিন্তা ছিলো। ওদের হাতে সবচেয়ে বেশী অর্থ ছিলো-১১২ কোটি। ওরা শ্রেয়স আইয়ারকে দলে নেওয়ার পর আমার মনে হয় যে লক্ষ্ণৌতে যেতে পারি। নিলামে যা কিছু হতে পারে। আমি কেবল প্রার্থনা করছিলাম।”
দেখে নিন ভিডিও-
Honesty at his best 😭😭😭
Pant lol
pic.twitter.com/BSyOagZsGf— Vijay`17 (@Onehandedsix) January 20, 2025