IPL 2025: ক্যালেন্ডারের হিসেবে ২০২৫-এর আইপিএল (IPL) শুরু হতে বাকি এখনও প্রায় ৯ মাস। কিন্তু এখন থেকেই আগামী বছরের প্রতিযোগিতার জন্য চালু হয়েছে তোড়জোড়। সামনেই রয়েছে মেগা অকশন। এখনও অবধি রিলিজ ও রিটেনশন নিয়ে কোনো তথ্য প্রকাশ করে নি বিসিসিআই। সেদিকেই এখন তাকিয়ে সকলের। তবে জয় শাহ (Jay Shah), রজার বিনিদের ঘোষণার জন্য অপেক্ষা না করে আপাতত পরের মরসুমের ‘উইশলিস্ট’ তৈরি করে রাখছে ফ্র্যাঞ্চাইজিগুলি। স্কোয়াডের কোন জায়গায় দুর্বলতা রয়েছে, তা ঢাকতে কাদের নিশানা করা যেতে পারে, তৈরি হচ্ছে ব্লু প্রিন্ট। ব্যতিক্রম নয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (RCB)। সতেরো বছর চেষ্টা চালিয়েও ট্রফি জিততে পারে নি তারা। ২০২৫-এ সাফল্যের শিখরে ওঠার ভাবনা নিয়ে দলগঠনের আসরে নামতে চায় তারা। ‘গার্ডেন সিটি’র দলের পয়লা নম্বর পছন্দ কে এল রাহুল (KL Rahul)।
Read More: বাংলাদেশ সিরিজের আগেই টনক নড়ছে BCCI-এর, ফেরানো হচ্ছে এই পুরনো অস্ত্র’কে !!
লক্ষ্ণৌ ত্যাগ নিশ্চিত রাহুলের-
২০২২ থেকে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন কে এল রাহুল (KL Rahul)। প্রথম মরসুমে ভালো ছন্দে পাওয়া গিয়েছিলো তাঁকে। দ্বিতীয় মরসুমের মাঝপথে চোট পেয়েছিলেন। ছিটকে যেতে হয়েছিলো টুর্নামেন্ট থেকে। কিন্তু তৃতীয় মরসুম, অর্থাৎ ২০২৪, মোটেই ভালো কাটে নি তাঁর জন্য। ব্যাট হাতে সেরা ফর্মে ছিলেন না। ভালো পারফর্ম করতে পারে নি দল’ও। ২০২২ ও ২০২৩-এর আইপিএল (IPL) প্লে-অফের যোগ্যতা অর্জন করলেও এবার সপ্তম স্থানেই শেষ করতে হয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে। পারফর্ম্যান্সের গ্রাফ নীচের দিকে নামের জন্য অধিনায়ক রাহুলকেই দুষছেন কর্মকর্তারা। সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে ১০ উইকেটের ব্যবধানে লজ্জার হারের পর দলমালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্যেই তিরষ্কার করেন অধিনায়ককে। এরপরই তলানিতে দুই পক্ষের সম্পর্ক।
ড্রেসিংরুমের উপর রাহুলের (KL Rahul) কতদূর নিয়ন্ত্রণ রয়েছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি লক্ষ্ণৌ দলে তাঁর সতীর্থ অমিত মিশ্র (Amit Mishra) একটি জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠানে এসে জানিয়েছেন যে আগামী মরসুমের জন্য রাহুল নয়, একজন ‘উন্নততর অধিনায়ক’ নিশ্চয়ই সন্ধান করবে সুপারজায়ান্টস (LSG)। বিদায়ের খবরে মোটামুটি সিলমোহর দিয়ে দিয়েছে মিশ্রের মন্তব্যই। সংবাদমাধ্যমও জানাচ্ছে তেমনটাই। বর্তমানে ১৭ কোটি টাকার চুক্তি রয়েছে রাহুলের সঙ্গে। এত টাকা খরচ করে তাঁকে ধরে রাখতে চায় না ফ্র্যাঞ্চাইজি। কর্ণাটকের তারকা রিলিজ চাইলে তাঁর আবেদন মেনে নিতে দ্বিধা করবে না তারা। নতুন অধিনায়ক হিসেবে লক্ষ্ণৌ দলের (LSG) ভার সামলাতে পারেন নিকোলাস পুরান। দৌড়ে রয়েছেন মার্কাস স্টয়নিস’ও।
বেঙ্গালুরুর রেডারে রয়েছেন KL রাহুল-
২০১৬ সালের আইপিএলে (IPL) আরসিবি’তে খেলেই পরিচিতি লাভ করেছিলেন কর্ণাটকের কে এল রাহুল। এরপর পাঞ্জাব কিংস (PBKS) ও লক্ষ্ণৌতে (LSG) গিয়েছেন তিনি। ২০২৫ মরসুমের আগে রাহুলকে দলে ফেরাতে চায় বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজি। এই সিদ্ধান্তের পিছনে সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে তাদের। দীনেশ কার্তিক (Dinesh Karthik) সরে দাঁড়ানোয় একজন উইকেটরক্ষক-ব্যাটার একান্ত প্রয়োজন দলের। এছাড়া চল্লিশ ছুঁইছুঁই ফাফ দু প্লেসি’কেও (Faf du Plessis) ধরে রাখার ঝুঁকি নিতে চায় না বেঙ্গালুরু। তাঁকে রিলিজ করে দিলেন ওপেনার ও অধিনায়ক’ও প্রয়োজন হবে আরসিবি’র। সেক্ষেত্রে রাহুলকে (KL Rahul) দলে নিলে ‘এক ঢিলে তিন পাখি’ মারা যাবে বলে আশায় ফ্র্যাঞ্চাইজি কর্তারা। গত বছর ২৪.৭৫কোটিতে মিচেল স্টার্ককে দলে সামিল করে নতুন রেকর্ড গড়েছিলো নাইট রাইডার্স। রাহুলের জন্য ২৫ কোটি খরচেও সম্ভবত পিছপা হবে না বেঙ্গালুরু।