গত ২৬ মে যবনিকা পড়েছে ২০২৪-এর আইপিএলের (IPL)। ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয়বারের জন্য ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। সফলতম দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের সাথে নিজেদের ট্রফি সংখ্যার ব্যবধান আরও খানিক কমিয়ে নিলো কলকাতা। আগাগোড়া দাপট বজায় রেখে যে পারফর্ম্যান্স উপহার দিয়েছে বেগুনি-সোনালী বাহিনী, তাকে কুর্নিশ না করে পারছেন না বিশেষজ্ঞরা। সুনীল নারাইন , ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট, মিচেল স্টার্ক-একঝাঁক তারকার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিপক্ষদের অনেকখানি পিছনে ফেলেছিলো কলকাতা। ট্রফি জেতার পর অবশ্য বেশ কিছু ধাক্কা খেতে হয়েছে তাদের। দল ছেড়েছেন মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সহকারী কোচের পদ থেকে সরেছেন অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে। ২০২৫ মেগা অকশনের আগে চিন্তা বাড়াতে পারে রিঙ্কু সিং-এর (Rinku Singh) দলত্যাগের ইঙ্গিত।
Read More: IPL দলেরা এবার খেলবে ইংল্যান্ডেও, চমকপ্রদ পরিকল্পনা ECB-র !!
বেঙ্গালুরুতে খেলতে চান রিঙ্কু সিং-
২০১৭ সালে প্রথমবার আইপিএলের (IPL) আঙিনায় পা রেখেছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। সুযোগ পেয়েছিলেন পাঞ্জাব কিংস স্কোয়াডে। কিন্তু গোটা মরসুম কাটাতে হয়েছিলো রিজার্ভ বেঞ্চেই। তাঁকে রিটেন করার পথেও হাঁটে নি প্রীতি জিন্টার (Preity Zinta) দল। ফের নিলামে অংশ নিতে হয়েছিলো উত্তরপ্রদেশের তরুণকে। ২০১৮তে তিনি যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে। ৮০ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছিলো শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। এরপর থেকে তিনি রয়ে গিয়েছেন বেগুনি-সোনালী জার্সিতেই। ২০২২-এর মেগা অকশনের আগে রিঙ্কু’কে রিলিজ করেছিলো নাইট রাইডার্স। কিন্তু ফের ৫৫ লক্ষ টাকায় কলকাতাতেই ফেরেন তিনি। প্রথম কয়েক বছর সুযোগ পান নি। ২০২২ মরসুমের একদম শেষে জাত চিনিয়েছিলেন তিনি। এরপর নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন ২০২৩-এ এসে।
গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে একটা ম্যাচেই কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় রিঙ্কু সিং-এর (Rinku Singh)। শেষ ওভারে নাইটদের প্রয়োজন ছিলো ২৯ রান। প্রায় অবিশ্বাস্য পরিস্থিতি থেকে পরপর পাঁচ ছক্কা মেরে জয় এনে দেন তিনি। ২০২৩ মরসুমের অন্যতম চর্চিত নাম হয়ে ওঠেন তিনি। ১৪ ম্যাচে ৪৭৪ রান করে বনে যান মহাতারকা। নাইট সতীর্থ নীতিশ রাণা (Nitish Rana) অবধি সাক্ষাৎকারে বলেন, “প্রতি বছর যে উন্মাদনা (আন্দ্রে) রাসেল- (সুনীল) নারাইনদের জন্য দেখা যায়, এবার ততটাই উন্মাদনা রিঙ্কু-কে নিয়ে।” ২০২৪ মরসুমে প্রত্যাশা অনেক ছিলো তাঁর কাছে। কিন্তু গত বছরের উচ্চতায় উঠতে পারেন নি রিঙ্কু। মেগা অকশনের আগে তাই তাঁকে ‘রিটেন’ করা হবে কিনা সে নিয়ে দ্বিধায় তিনি। নিজেই জানিয়েছেন যে “কেকেআর রিটেন না করলে আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে চাইবো।”
কলকাতা ছাড়া মুশকিল রিঙ্কু’র-
সাক্ষাৎকারে রিঙ্কু সিং জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’তে খেলার ইচ্ছার কথা। এছাড়া আরসিবি সুপারস্টার বিরাট কোহলির (Virat Kohli) সাথে তাঁর সখ্য নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেন, “বিরাট কোহলি ভাই আমায় একটা ব্যাট দিয়েছিলেন। কিন্তু সেটা ভেঙে গিয়েছিলো। তাই আমি আবার চেয়েছিলাম। উনি আবার ব্যাট দিয়েছিলেন।” জাতীয় দলে ইতিমধ্যেই কোহলির সতীর্থ হিসেবে মাঠে নামার সৌভাগ্য হয়েছে রিঙ্কু’র। কিন্তু আইপিএলে (IPL) সম্ভবত বাস্তব হচ্ছে না এই স্বপ্ন। বছর ২৬-এর রিঙ্কুকে ইতিমধ্যেই আগামীর তারকা হিসেবে চিহ্নিত করেছে নাইট রাইডার্স। ২০২৪ সালে চেনা ছন্দে তাঁকে পাওয়া যায় নি ঠিকই, কিন্তু উত্তরপ্রদেশের খেলোয়াড়ের উপর তার জন্য আস্থা হারাতে নারাজ নাইটরা (KKR)। আন্দ্রে রাসেল, শ্রেয়স আইয়ার, সুনীল নারাইনদের সাথে হয়ত রিটেন করা হবে তাঁকেও। বাড়বে অর্থের পরিমাণ’ও। ফলে দলবদলের কথা ভাবতে হবে না রিঙ্কুকে।