ipl-2025-rinku-can-be-axed-from-kkr-xi

IPL 2025: ২০১৭ সালে আইপিএল (IPL) ‘জার্নি’ শুরু করেছিলেন রিঙ্কু সিং। তরুণ তুর্কি যোগ দিয়েছিলেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতে। সুযোগ পান নি প্রীতি জিন্টার দলে। ২০১৮তে দল বদলে চলে আসেন কলকাতা নাইট রাইডার্সে (KKR)। প্রথম কয়েক বছর নিয়মিত ছিলেন না বেগুনি-সোনালী জার্সিতেও। শেষমেশ ২০২২ থেকে তাঁর উপর আস্থা রাখা শুরু করে টিম ম্যানেজমেন্ট। তাঁর তারকা হয়ে ওঠা ২০২৩ সালে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে দেশের ক্রিকেটজনতার নয়নের মণি হয়ে ওঠেন তিনি। দ্রুত আসে জাতীয় দলের ডাক। ভালো পারফর্ম্যান্সের সাথে সাথে এক লাফে বাড়ে প্রাইস ট্যাগ’ও। ২০২২-এর মেগা নিলামে ৫৫ লক্ষ টাকা দর উঠেছিলো তাঁর। কার্যত বিনা বাধায় তাঁকে দলে ফিরিয়েছিলো নাইট রাইডার্স। কিন্তু ২০২৫-এ রিঙ্কুকে (Rinku Singh) ধরে রাখতে ১৩ কোটি টাকা খরচ করেছে কলকাতা।

Read More: IPL 2025: কলকাতার বিরুদ্ধে নামার আগেই ধাক্কা মুম্বই শিবিরে, চোটের কবলে সূর্যকুমার যাদব !!

তলানিতে ঠেকেছে ফর্মের গ্রাফ-

Rinku Singh | IPL | Image: Twitter
Rinku Singh | Image: Twitter

২০২২-এর আইপিএলে (IPL) ৭টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। প্রায় ৩৫ গড় ও ১৪৮.৭১ স্ট্রাইক রেটে করেন ১৭৪ রান। ২০২৩-এ দুরন্ত ছন্দে ছিলেন উত্তরপ্রদেশের বাম হাতি। কলকাতা প্লে-অফের ছাড়পত্র না পেলেও টুর্নামেন্টের অন্যতম চর্চিত তারকা হয়ে উঠেছিলেন রিঙ্কু। ১৪ ম্যাচ খেলে প্রায় ১৫০ স্ট্রাইক রেট ও ৫৯.২৫ গড়ে তিনি করেন ৪৭৪ রান। গুজরাতের (GT) বিরুদ্ধে অতিমানবিক পারফর্ম্যান্সের পাশাপাশি রিঙ্কু নজর কাড়েন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদের মত প্রতিপক্ষের বিরুদ্ধেও। জায়গা করে নিয়েছিলেন সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকাতেও। রিঙ্কুর (Rinku Singh) উত্থান হইচই ফেলে দিয়েছিলো বিশেষজ্ঞদের মধ্যে। তাঁর শীতল মস্তিষ্ক, ম্যাচ ‘ফিনিশ’ করার সহজাত দক্ষতার তারিফ করেছিলেন অনেকেই। জাতীয় দলের হয়েও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত প্রতিপক্ষের বিরুদ্ধে দুরন্ত খেলেছিলেন তিনি।

রিঙ্কুর (Rinku Singh) ফর্মের নীচের দিকে যেতে শুরু করেছিলো গত বছরের আইপিএল (IPL) থেকেই। ব্যাটিং অর্ডারে তাঁকে পাঁচের বদলে ছয় অথবা সাতে ব্যবহার শুরু করেছিলেন ‘মেন্টর’ গৌতম গম্ভীর। নতুন পজিশনে মানিয়ে নিতে পারেন নি তিনি। ১১টি ইনিংসে মাত্র ১৬৮ রান করতে পেরেছিলেন রিঙ্কু। ব্যাটিং গড় ৬০ থেকে কমে দাঁড়িয়েছিলো ১৯-এ। আন্তর্জাতিক আঙিনাতেও ২০২৪-এর দ্বিতীয়ার্ধটা বিশেষ ভালো কাটে নি রিঙ্কু’র (Rinku Singh)। শ্রীলঙ্কা, বাংলাদেশ বা দক্ষিণ আফ্রিকা সিরিজে হতাশ করেছেন তিনি। টিম ইন্ডিয়া কেরিয়ারের শুরুর দিকে তাঁর ব্যাটিং গড় ছুঁয়েছিলো ৮৯। বর্তমানে একটানা ব্যর্থতার পর তা বর্তমানে দাঁড়িয়েছে ৪২-এ। ২০২৫-এর আইপিএলে’ও (IPL) ছন্দ খুঁজে পান নি রিঙ্কু। এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে নাইট রাইডার্স। রাজস্থানের বিপক্ষে ব্যাটিং-এর সুযোগ পান নি তিনি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ইডেনে থামতে হয়েছে ১২ রান করেই।

মুম্বই ম্যাচে বাদ পড়বেন রিঙ্কু ?

Luvnith Sisodia | IPL | Image: Twitter
Luvnith Sisodia | Image: Twitter

আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরসুমের তৃতীয় ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। অফ ফর্মে থাকা রিঙ্কু সিং-কে বাদ দেওয়া হতে পারে প্রথম একাদশ থেকে। ব্যাটিং অর্ডারকে শক্তিশালী করতে ছয় নম্বরে তরুণ লভনীত সিসোদিয়াকে (Luvnith Sisodia) মাঠে নামানোর সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। এবারই ৩০ লক্ষের বিনিময়ে কর্ণাটকের তরুণকে দলে নিয়েছে কলকাতা (KKR)। ইডেনে নাইটদের প্রস্তুতি ম্যাচে ধুন্ধুমার ইনিংস খেলে নজর কেড়েছিলেন তিনি। সাধারণত টপ-অর্ডার ব্যাটার হলেও ‘ফিনিশার’ হিসেবে লভনীত’কে ব্যবহার করে একটা ফাটকা খেলতে পারে নাইট বাহিনী। অসুস্থতার কারণে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলেন নি সুনীল নারাইন। আজ মাঠে ফিরছেন তিনি। ওপেনিং-এ দেখা যাবে ক্যুইন্টন ডি কক’কে। তিনে থাকছেন অজিঙ্কা রাহানে। পৌনে ২৪ কোটির ভেঙ্কটেশ আইয়ারের জন্য বড় পরীক্ষা হতে চলেছে আজকের ম্যাচ।

Also Read: IPL 2025: বিদায়ঘন্টা বাজলো রোহিত শর্মা’র, মুম্বইয়ের হয়ে ওপেন করবেন এই তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *